আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটা চিরন্তন সত্য যে সফল হওয়ার জন্য আপনার ইচ্ছাশক্তিই যথেষ্ট। কেউ কেউ চেষ্টা না করেই বলে ওঠেন, আমার ভাগ্যে লেখা নেই, তাই সম্ভব নয়।
যারা চেষ্টা না করে সবসময় ভাগ্যকে দোষারোপ করেন, তারা পবিত্র কুরআনের এই আয়াতটি মনে রাখুন। সূরা আর রা’দ-এর ১১ নাম্বার আয়াতে মহান আল্লাহপাক বলেছেন, ‘আল্লাহ তায়ালা কখনো কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’
আসুন আমরা চেষ্টা করি। হয়তো প্রথম চেষ্টায় ব্যর্থ হবেন। দ্বিতীয়-তৃতীয়বারের চেষ্টায়ও হয়তো ব্যর্থ হবেন, কিন্তু চতুর্থবার দেখবেন পুরোপুরি সফল না হলেও ৯৯ ভাগ সফল হয়েছেন। আসুন মণীষীদের রেখে যাওয়া কয়েকটি সূত্র মেনে চলি।
১। Stop Dreaming, Start Working: কাজ শুরু করে দিন। কাল থেকে, অমুক কাজটা করার পর, এভাবে এভাবে করবো- এমন সব চিন্তা ঝেড়ে ফেলুন।
২। Be Yourself: দিন শেষে তো নিজেকে নিয়েই বেঁচে থাকা, তবে কেন এতো হৈ-হুল্লোড়! সবার সাথে মিশুন তাই বলে নিজের সময় নষ্ট করে নয়। মনে রাখবেন- আপনার দুঃখের ভার কেউই নিতে চাইবে না, একইভাবে আপনার জীবনের সংকটগুলোও মুছে দেবার মতো কাউকে পাবেন না !
৩।Life is Busy, Take it Easy: সফল হতে চান তো? তবে নিশ্চিত আপনার জীবনে শ্রমের পরিমাণ বেশি সেই সাথে ব্যস্ততাও অধিক। জীবনটা আপনার কাছে ক্ষণিকের আনন্দময় হলেও বেশিরভাগ সময়ই তা কর্মময় ! নিরাশ হবেন না, মানিয়ে নিন এমন জীবন। একটু পরই যে সফলতার স্বাদ আপনি পেতে চলেছেন তা আপনার সব ক্লান্তি মুছে দেবে এক নিমিষে।
৪। Everyone But Only One: স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরণে কাজ করে কতজন? নিজেকে তাই কোন দলে ফেলবেন? স্বপ্ন-বিলাসী নাকি সফল ব্যক্তিত্ব?
৫।It's My Life: "আরে এটা তো আমার জীবন আর আমার জীবনকে কি আমি সুন্দর করে সাজাবো না?" কি ভাবছেন? সিদ্ধান্ত আপনার ! আর উপায়? উত্তর- পরিশ্রম !
৬। Practice Makes a Man PERFECT- জেনে আর শিখে ক'জন জন্মায়? আপনার সফল হবার উত্তর তো এখানেই!!
৭।As I Believe :বিশ্বাস করতে হবে মন থেকে "আপনি পারবেন"!! "মনে হয় পারবো" এ কথার থেকেও বেশি শক্তিশালী "আমি বিশ্বাস করি আমি পারবো"।
৮। I Do: করবো, করেছিলাম, দেখা যাক- অবান্তর এমন সব অতীত ভবিষ্যৎ দ্রষ্টা কথা ত্যাগ করুন। সরাসরি স্পষ্ট ভাষায় বলুন-"আমি করছি, সফল হবো কিনা সেটা পরের কথা"!
৯।And I will Show: সবাই সফল হয়ে গেছে? আচ্ছা আপনিও হবেন, কেননা সফল না হওয়া পর্যন্ত তো আপনি থামবেন না !
কারণ আপনি আপনার ভিতরে বিশ্বাসের বীজ ইতোমধ্যে রোপণ করেছেন, চারা গজাতে তো একটু সময় লাগবেই!