How to handle the wedding ceremony.

in marriage •  5 months ago 

IMG_20240620_113706_205.jpg

  • The marriage house is busy with eating and drinking, dancing, singing and cheering throughout the day. Brothers and sisters, friends and relatives keep coming and going during this time. And the groom or bride's family has an important role in all the work of this marriage. The cooperation and participation of all the family members can make the wedding ceremony of their beloved member grand and memorable.

  • Planning a wedding, from the shopping to the groom, takes a lot of work every time. All work can be handled only with the help of family members. The joy is doubled if everyone shares the work. So this time we bring to the wedding let's start about who can be divided which work among the family members.

Father:

  • It can be said that everything is done under the leadership of the father. That is why every member of the family has to work to implement his plan. The father has to look after the major work and financial aspects. For example: Community center booking, guest list, making budget accordingly can be done by father.

Mother:

  • The mother of the bride or groom has to perform the most responsible tasks. He prioritizes the choice of the future bride or groom. In the midst of a hundred thoughts and busyness, mother can entertain her guests, prepare the food menu, decide what kind of food will be served. Also, the mother can choose the jewelry and formulate a budget when deciding on jewelry for the wedding shopping.

Brother:

  • All minor work in the marriage house can be done by elder or younger brothers of the house. Ordering wedding cards, distributing cards according to the guest list, contacting decorators, contacting and booking DJs, photographers and video cameramen, wedding markets can be done by housemates together.

sister:

  • The sister of the house can play a significant role in marriage shopping. In that case he can carefully select each item according to the choice of the bride and groom. He can also decide what will be given to whom. Bride's sister can do the job of deciding the beauty parlor and booking with the beautician for the bride's outfit.

  • দিনভর খাওয়া দাওয়া, নাচ গান আর হৈ হুল্লোরে মুখরিত থাকে বিয়ে বাড়ি। ভাই-বোন, বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনদের আনাগোনা লেগেই থাকে এই সময়। আর এই বিয়ের যাবতীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বর বা কনের পরিবারের। পরিবারের সকল সদস্যের সহযোগিতা এবং অংশগ্রহণই পারে তাদের প্রিয় সদস্যটির বিয়ের অনুষ্ঠানটিকে জাঁকজমকপূর্ণ এবং স্মরণীয় করে তুলতে।

  • বিয়ের আয়োজনে কেনাকাটা থেকে শুরু করে বৌভাত পর্যন্ত প্রতিটা সময় লেগে থাকে অফুরান কাজের চাপ। পরিবারের সদস্যদের সহযোগিতায়ই কেবল সামলে নেয়া যায় সব কাজ। কাজগুলো সবাই মিলে ভাগ করে নিলে দ্বিগুণ হয়ে যায় আনন্দ। তাই এবার আমরা নিয়ে এলাম বিয়েতে পরিবারের সদস্যদের মধ্যে কাকে কোন কাজ ভাগ করে দেয়া যায় সে সম্পর্কে চলুন শুরু করা যাক।

বাবা:

  • বাবার নেতৃত্বেই সব কাজ হয়ে থাকে বলা যায়। সেজন্য তার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পরিবারের প্রতিটি সদস্যকে কাজ করতে হবে। বড় পরিসরের কাজ এবং আর্থিক দিকগুলো দেখতে হয় বাবাকে। যেমন: কমিউনিটি সেন্টার বুকিং দেয়া, গেস্ট লিস্ট করা, সেই অনুযায়ী বাজেট তৈরির কাজ বাবা করতে পারেন।

মা:

  • কনে বা বরের মায়ের সবচেয়ে বেশি দায়িত্বপূর্ণ কাজগুলো করতে হয়। হবু বর বা কনের পছন্দকে প্রাধান্য দেন তিনি। শত চিন্তা ও ব্যস্ততার মাঝেও তাকে মেহমানদের আপ্যায়ন করা, খাবারের মেনু তৈরি করা, কি ধরনের খাবার দেয়া হবে তা মা নির্ধারণ করতে পারেন। এছাড়াও বিয়ের কেনাকাটায় অলংকার নির্ধারণের ক্ষেত্রে মা অলঙ্কার নির্বাচন এবং বাজেট প্রণয়ন করতে পারেন।

ভাই:

  • বিয়ে বাড়ির সব ছোটাছুটির কাজগুলো বাড়ির বড় বা ছোট ভাইরা করতে পারেন। বিয়ের কার্ড অর্ডার দেওয়া, গেস্ট লিস্ট অনুসারে কার্ড বিলি করা, ডেকোরেটরের সাথে যোগাযোগ, ডিজে, ফটোগ্রাফার এবং ভিডিও ক্যামেরাম্যান-এর সাথে যোগাযোগ এবং বুকিং দেওয়া, বিয়ের বাজার এসব কাজ বাড়ির ভাইরা মিলে করতে পারেন।

বোন:

  • বিয়ের কেনাকাটার ক্ষেত্রে বাড়ির বোনটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। সেক্ষেত্রে তিনি বর ও কনের পছন্দ অনুযায়ী প্রতিটি জিনিস সূক্ষ্মভাবে নির্বাচন করতে পারেন। পাশাপাশি কাকে কি দেওয়া হবে তা নির্ধারণ করতে পারেন তিনি। কনের সাজের ক্ষেত্রে কনের বোন বিউটি পার্লার নির্ধারণ এবং বিউটিশিয়ানের কাছে বুকিং দেয়ার কাজটি করতে পারেন।

IMG_20240620_113753_265.jpg

Cousins ​​and friends:

  • Cousins, siblings and friends are no less than family members. They are largely responsible for the splendid condition of the marriage house and the grandeur of the marriage. It is their job to keep the entire wedding house full of laughter, jokes and joy, besides taking part in every work of the wedding. They may have done the work of putting on the yellow stage, decorating the whole house, putting henna on the bride's hand, decorating the branches, bringing the wedding branches to the other party's house, arranging dances and songs.

Near relatives:

  • Groom's or bride's uncles, aunts, aunts or cousins ​​can help arrange wedding bazaars, cooks and house functions. They can complete all the programs properly only by discussing with the mentors of the 2 parties.

Besides, in the case of wedding shopping, the bride and groom and their brothers and sisters can go shopping together if they want. There is an opportunity to develop a friendly relationship between everyone as well as to choose everything according to the preferences of both parties.

কাজিন এবং বন্ধুরা:

  • খালাতো-মামাতো কিংবা চাচাতো-ফুপাতো ভাইবোন এবং বন্ধুরাও পরিবারের সদস্যদের চেয়ে কোনো অংশে কম নন। বিয়ে বাড়ির জাঁকজমকপূর্ণ অবস্থা এবং বিয়ে ধুমধাম করে হবার কাজটি অনেকাংশেই তারা করে থাকেন। বিয়ের প্রতিটি কাজে হাত লাগানোর পাশাপাশি পুরো বিয়ে বাড়ি হাসি, ঠাট্টা, আনন্দ করে জমিয়ে রাখাই যেন তাদের কাজ। গায়ে হলুদের স্টেজ, পুরো বাড়ি আলপনা করা, কনের হাতে মেহেদি পরানো, ডালা সাজানো, বিয়ের ডালাগুলো অপরপক্ষের বাড়িতে দিয়ে আসা, নাচ ও গানের আয়োজনের কাজ তারা করে থাকতে পারেন।

নিকট আত্মীয়:

  • বিয়ের বাজার, বাবুর্চি ঠিক করা এবং ঘরোয়া অনুষ্ঠানগুলো গুছিয়ে নিতে সাহায্য করতে পারেন বর বা কনের চাচা-চাচি, মামা-মামি, খালা-খালু কিংবা ফুপা- ফুপু। ২ পক্ষের মুরব্বীদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমেই সুষ্ঠুভাবে সব অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন তারা।

এছাড়া বিয়ের কেনাকাটা করার ক্ষেত্রে বর ও কনে এবং তার ভাই বোনরা চাইলে একসাথে শপিংয়ে যেতে পারেন। এতে সবার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি দুপক্ষের পছন্দ অনুযায়ী সব নির্বাচন করার সুযোগ থাকে।

IMG_20240620_113814_727.jpg

My dear friend, today is your wedding. May life be very beautiful and organized. There may be many hardships on the way, but it will not break. Many good wishes for you. happy marriage

  1. Many friends come and go in life. But you are still my friend. Today is your happy marriage. I have a lot of love and prayers for you.

  2. My dear friend, you were by my side in happiness and sadness. A friend like you is a great find in my life. Best wishes and congratulations on your marriage. Be well, be well.

  3. My dear friend, today is your wedding. What will I give you as a gift? I wish you a red rose from my heart. I wish you always be happy and well. happy marriage

  4. We have been walking together for a long time, and I have mixed many feelings with you. My dear friend is getting married today. Everyone will pray for him. May he be very happy in life.

  5. Lucky to have a good friend like you. You are an invaluable asset in my life. Today is your wedding. Lots of prayers and love. I pray that you will be very happy. happy marriage.

  6. Friend tell me what gift you will give for your wedding. I have nothing to give without my heart. You are very special to me. I have nothing to give you. A chest of love left for you.

  7. My dear friend, today is the second birth of your life. You were absent for so long. From today you will find your life partner. Be very happy in life. I wish this. May your life be happy.

  8. My dear friend, I was very close to you. Today a man came closer than me in your life. Your new life starts today. I pray that you will be very happy in life.

  9. My dear friend, I wish you a happy marriage. I hope you will remain as my friend. I wish you a bunch of roses from my heart.

  10. Be well, be happy, friend. I wish this. I will have many prayers and good wishes for your marriage. I wish you to be happy in life with your new life partner.

  11. My dear friend, you have entered a new life today. I wish you much happiness and success in your new life. Be very happy with your spouse.

  12. Today is a very special day in your life. Be very happy in life. Let every day be like Eid. Be successful with your new life partner. This is my wish. Happy marriage friend.

আমার প্রিয় বন্ধু, আজ তোমার বিয়ে । জীবন হোক অনেক সুন্দর আর গোছানো । চলার পথে অনেক কষ্ট আসতে পারে, তাতে ভেঙ্গে পড়বে না । অনেক অনেক শুভ কামনা তোমার জন্য । শুভ বিবাহ ।

১। জীবনে চলার পথে অনেক বন্ধু এলো আবার চলে গেলো । কিন্তু তুই আজও আমার বন্ধুই রয়ে গেলি । আজ তোর শুভ বিবাহ । আমার মনে থেকে তোর জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর দোয়া ।

২। প্রান প্রিয় বন্ধু আমার, তুমি আমার সুখে দুঃখে পাশে ছিলে । তোমার মত একজন বন্ধু আমার জীবনের অনেক বড় একটি পাওয়া । তোমার বিয়েতে তোমার জন্য রইলো শুভ কামনা ও অভিনন্দন । ভালো থাকো, ভালো রেখো ।

৩। প্রিয় বন্ধু আমার, আজ তোমার বিয়ে । কি দেবো তোমায় উপহার । তোমার রইলো আমার মন থেকে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা । সুখে থেকো ভালো থেকো এই কামনা করি সব সময় । শুভ বিবাহ ।

৪। দীর্ঘদিন একসাথে পথ চলা, আর অনেক অনেক সৃতি মিশে আছে তোর সাথে আমার । আমার সেই প্রিয় বন্ধুটির আজ বিয়ে । সবাই তার জন্য দোয়া করবেন । সে যেন জীবনে অনেক অনেক সুখী হয় ।

৫। তোর মত একজন ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার । তুই আমার জীবনের এক অমূল্য সম্পদ । আজ সেই তোর বিয়ে । অনেক অনেক দোয়া আর ভালোবাসার তো জন্য । অনেক অনেক সুখী হও এই দোয়াই করি । শুভ বিবাহ ।

৬। বন্ধু তোমার বিয়ে কি উপহার দেবো বলো । হৃদয় ছাড়া দেয়ার মত আমার যে আর কিছুই নেই । তুই তো আমার অনেক আপন একজন । তোকে দেয়ার মত আমার কাছে কিছুই নেই । তোর জন্য রইলো এক বুক ভালোবাসা।

৭। আমার প্রিয় বন্ধু, আজ তোমার জীবনের দ্বিতীয় জন্ম হলো । এতদিন তুমি ছিলে ছন্নছাড়া । আজ থেকে তুমি পেলে তোমার জীবনসঙ্গী । জীবনে অনেক অনেক সুখী হও । এই কামনা করি । সুখে কাটুক তোমার জীবন ।

৮। প্রিয় দোস্ত আমার আমি ছিলাম তোর খুব কাছে মানুষ । আজ তোমার জীবনে আমার চেয়েও কাছে একজন মানুষ এলো । আজ থেকে তোর নতুন জীবন শুরু । জীবনে অনেক অনেক সুখী হও এই দোয়া করি।

৯। আমার প্রিয় দোস্ত, তোমাকে জানাই শুভ বিবাহ মোবারাক । তুমি আমার বন্ধু যেমন ছিলো, তেমনি থাকবে আশাকরি । তোমার জন্য মন থেকে রইলো একরাশ গোলাপের শুভেচ্ছা।

১০।ভালো থেকো সুখে থেকো বন্ধু । এই কামনা করি । তোমার বিয়েতে আমার মন থেকে থাকবে অনেক অনেক দোয়া আর শুভ কামনা । নতুন জীবনসঙ্গীকে নিয়ে জীবনে সুখী হও এই কামনা করি ।

১১। আমার প্রিয় দোস্ত, তুমি আজ নতুন জীবনে পদার্পণ করলে । নতুন জীবনে অনেক বেশী সুখী হও এবং সফল হও এই কামনা করি । জীবনসঙ্গীকে নিয়ে অনেক সুখী হও।

১২। আজকে তোমার জীবনের অনেক বিশেষ একটি দিন । জীবনে অনেক খুশী থাকো । প্রতিটি দিন হোক ঈদের মত । সফল হও নতুন জীবনসঙ্গীকে নিয়ে । এই আমার কামনা । শুভ বিবাহ বন্ধু ।

IMG_20240620_140517_173.jpg

IMG_20240620_141651_467.jpg

  • I thought maybe the food arrangements would be similar to what middle class families in our city usually do for weddings. But when I sat down to eat, I saw that they made a very good arrangement of mutton kacchi, chicken roast, jali kabab, borhani, curd. And the cooking was great. The cuttlefish meat in particular was so soft that the meat fell apart with a touch. If the meat of kacchi is not soft then eating that kacchi is not fun. However, I finished the eating and drinking phase slowly. As soon as we finished eating and drinking, I heard the bridegroom coming. So we stood near the gate and waited for the groom.

  • আমি মনে করেছিলাম হয়তো সাধারণত আমাদের শহরের মধ্যবিত্ত পরিবারগুলো বিয়েতে যে ধরণের আয়োজন করে থাকে খাওয়া দাওয়ার আয়োজন অনেকটা তেমনই হবে। তবে খেতে বসে দেখলাম তারা মাটন কাচ্চি, চিকেন রোস্ট, জালি কাবাব, বোরহানি, দই সবকিছু মিলিয়ে বেশ ভালো আয়োজন করেছিলো। আর রান্নাটা হয়েছিল দারুণ। বিশেষ করে কাচ্চির মাংসটা এতটা সফট হয়েছিল যে মাংসটা ধরার সাথে খুলে আসছিলো। কাচ্চির মাংস যদি সফট না হয় তাহলে সেই কাচ্চি খেয়ে মজা পাওয়া যায় না। যাইহোক ধীরেসস্থে খাওয়া-দাওয়া পর্ব শেষ করলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ হতেই শুনতে পেলাম বরযাত্রী আসছে। তো আমরা গেটের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বরযাত্রীর জন্য অপেক্ষা করতে লাগলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!