My friend's wedding ceremony.

in marriage •  16 days ago 

IMG_20240621_123253_4.jpg
আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।আমি আজ আপনাদের মাঝে আমার বন্ধু ত্বরণের বিয়েতে একটি ডিনার সেট উপহার দেব, সেই সম্পর্কে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি।আজ আমার বন্ধু তরুণ এর বৌভাত্তা অনুষ্ঠান । সে আমাকে তার বৌভাত অনুষ্ঠান দাওয়াত দিয়েছে। আমি তার বৌভাত অনুষ্ঠান খাওযার জন্য শহরে গিয়ে একটি ডিনার সেট কিনে আনলাম। ডিনার সেটটি ৫২ সেটের। দাম পড়ছে ৬২০০ টাকা। আমার বন্ধু বলে কথা। তার বিয়ে খেতে যাব কিছু না দিলে হয়। সেজন্য আমি তার বৌভাত অনুষ্ঠান একটি ডিনার সেট উপহার দিলাম।আমার বন্ধু তরুণ এর বৌভাত কয়েকজন বন্ধু অনেক মজা করলাম। আমার বন্ধু তরুণের বৌভাত অনুষ্ঠান গরুর মাংস, মুগ ডালের ডিম দিয়ে ভুনা, খাসির মাংস, দই, মিষ্টি, সেভেন আপ ও পোলাও চাউলের ভাত ইত্যাদি আরো অনেক কিছু দিয়ে খেয়েছি । আজ আমি আমার বন্ধুর তরুণের বৌভাত অনুষ্ঠান অনেক মজা করেছি। অনেক মজা করে খেয়েছি।আপনার সবাই আমার বন্ধু তরুণের জন্য দোয়া করবেন।

Translation :

Assalamu Alaikum how are we all? Hope everyone is well. I am also very happy with your prayers. Today I am going to share a few things about my friend Tarun's wedding as a dinner set gift. Today is my friend Tarun's bridal shower. He invited me to his wedding ceremony. I went to town and bought a dinner set for his wedding reception. The dinner set is 52 sets. The price is Rs 6200. My friend said. I will go to his wedding without paying anything. That's why I gifted a dinner set for his wedding ceremony. Some of my friend Tarun's groom friends had a lot of fun. I had my friend Tarun's wedding ceremony with beef, mung dal fried with egg, khasir meat, curd, sweet, seven up and polao with rice and many other things. Today I had a lot of fun with my friend's bachelorette party. I had a lot of fun. Please pray for my friend Tarun.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!