Benefits of Malta Fruit.

in malta •  6 months ago 

IMG_20240522_205809_298.jpg
আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে ভিটামিনের চাহিদা পূরণে মালটা ফলের উপকারিতার জুড়ি নেই। এই মালটা প্রায় সকল ধরণের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে। তবে ভিটামিন-সি মানব শরীরের জন্য একটু বেশিই গুরুত্বপূর্ণ।তাই আমাদের প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত।একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন ৮০-৯০ মিলিগ্রাম ও পূর্ণবয়স্ক নারীদের ৬০-৭০ মিলিগ্রাম ভিটামিন-সি গ্রহণ করা উচিত। আর ভিটামিন-সি এর জোগানে বিশেষ ভূমিকা রাখে আমাদের দেশের জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল মাল্টা।পাকস্থলীকে সুস্থ রাখতে মাল্টা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই নিয়মিত মাল্টা খাওয়ার অভ্যাস করতে হব।এই মালটা আমাদের পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয় । মাল্টা আমাদের ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। মালটা প্রদাহ জনিত রোগ সারিয়ে তুলতে সহায়তা করে৷

Translation :
The benefits of malta fruit are unmatched in meeting the vitamin requirements of our daily busy lives. This product fulfills the needs of almost all types of vitamins. But vitamin-C is a little more important for the human body. So we should eat foods containing vitamin C every day. An adult male should consume 80-90 mg and an adult female should consume 60-70 mg of vitamin-C. And malta, a popular and easily available fruit of our country, plays a special role in providing vitamin-C. Malta plays a very important role in keeping the stomach healthy. So we have to make a habit of eating malta regularly. This malta protects us from stomach ulcers and constipation. Malta helps us fight infection. Malta helps in curing inflammatory diseases

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!