যার শুরু আছে, তার শেষ আছে।

in lifestyle •  last year 

কেমন আছেন আপনারা সবাই, অবশ্যই আপনারা অনেক ভাল আছেন। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য চলে এসেছি, আমার এই ছোট্ট পোষ্টের মাধ্যমে।

আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য মূলত এসেছি, সেটা হল আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যার শুরু আছে তার শেষ অবশ্যই আছে?

আমার মনে হয় না আপনার জবাব নাতে আসবে,অবশ্যই এ কথার সাথে আপনি সহমত প্রকাশ করবেন। প্রত্যেকটি মানুষের এবং প্রত্যেকটি কাজের একটা শুরু আছে ,আর একটা সময় গিয়ে দেখা যায় সেটা শেষ হয়ে যায় ।

fabio-comparelli-uq2E2V4LhCY-unsplash (1).jpg

Src

এখন এই যে সময়ের ব্যবধান শুরু থেকে শেষ পর্যন্ত এর ভেতরেই আপনি কি করলেন, আর কি পেলেন ,এটা আপনাকে হিসেব রাখতে হবে।

যদি আপনার শুরুটা হয় এলোমেলোভাবে, আপনার শেষটাও এলোমেলোভাবেই হবে। আর যদি শুরুটা আপনি গুছিয়ে শুরু করতে পারেন, দেখবেন শেষটাও আপনার ঠিক শুরুর মতন হবে।

এটা কেন বলছি এটারও কিছু কারণ রয়েছে।কারণ কোন কারন ছাড়া একটা কথা বলা মোটেও উচিত নয়।

ধরুন আপনি আমাদের এই স্টিমেট প্ল্যাটফর্মে এসেছেন, কারোর না কারোর মাধ্যমে এসেছেন। হয়তো আপনি লোভে পড়ে এসেছেন নয়তোবা আপনার ভবিষ্যৎ থেকে উজ্জ্বল করার জন্য এসেছেন, এসেছেন কিছু শিখতে, এসেছেন কিছু মানুষকে শেখাতে।

যদি আপনি সত্যি সত্যি এই প্ল্যাটফর্ম থেকে কিছু অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই প্ল্যাটফর্ম সম্পর্কে একটু রিসার্চ করতে হবে, একটু শিখতে হবে, যে এখানে আর অন্য সব ইউজাররা কেমন ভাবে কাজ করছে তারা কোন অনুযায়ী কাজ করছে।

যদি আপনি এগুলো শিখে তারপরে আপনি কাজ শুরু করেন, আপনার সেই কাজটি অবশ্যই অনেক সুন্দর ভাবে স্টার্ট হবে। আর যদি আপনি কিছু না বুঝে এসেই দেখেন যে আহারে মানুষ তো অনেক অনেক কামাই আমি লিখলে হয়তো আমিও কামাইতে পারবো ।তাহলে আপনার শুরুটা কেমন হলো লোভ দিয়ে শুরু হল আর আমরা সবাই জানি লোভে পাপ পাপে মৃত্যু।

আপনি শুরু থেকেই যদি এত লোভী হয়ে যান তাহলে আপনি পরবর্তী সময় গুলো কিভাবে পার করবেন। যদি শুরুতেই আপনার কাজের অভিজ্ঞতা কাজে ধরন এলোমেলো হয় ,তাহলে আপনি সেটা ঠিক করবেন কবে। আর এটা ঠিক করতে করতে তো আপনার পুরো জীবন চলে যাবে।

তাই যদি শুরুটাই আপনি অনেক ভালোভাবে বুঝে শুনে করেন, একটা সময় আপনার এই প্লাটফর্মে আপনি একটা গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি হতে পারেন।

alexander-redl-d3bYmnZ0ank-unsplash.jpg

Src

সাধারণ একটা উদাহরণ দেই ধরুন আপনি স্কুলে যান স্কুলে যান কিসের জন্য জ্ঞান অর্জন করার জন্য ।দেখবেন এমন কিছু ছাত্রছাত্রী রয়েছে তারা শুধুমাত্র স্কুলে যায় টাইম পাস এর জন্য, বাপ-মায়ের চাপে একটু স্কুলে না গেলে হয়না তাই গিয়ে বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা মারতে শুরু করে টাইম পাস করার জন্য।

কিন্তু যারা মূলত শিক্ষা অর্জনের জন্য গিয়েছে তারা টাইম পাসও করবে সাথে তাদের শিক্ষা অর্জন করবে। আর ওইগুলোই হাতেগোনা কয়েকজন দেখবেন খুব ভালো কিছু করে দেখিয়েছে, তখন আপনি আফসোস করবেন যদি আপনিও সেই সময় মনোযোগ সহকারে লেখাপড়াটা পড়তেন তাহলে হয়তো আজকে ওর পজিশনে আপনিও থাকতে পারতেন।

যে মূলত লেখাপড়া করার জন্য শিক্ষা অর্জনের জন্য গিয়েছিল সে কিন্তু তার শুরুটা তেমনভাবেই শুরু করেছিল। সে এটা ভেবেই গিয়েছিল যে তাকে কিছু করে দেখাতে হবে। তাই তার শেষটাও ভালো হয়েছে ।তো ঠিক তেমনটাই আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন আপনি কাজ করবেন অল্প কিন্তু আপনার মজুরি চাইবেন অনেক বেশি এটা তো কেউ দেবে না দেবে।

তাই বলব আপনি যেটাই করুন না কেন সেটা আপনার পার্সোনাল লাইফের হোক বা আপনার কাজের ক্ষেত্রে হোক যেটাই করুন না কেন সব সময় চেষ্টা করবেন শুরুটা যেন ভাল হয় শুরুটা ভালো করতে পারলে আপনার সবটাই ভালো হবে।

যাই হোক বন্ধুরা আপনাদের সাথে ছোটখাটো কিছু বিষয় নিয়ে কথা বললাম জানিনা কথা গুলোর সাথে আপনারা সহমত হবেন কিনা, তবে আমার কাছে যেটা লেগেছে আমি সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি, যদি কোন ভুল ত্রুটি কথা বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে সেটা কমেন্টস বক্সে শেয়ার করবেন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবারো আমার পরবর্তী পোস্টে ধন্যবাদ সকলকে।

Best regards

@mamun123456

Join incredible India discord community

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!