ছোট ছোট জিনিসগুলি জীবন বড় করে তোলে।

in life •  last year 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোটিভেশনাল একটি আর্টিকেল আশা করি আমার লেখাটি সকলে পড়বেন।

money-g7031c8c82_1280.jpg

Source

আমাদের প্রত্যেকটি মানুষের জীবন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের সুখ-দুঃখ হাসি কান্না এটি বিরাজমান এর সাথে সবচেয়ে বড় যেটি প্রত্যেকটি মানুষের জীবনে দরকার সেটি হল সাফল্য এবং পদমর্যাদা।

আসলে আমরা কেউই রাতারাতি সফল হতে পারি না। সাফল্য অর্জন করতে হলে সর্বপ্রথম আপনাকে ছোট হতে হবে কারণ আপনি একদিনের সফলতার উচ্ছ্বাসী করে আরোহন করতে পারবেন না কারণ ছোট থেকেই আস্তে আস্তে বড় হতে হয়। জীবনে সফলতা দুইভাবে অর্জন করা যায় একটি সৎ উপায়ে যেটি আপনাকে ধীরস্থিরভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম এবং মেধা ফাটিয়ে আপনাকে সাফল্য অর্জন করতে হবে এবং অন্যটি হলো আপনি অসৎ উপায়ে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া মানুষকে ঠকিয়ে আপনি সাফল্য অর্জন করতে পারেন কিন্তু সেটি কখনো আপনাকে দীর্ঘস্থায়ী ফল দিবে না কারণ অন্যকে কষ্ট দিয়ে ধোঁকাবাজি করে মানুষকে ঠকিয়ে যে সফলতা আসে এটি কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না এটাকে ধোঁকাবাজি বলা হয় এটাকে কখনো সফলতার মানদন্ড নির্ণয় করা যায় না।

entrepreneur-gc0f644170_1280.jpg

Source

যে ব্যক্তি জীবনে নিজেকে ছোট করে মানুষের সামনে উপস্থাপন করতে পারে নিজেকে কখনো অন্যের সামনে বড় বলে জাহির করে না কারণ ছোট থেকে মানুষ বড় হতে শেখে কারণ আপনার ছোট ছোট গুণাবলী গুলি একদিন আপনাকে সফলতার উচ্চ শিখরে আহরণ করতে সাহায্য করবে তাই প্রথমে নিজেকে ছোট বলে কখনো ধিক্কার দিবেন না বা নিজেকে কখনো অপমান বোধ করবেন না তাহলে আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

নতুবা জীবনে কখনো একবারে বড় হতে চাইলে সে জীবনে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না কারণ যে জীবনে ব্যর্থতা নাই সে জীবনে সফলতা স্বাদ গ্রহণ করা পুরোপুরি সম্ভব নয় তাই কষ্ট করে উপার্জিত সম্পদ বা যেটি অর্জন করা হয় বা যে সফলতা আসে সেটি জীবনের দীর্ঘস্থায়ী হয় এবং সেটি জীবনকে প্রস্ফুটিত করে এবং মনকে আনন্দিত করে।

bulletin-board-g00290eb4b_1280.jpg

Source

তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা রইল সকলের প্রতি আমার লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!