বৈচিত্রময় জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া এইসব মানুষগুলোকে আমরা নানান ভাবে অবহেলা করে থাকি,কারো কাছে এরা টোকাই , হিরনঞ্চি , কারো কাছে এরা প্রতিবন্ধী, আবার কারো কাছে এরা পথশিশু ।
আমাদের এই রকম চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে । সাধ্যমতো ওদের জন্য কিছু করতে হবে । কারন এরা বঞ্ছিত , এরা মানুষ ।
ভাগ্য এবং পরিস্থিতি কাউকে ধনী বানায় , আবার কাউকে রাখে বঞ্ছিত ।