My Introduce

in introducemyself •  3 years ago 

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।

IMG_20210721_151149_025.jpg
#introducemyself

আমি মোঃ সোহেল রানা

বাবার নাম মাওঃ মোঃ ওমর ফারুক। বাসাঃগৌরীপুর দাউদকান্দি কুমিল্লা।

আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট।

আমি একজন সাধারন মানুষ ,তবে আমারও কিছু কিছু অভ্যাস আছে।

এই যেমন ধরুন যে ,

আমার একা থাকতে ভালো লাগে,

বাহিরে বের বেশি ভালো লাগে না,

সারাদিন একটা ঘরে নিজেকে আটকে রাখতে পছন্দ করে, আমার নিজেকে আমি খুব বিশ্বাস করি, নিজেকে কখনো কারো সামনে ছোট হতে দেই না, কারো ব্যক্তিগত পারিবারিক বিষয়ে আমার তেমন একটা আগ্রহ নেই,

কিন্তু যখন কেউ আমার পরিবার বা আমার ব্যক্তিগত বিষয়ে কটু কথা বলে তা মন্দ কথা বলে তখন আমার খুব রাগ হয়,

তবে আমি কারো উপর বেশিক্ষন রাগ করে থাকতে পারি না, আর আমার কার ওপর সহজে রাগ উঠেও না,

এবার আমার পরিবারকে নিয়ে কিছু বলি।

পরিবারের আমরা তিন ভাই এক বোন। আমি হচ্ছি সবার বড় অর্থাৎ আমি পরিবারের বড় ছেলে।

আর আমাদের পরিবারটা হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবার।

আর মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে মানে তো জীবনে অনেক কষ্ট অনেক অনেক সেক্রিফাইস করতে হয়।

জীবনে অনেক কম্প্রোমাইজ করতে হয়। জীবনে অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু সয়ে যেতে হয়, অনেক কিছু চুপচাপ শুনে যেতে হয়, অনেক কিছু শুনেও না শোনার ভান করতে হয়, অনেকের স্বপ্ন পূরণ করতে গিয়েও করা হয় না, পূরণ করা হয় না সন্তানের ছোট ছোট চাওয়াগুলো, স্ত্রীর অধিক আবেগ করে যাওয়া জিনিস গুলো ,পূরণ করা হয় না শয্যায় শায়িত মা-বাবা সে ইচ্ছে গুলো, দিনশেষে কিছু মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারলে তারা বাহবা দেয় আর কিছু মানুষ তাদের স্বপ্ন পূরণ না করতে পারলে সে বড় ছেলেটাকে নিয়ে তিরস্কার ঠাট্টা মশকারা করে, সবকিছু শুনেও সেই মধ্যবিত্ত বড় ছেলেটা চুপচাপ সবকিছু সয়ে যায় কিন্তু মুখ ফুটে কিছুই বলে না।

পরিবারের মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য সে বড় ছেলে টাকে শুনতে হয় হাজার জনের হাজারো কথা, ফেলতে হয় মাথার ঘাম পায়ে,হেটে যেতে হয় বাসে না গিয়ে গন্তব্য স্থানে, সে মধ্যবিত্ত ছেলেটা ভাবে আমি যদি 10 টাকা দিয়ে বাসে করে না যে পায়ে হেঁটে যায় তাহলে 10 টাকা বেঁচে যাবে আর আমি সে 10 টাকা দিয়ে আমার বাচ্চার জন্য একটা চিপস কিনতে পারব এভাবে হাজারো মধ্যবিত্ত জীবন পার করে।

এতগুলো কথা বলার কারণ হচ্ছে আমিও একজন মধ্যবিত্ত পরিবারের একজন বড় ছেলে আমার জীবনের অনেক স্বপ্ন আছে আশা আছে কিছু স্বপ্ন পূরণ হবার মত আর কিছু স্বপ্ন পূরণ না হওয়ার মতো। বিকেলে যখন বন্ধুদের সাথে ঘুরতে বের হই তখন এক এক বন্ধু কাছে দামী দামী ফোন কিন্তু আমার হাতে একটা 10000 টাকা দামের ফোন তবে কোন সময় মন খারাপ করিনি নিজেকে নিজে ছোট মনে করিনি। বরং এটাই ভেবেছি যে একদিন হয়তো আমার স্বপ্নগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। আর আমি এটা তোমার থেকে আশা করে যে আল্লাহ তাআলা আমার সব ইচ্ছাগুলো একদিন না একদিন আমার আমার সকল ইচ্ছা পূরণ করবেন। ইনশাআল্লাহ।

তবে আমি মধ্যবিত্ত হওয়াতেও আমার বন্ধুরা কখন আমাকে নিয়ে ট্রল করে নি বা হাসির পাত্র আমাকে বানাইনি। বরং তারা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন যে তুই ভবিষ্যতে অনেক কিছুই করবি তোর সব ইচ্ছা পূরণ হবে বন্ধুত্বের এই সাপোর্টের কারণে হয়তো জীবনে অনেক কিছু করা সম্ভব আমার দ্বারা এটা আমি আশা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!