আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আমি একজন নতুন মানুষ জয়েন করছি আপনাদের সাইটে সাইডে আমি একজন নতুন মানুষ আমার অনেক ভুলত্রুটি হতে পারে তবে ভুল-ত্রুটি কেনা তাকিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ আশাবাদী কারণ মানুষের ভুল ত্রুটি ঘিরে জীবন ভাই আমার সকলের কাছে আবেদন সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আমার আর্তনাদ তাই আমি আমার পরিচয় দিতে চাচ্ছি বাদিবো প্রথমত আমার পরিচয় হলো আমার বাড়ি মাদারীপুর আমি মাদারীপুরে 2002 এ জন্ম গ্রহণ করি 5 এ জানুয়ারি রোজ মঙ্গলবার আমার বাবার নাম মোঃ রবিউল ইসলামআমার মাথার নাম দিলে না বেগম আমার নাম মোঃ আব্দুল্লাহ হাসান আমরা তিন ভাই দুই বোন আমরা তিন ভাই মাদ্রাসায় পড়াশোনা করি ভাইদের মধ্যে আমি হলাম বড় বাকি দুই ভাই ছোট আমার যে ছোট ভাই সে বর্তমানে হেফখানা তে পড়ে তার যে ছোট সে পড়ে না জেরায় যো প্রথমত বলতে হয় আমার জেলা মাদারীপুর থানা শিবচর বাড়ির চর সামাইল ডাকঘর বরহামগঞ্জ তো আমাদের বাড়ির সামনে এক দুটো ইটের ভাটা রয়েছে সেখানে দুটো ইটের ভাটা সেখানে হাজারো মানুষ বিকেলে সকালে দেখার জন্য আসে এবং ইট কেনার জন্য আসে এবং বিভিন্ন রকমের ইট দেখেন এবং বিভিন্ন অঞ্চল থেকে ইট পোড়ানোর জন্য মানুষ সেখানে আছে সেগুলো দেখেন অনুভব করেন এবং শীতের সময় গরম আবহাওয়া নেওয়ার জন্য সেখানে আসেন এবং পরিণত হবে এবং হ্যাঁ দুইটি বাসার সামনে বিশাল এক শিবচরে রাস্তা রয়েছে সে রাস্তা দিয়ে বিভিন্ন দিকে মানুষ চলাচল করে এবং বিভিন্ন দিকে মানুষ হাঁটাচলা করে এবং আড়িয়াল খাঁ নদী থেকে ওই রাস্তা দিয়েই ভ্রমণ করে এবং নদী বিশাল বড় এবং ওই নদীর পানি খুব মিষ্টি এবং সাইড দিয়ে কাশফুল বনফুল রয়েছে সেগুলো মানুষ দেখার জন্য শিবচরে রাস্তা দিয়ে চলাচল করে কোন রাস্তার দিকে ফিরে আসি তো আমাদের আবার পুনরায় নিজের স্থানে চলে যায় যে আমাদের বাড়ি পাশে ইটের ভাটা তার পাশেই একটি নদী রয়েছে ছোটবেলায় আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম যে নদীর নাম নাকি ময়নাকাটা নদী কিছুদিন পর স্বাভাবিক মানুষের কাছে শুনেছি আসলে ময়নাকাটা নদীর এই নদীর পানি খুবই সুন্দর এবং সেখানে বিভিন্ন জায়গায় থেকে মানুষ গোসল করার জন্য আসে এবং মাছের কথার কি বলবো অতুলনীয় মাছ ওই নদীতে আমাদের তিনটি কাটা রয়েছে সেখানে জেলেরা প্রতিবছর মাছ ধরে কাঠের ভিতরে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় প্রতি বছর তিন বার চাওয়া দেওয়া হয় প্রতি চাওয়ায় বা প্রতি ধরায় 50হাজার 60 হাজার 70 হাজার এক এক সময় এক এক রকমের মাছ পাওয়া যায় এক এক সময় কম্ম হয় বেশি হয়। মাছ বুঝে টাকা। ইনশাআল্লাহ এই ব্যাপারে আরও কিছু বিস্তারিত বলবো দ্বিতীয় পাঠে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!