গত কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তাদের বাসা থেকে আজ সকালে ছোট ট্রলারে করে আমার নিজ বাসার জন্য খুব সকালেই বের হয়ে পড়ি। আমি জখন বের হই তখন রাত ছিল তারপর ধীরে ধীরে সকাল হয়। নদীর বুকে ছোট ছোট নৌকা চলছিল। আশেপাশের পরিবেশ ছিল খুবই সুন্দর। আমি যে নদীর উপর দিয়ে আসছিলাম এটি পদ্মা নদী। এটি মুন্সিগঞ্জের কাছে অবস্থিত। ট্রলার থেকে নেমে আমি কিছুদুর হেটে মাছের বাজারে যাই। তারপর সেখান থেকে নদীর তাজা চিংড়ী কিনে নেই অনেক অল্প দামে। চিংড়ী মাছ আমার খুবই পছন্দের। এরপর আমি বাসে করে বাসার জন্য রওয়ানা দেই। আনুমানিক ১১.৩০ এর দিকে আমি বাসায় যাই।
বাসায় জাওায়ার পর আমি কিছুক্ষন বিস্রাম নেই। কারন আমি তখন বেশ ক্লান্ত ছিলাম। এরপর আমি ফ্রেশ হয়ে নেই। তারপর আমি যে মাছ গুলো কিনে এনেছিলাম সেগুলো আমার মাকে দেই । কিছুদিন আমি বাসায় না থাকার কারনে বাসায় অনেক ময়লা জমে গিয়েছিল আমি সেগুলো পরিষ্কার করি। তারপর আমার পড়ার টেবিল এবং কম্পিউটার টেবিল পরিস্কার করে নেই। এরপর আমি আমার মায়ের সাথে কিছুক্ষন গল্প করি। বেলা ১ টার দিকে আমি জোহরের নামাজ পড়তে যাই। নামাজ পড়ে ১.৩০এর সময় বাসায় আসি। বাসায় এসে পত্রিকা পরী কিছুক্ষন। আমার মা নামাজ শেষ করলে আমরা দুপুরের খাবার খাই।
দুপুরের খাবার খাও্যার পরে আমি কিছুক্ষন মোবাইলে কাজ করি। আমার অনেক ক্লান্ত লাগছিল তাই আমি ঘুমিয়ে পড়ি। আমি প্রায় ২ ঘন্টা ঘুমাই। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নেই। তারপর আমি আছরের নামাজ পড়ি কিছুক্ষন হাটাহাটি করি। আমি আমার পছন্দের লেক পাড়ে গিয়ে বিকেলে কিছু সময় কাটাই । বিকেলে এই জায়গায় আসলে মন ভালো হয়ে জায়।
এরপর সন্ধায় মাগরিবের নামাজ পড়ে আমি বাজারে যাই। সেখানে আমার কিছু বন্ধু আমার জন্য অপেক্ষা করছিল। অনেক সিন পর তাদের সাথে দেখা হয়। আমরা পিজ্জা ও কফি খাই। আমরা প্রায় ১.৩০ মিনিট আলাপ আলোচনা করি। এরপর আমার বন্ধুরা বাসায় যাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে বের হয়। তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসায় ফিরে আস