"প্রসঙ্গঃ রেসেপি"
রেসিপিটি তৈরি করার জন্য যা যা প্রয়োজন
- তেলাপিয়া মাছ
- মরিচ।
- পেঁয়াজ
- লবণ।
- হলুদ
- তেল
- মশলা।
তাহলে চলুন বন্ধুরা রেসিপি ধাপ গুলো দেখে নেওয়া যাক
🔥ধাপ নং ১ 🔥 |
---|
প্রথমে আমরা কিছু পরিমাণ তেলাপিয়া মাছ নিয়ে নেব। তবে সেগুলো নেওয়ার পর পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিব।
🔥ধাপ নং ২ 🔥 |
---|
অন্যদিকে পেঁয়াজ মরিচ ও লবণ একসঙ্গে মিশিয়ে নেব।
🔥ধাপ নং ৩ 🔥 |
---|
সে গুলোকে পরিষ্কার মাছের উপর দিয়ে দিব। সেগুলো দেওয়ার পর হলুদ তেল মশলা ইত্যাদি সবগুলো এক সঙ্গে দিয়ে দেবো ।
🔥ধাপ নং ৪ 🔥 |
---|
সবগুলোকে একসঙ্গে করার জন্য সবগুলোকে মিশিয়ে নিব।
🔥ধাপ নং ৫🔥 |
---|
মাছগুলো সিদ্ধ করার জন্য সেগুলোতে পরিমাণমতো পানি দিয়ে দিব।
🔥ধাপ নং ৬ 🔥 |
---|
এখন আমরা সেটার উপরে একটি ঢাকনা দিয়ে তাপ দিতে থাকব।
🔥ধাপ নং ৭🔥 |
---|
একসময় যখন দেবো সেগুলো সিদ্ধ হয়ে গেছে এবং চিত্রের মত রঙ হয়ে আসছে তখন বুঝব আমাদের তেলাপিয়া মাছের ভুনা রেসিপি সম্পূর্ণ হয়েছে।
🔥ধাপ নং ৮ 🔥 |
---|
সর্বশেষে রেসিপিটি কে পরিষ্কার একটি পাত্রে রেখে দিব ।
মডেল | ডিভাইস |
---|---|
আইটেল | ভিশন ১ |
ফটোগ্রাফার | @pop123 |
লোকেশন | W3W |
আশা করি আমার দেখানো রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
❤️ সবাইকে ধন্যবাদ ❤️ |
---|