The contribution of the lower classes in the liberation war of Bangladesh

in idvuts •  2 years ago 

The contribution of the lower classes in the liberation war of Bangladesh:
IMG_20220413_001827.jpg

(Part-8)

A review of history will show that just as the leadership of the upper classes has not been able to take their nationalist movement to the final stage, so too the movements that have developed on the individual initiative of the lower classes have not shown the way to national liberation.In that case the Bengali national movement was an exceptional effort where the economic experience of the upper and lower class people was formed in the unity of their collective political consciousness. Coming to the Pakistan period, this special unity can be noticed in the history consciousness of the common people of East Bengal, the attitude of their drivers and helpers, public life and the like of the masses.
An important aspect of the consciousness of the lower classes in history is that all people ready for movement find the message of the presence or emergence of a religious leader in their leader regardless. A similar attitude can be noticed among the peasants towards ‘Gandhi’, the leader of the Swaraj movement. They find in his speech all the elements by which he can be made divine. They beg in the name of Gandhi for the purpose of indulging in his name. To them Gandhi is a special idea.This idea is both mundane and spiritual in nature. The worldly notion among the lower classes is driven by aspiration, which helps him to become one of the assembly. And the idea of ​​spirituality calls into question his ability to do the impossible.

Thanks all to read my blog.

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিম্নবিত্তের অবদান:
(অষ্টম অংশ)

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে, উচ্চশ্রেণীর নেতৃত্ব যেমন তাদের জাতীয়তাবাদী আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারেনি, তেমনি নিম্নবর্গের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা আন্দোলনগুলোও পথ দেখাতে পারেনি। জাতীয় মুক্তি। সেক্ষেত্রে বাঙালি জাতীয় আন্দোলন ছিল একটি ব্যতিক্রমী প্রয়াস যেখানে উচ্চ ও নিম্ন শ্রেণীর মানুষের অর্থনৈতিক অভিজ্ঞতা তাদের সম্মিলিত রাজনৈতিক চেতনার ঐক্যে গড়ে উঠেছিল। পাকিস্তান আমলে এসে পূর্ব বাংলার সাধারণ জনগণের ইতিহাস চেতনা, তাদের চালক ও হেলপারদের মনোভাব, জনজীবন এবং জনসাধারণের মতো এই বিশেষ ঐক্য লক্ষ্য করা যায়।
ইতিহাসে নিম্নবর্গের চেতনার একটি গুরুত্বপূর্ণ দিক হল আন্দোলনের জন্য প্রস্তুত সকল মানুষ নির্বিশেষে তাদের নেতার মধ্যে একজন ধর্মীয় নেতার উপস্থিতি বা উত্থানের বার্তা খুঁজে পায়। স্বরাজ আন্দোলনের নেতা 'গান্ধী'-এর প্রতি কৃষকদের মধ্যে একই রকম মনোভাব লক্ষ্য করা যায়। তারা তার বক্তৃতায় এমন সব উপাদান খুঁজে পায় যার দ্বারা তাকে ঐশ্বরিক করা যায়। তারা গান্ধীর নামে ভিক্ষা করে তার নামে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে। তাদের কাছে গান্ধী একটি বিশেষ ধারণা। এই ধারণাটি জাগতিক এবং আধ্যাত্মিক প্রকৃতির। নিম্ন শ্রেণীর মধ্যে জাগতিক ধারণা আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়, যা তাকে সমাবেশের একজন হতে সাহায্য করে।

ব্লগটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  


** Your post has been upvoted (0.24 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote