There are many things you should know about rumors about yourself that you don't even know. In the battle of life, our fight is with our loved ones and not with the enemy.
The main difference between time and money is that we know how much money we have but we do not know how much time we have left. It is also a pleasure to feel physical happiness if the touching person is in love.
Giving flowers and chocolates to girls makes them happier, it doesn't take much. Find the person who will take care of you The person who will use you will find you by yourself. When people fall into the situation, they have got a lot of wealth and riches, all of which are fleeting.
The relationship of life was a short day of hardship, where is the search for the whole life, he has not lost, life has changed, beautiful. If the people involved in life keep beautiful, the word "I am" is a very valuable support. When I hear this, all my thoughts fly away in an instant. That will keep me at bay all the time.
Failure is actually a great opportunity to start anew. Now you just have to use a little more intelligence. Girls do not need a doctor or medicine for peace of mind. Caring for loved ones can keep them smiling with respect and love. There is no short cut to forgetting someone very close. You will have to remember every day and the memories will continue to hurt.
Half the time in life we spend money on income. When we try to earn money, we make our body sick. For the rest of our lives, we try to keep our body healthy with money.
The sweetest relationship in the world is the brother-sister relationship, that relationship is never broken. A lot of things break our insides but we pretend not to be in any pain, some people will go away like a tsunami in the storm of your life and in the middle will start to compensate for the loss of life. When you are free you will hear the condemnation of others. It is real that your condemnation will be heard by others.
What good is a web site if it simply "blends in" with everything else out there? He wants to talk about sex again and again. He wants to arouse men when he talks about sex.
Also characterless women have a tendency to itch when talking to men. She is itching and appealing to men by talking. People remember famous or infamous people but people in the middle don't remember them. Men's biggest identity is income. Your very own people are behind you. You will never know that some friends are not close. If you really love your family, if you really want someone, it is not a good time. Give him a bad time.
Farewell, whether it's a difficult thing, forgiveness is fleeting or forever. Forgiveness is the greatest form of love. You will receive thousands of loves. Enemies can not break your morale. Friends, I may have lost my dream. I have seen that everyone has two eyes to cry, but everyone's gaze will be obstructed in the right path. There will be value.
He will give you time in the midst of a thousand engagements. Geometry will go in front of you and fix the veil again and again. Remember that it makes you feel ashamed that it interferes with your independent life.
That girl wants to clean up your messy life, hide your dislike and think of that tree, but she is afraid of you. Girls are such a person, you can go and keep masks for a long time. The dream boat where the huge reality like the sea where the paper boat gives your emotional satisfaction who your wife. Your wife cooks and feeds you at your physical satisfaction Who your wife decorates your house Who your wife cleans your house Who your wife entertains the guests who come to your house Who your wife takes care of your elderly parents Who your wife helps you to be a father Who gives your wife your son's primary education? Who is your wife next to your illness?
Why is it that even after you have done so much, a woman does not get her due status from her husband? Is it in your society, treat your wife well, it will be the same with your sister or daughter, what you will do, you will point fingers at others, your own three fingers are pointed at you, so judge yourself three times before judging others If you start then there will be no more dreams and it will become a reality that it comes only when everyone is waiting for you. The most terrifying creature in the world is human beings. The good thing is that you don't have to make excuses, then you can do whatever you want. It hasn't changed. I've learned to understand people's performances. It wasn't written anywhere in the old message. One day I'll leave. You'll be fine. It shouldn't be because the pain of the one who is suffering is too big for him, maybe I am unable to realize from his place.
**নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয়, সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পিছনে ছুটতে নেই, ঘুড়ি উড়তে দেখার মাঝে আনন্দ আছে।
সময় আর টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়।
মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, বেশি কিছু লাগে না। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নিবে রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক গুলো পেরেছে ধন-দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এই সবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখেনা আসল।
জীবনের সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলে সারা জীবনের কোথায় খুজবো থাকে সে তো হারায়নি বদলে গেছে জীবনটা সুন্দর। যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে আমি আছিতো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে এ কথাটা শুনলে সব চিন্তা নিমিষেই উড়ে যায় মনে হয় যতই ঝড় তুফান আসুক আমার পাশে এমন একজন আছে। যে আমাকে সব সময় আগলে রাখবে।
ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি-খুশি রাখতে পারে। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে।
জীবনে অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামের ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করার টাকা দিয়েই শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি অবশ্য দেখা যায় না শরীর বাঁচে না টাকা।
পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক সে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয়না। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙ্গে চুরে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোন ব্যথায় পায়নি, কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে সে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতি পূরণ করতে লেগে যাবে সারা জীবন আপনি যখন ফ্রি হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবেন আপনি যখন ফ্রি হবেন আপনার নিন্দা অন্যকে শোনাবে এটাই বাস্তব।
তার জন্য কেঁদে লাভ কি যে কিনা আপনার হাঁসি দেখে মেরে ফেলেছে বাস্তবে প্রয়োজন বলে কিছু হয় না প্রয়োজনে মানুষ একে একে অপরের প্রীয়জন বানায় অন্ধকারকে অভিশাপ দেয়ার চেয়ে একটু মোমবাতি জালানো ভালো কোন ধরনের মেয়েরা বিয়ের পরেও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন যদি কোন মেয়ে কোন পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না।
এছাড়া চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুলকানোর প্রবণতা পোষণ করে তিনি চুলকানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাটা আকর্ষণ করতেছি মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখেন কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখেনা পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে তা কখনই তুমি জানবেনা কিছু বন্ধু আসলে বন্ধ নয় তারা পরিবার যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে ভালো সময় নয় খারাপ সময় সঙ্গ দাও কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে।
বিদায় জিনিসটা কষ্টকর হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা শত্রুর আপনার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা পারে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি সকলেরই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টি ভঙ্গি 19 সৎপথে বাধাগ্রস্থ হবেন বেশি তেলাওয়াত পথটা অনেক সহজ আর প্রসস্ত মন থেকে উঠে গেলে তাকে কোনভাবেই আর আপনার ভালো লাগবেনা পরশে যতক্ষণ না কেন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্তিকারের মূল্য থাকবে।
সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে জ্যামিতি আপনার সামনে গিয়ে বার বার ওড়না ঠিক করবে মনে করবেন সেই মেয়েটির ভিতরটা অনেক সরল যেটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সেই আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চাই আপনি কথা বললে অন্য দিকে তাকিয়ে উত্তর করবে মনে করবেন সেটি আপনাকে লজ্জা পায় যে এটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন।
সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চাই আপনার অপছন্দের লুকিয়ে করে মনে করবেন সেই গাছটির কিন্তু সেই আপনাকে ভয় পায় মেয়েরা আসলে এমনই একটা মানুষ আর যায় পারো খুব বেশিদিন মুখোশ ধরে রাখতে পারেনা কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন তারা আসল মুখোশ একদিন ঠিক ভুলে যাবে স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকা আপনার মানসিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী। আপনার শারীরিক তৃপ্তিদায়ক এ আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায় কে আপনার স্ত্রী আপনার ঘর সাজিয়ে রাখে কে আপনার স্ত্রী আপনার ঘর পরিষ্কার করে কে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে আপনার স্ত্রী আপনার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে কে আপনার স্ত্রী আপনাকে বাবা হতে সাহায্য করে কে আপনার স্ত্রী আপনার ছেলের প্রাথমিক শিক্ষা কে দেয় আপনার স্ত্রী আপনার অসুস্থতা পাশে থাকে কে আপনার কোন বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে রাখনা ভাঙিয়ে পেটান কেন।
আপনি একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীর নিকট তার সঠিক মর্যাদা পায় না। এটাই কি আপনার সমাজে, আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন আপনি অন্যের দিকে আঙ্গুল তুলে দেখবেন আপনার নিজের তিনটা আঙুল আপনার দিকে উঠে গিয়েছে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করা উচিত স্বপ্ন দেখা বন্ধ করো কাজটি শুরু করো তাহলে আর স্বপ্ন থাকবে না বাস্তব হয়ে যাবে যে তার মাঝে তখনই আসে যখন সবাই তোমার অপেক্ষায় বসে থাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে টাকা থাকলে মিথ্যা কথা ওবানি শক্তি থাকলে মূর্খ জ্ঞানী বর্তমান সমাজের এই অবস্থা একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফত দিতে হয়না তখন তুমি যা খুশি করতে পারো বদলে যায়নি মানুষের অভিনয় গুলো বুঝতে শিখেছি শুধু পুরনো মেসেজে কোথাও তার লেখা ছিল না একদিন আমি ছেড়ে চলে যাব তুমি ভালো থেকো ভালোবাসা প্রতিশ্রুতি উপন্যাস বিশ্বাসের ওপর টিকে থাকে কখনো করার কষ্ট কে ছোট করে দেখা উচিত নয় কারন যার কষ্ট তার কাছে সেটা অনেক বড় এটা হয়তো তার জায়গা থেকে আমি উপলব্ধি করতে অক্ষম।
Hi, @sabus,
Thank you for your contribution to the Blurt ecosystem.
Please consider voting for the witness @symbionts.
Or delegate to @ecosynthesizer to earn a portion of the curation rewards!
Thank you
** Your post has been upvoted (1.98 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote