বছর শেষে জাকাত

in iduvts •  3 years ago 

রাশেদ ও কামাল দুই বন্ধু। দু জনই বড় ব্যবসায়ী। কথা প্রসঙ্গে একদিন কামাল বলল, আমরা তো মুসলমান। আমাদের নবি হলেন এবং কতেক বিষয়কে অস্বীকার করার বিষয়টি ফুটে উঠেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা কেবল তাঁর প্রতি ইমান মহাগ্রন্থ আল কুরআন নবি করিম (স)-এর শ্রেষ্ঠ মুজিযা। আহলে আনবো এবং তাঁর উপর অবতীর্ণ গ্রন্থ পবিত্র কুরআনকেই ধর্মগ্রন্থ হিসেবে | মানবো। ইয়াহুদি-নাছারাসহ অন্য ধর্মের নবিদের উপর আমরা কেন ইমান আনবো? একথা শুনে রাশেদ বলল, আমি সব নবিদের উপরই সমানভাবে ইমান রাখি। বছর শেষে জাকাত দেওয়ার সময় হলে শেষ ভার অধিকারভুক্ত সম্পদের জাকাত দিতে অস্বীকার করে। কামাল এ বিষয়ে তাকে প্রশ্ন করলে রাশেদ বলে- ভাই, জাকাত দিলে তো সম্পদ কমে যাবে।

images - 2022-04-30T221121.794.jpeg
Sorsce

و علم الله على الزيهم وعلى منعهن ؟

করো। শ, পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে কামাদের মতামত

করো।

পবিত্র কুরআনের আলোকে রাশেদের চরিত্র বিশ্লেষণ করো

৪ নং প্রশ্নের উত্তর

luchaus এর অর্থ- এটা সেই কিতাব যাতে কোনো অনবগত নন। সন্দেহ নাই।

(আল্লাহ কাফিরদের গোমরাহির কারণে তাকে অন্তকরণে মেঘের মহান আল্লাহর বাণী- Angeli has speals that as অর্থাৎ,

লাগিয়ে দিয়েছেন।

আল্লাহ তাদের কলব এবং কর্ণের ওপর মোহর মেরে দিয়েছেন। অস্ত্র আয়াতে ইসলামের লিশেভু কতিপয়া কট্টর কাফেরের অব্যাহত দৃষ্কর্মের পরিলাম বর্ণিত হয়েছে। আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ইমান না আনার কারণে রাসূল (স) এবং তার অনুসারীদের প্রতি শত্রুতামূলক কাজ করায় এবং শয়তানের অনুগত হওয়ায় আল্লাহ তায়ালা তাদের অন্তরে এবং কর্ণসমূহে মোহরাঙ্কিত করেছেন। কাফিরদের অন্তর থাকা সত্ত্বেও তারা ইমানের গুরুত্ব অনুধাবন করতে পারেনি। শ্রবণশক্তি থাকা সত্ত্বেও শুনতে পায়নি।

কামালের মতামত মহাগ্রন্থ আল কুরআনের বিপরীত। মুস্তাকিদের প্রধান প্রধান লক্ষণ হলো তারা অদৃশ্য সত্তাকে বিশ্বাস করে, সালাত কায়েম করে, জাকাত প্রদান করে, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখে, সকল নবি-রসুলের প্রতি ঈমান আনে, আখেরাতের প্রতি বিশ্বাস রাখে। আলোচ্য উদ্দীপকে কামানের বক্তব্য হলো সে কেবল নৰি মুহাম্মদুর রসুল (স)-এর উপর ঈমান আনবে এবং ধর্মগ্রন্থ হিসেবে আল কুরআনকে মানবে। আর অন্যান্য নবি এবং তাদের উপর অবতীর্ণ কিভাবের প্রতি ইমান আনবে না। আর এ মনোভাব সঠিক নয়। কেননা, আল্লাহ তাআলা ইরশাদ করেন- Gacha Jay

usedIf অর্থাৎ, আর যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তাতে যারা ইমান আনে এবং যারা আখেরাতে দৃঢ় বিশ্বাস করে। আলোচ্য আয়াতে ও তৎপূর্ণ আয়াতে মুমিনের যেসব গুণাবলির কথা বলা হয়েছে সেগুলো হলো- এক আল্লাহর উপর বিশ্বাস, মণি-রসুল ও তাদের প্রতি হতীর্ণ কিতাবের প্রতি বিশ্বাস, পরকাল, পুনরুত্থান ও তাকদিরের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। উপরিউক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় পূর্ববর্তী নবি রাসুলগণ সত্য এবং তাদের প্রতি অবতীর্ণ আসমানি কিতাব সত্য, তবে দ্বীন ইসলাম বাতীত পূর্ববর্তী সকল ধরনের বিধান রহিত হয়ে গেছে। তাই কামালের অভিমত শরিয়ত পরিপন্থি।

কিতাবদের প্রতি তিনটি নির্দেশ জারি ছিল। যথা- ১. রক্তপাত না করা, ২. দেশত্যাগে বাধ্য না করা, ৩. স্বগোত্রীয় বন্দিকে বিনিময়ের মাধ্যমে মুক্ত করে আনা। তারা প্রথম দুটিকে বাদ দিয়ে তৃতীয় নির্দেশটি পালন করত। এতে কিছু আদেশ পালন আর কিছু আদেশ বর্জনের নীতি ছিল।

উদ্দীপকে রাশেদ তার সুবিধানুযায়ী শরিয়ত পালন করে। যেমন- সে

নবিদের উপর ইমান রাখে, কিন্তু জাকাত দেওয়ার সময় হলে সে জাকাত দিতে অস্বীকার করেন। আল কুরআনের দৃষ্টিতে তার কাজটি নিস্পনীয়

ও ঘূর্ণিত। আল্লাহ তাআলা এ ব্যাপারে ইরশাদ করেন- BBL,BATT ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الأخرى في الحياة الدنيا يوم القيامة يردون إلى أشد العذاب وما

ব্যাখ্যা, অর্থাৎ, তাহলে কি তোমরা তোমাদের ঐশী ৩ কিতাবের কিছু অংশে ইমান আনছ এবং কিছু অংশকে অবিশ্বাস করছ? ৪ সুতরাং তোমাদের মধ্য থেকে যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হচ্ছে পার্থিব জীবনে নানা এবং কেয়ামত দিবসে তোমাদের ভীষণ শাস্তিতে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করছ, আল্লাহ সে বিষয়ে

আসমানি কিতাবের কিছু অংশ গ্রহণ করবে আর কিছু অংশ বর্জন করবে তা কখনোই গ্রহণযোগ নয়। বরং কুরআনের সমস্ত হুকুম আহকাম আদেশ নিষেধ মানতে হবে। অতএব বলা যায়, রাশেদ একজন সুবিধাবাদী ও স্বার্থান্বেষী ব্যক্তি। তার উচিত ইসলামের সকল বিধি-বিধান

মেনে চলা; তন্মধ্যে প্রবেধ সৃষ্টি না করা

প্রশ্ন ১৫ আবির দাখিল পরীক্ষার্থী। সে শরিয়তের বিধিবিধান পালনে বেশ যত্নবান। একদা সে জুমআ'র নামায পড়তে গিয়ে খতিব সাহেবের মূল্যবান নসিহত শুনল। খতিব সাহেব সুরা বাকারায় বর্ণিত মুস্তাক্বিদের । মুসল্লিদের শুনালেন। বাড়িতে ফিরে আবির তার আব্বাকে বলল, বিবরণ। আব্বু! আমি ইসলামের বিধানমতো জীবন গড়তে চাই। এখন থেকে আমি পরিপূর্ণ ইসলাম মেনে চলব ইনশাআল্লাহ। কথাগুলো শুনে তার পিতা তাকে বলল, পরীক্ষায় ভাল ফলাফল করতে হলে বেশি বেশি লেখাপড়া করা প্রয়োজন। পরীক্ষার ক্ষতি হয় এমন কোনো আমল এখন করার প্রয়োজন নেই। তুমি লেখাপড়া শেষে অনেক সময় পাবে। তখন ইসলামের সকল বিধান পালন করে মুস্তাকি হতে পারবে।

ক. শব্দটির অর্থ কী?

SHAdalisatidi আয়াতের ব্যাখ্যা করো।

গ. আবিরের পিতার বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের পক্ষে দলিল দাও। ঘ. আবিরের বক্তব্যের যথার্থতা কুরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ

করো।

৫ নং প্রশ্নের উত্তর

8

শব্দটির অর্থ- ভারা বিশ্বাস স্থাপন করে।

উদ্ধৃত আয়াতে মুমিনদের সফলতার স্বীকৃতি প্রদান করা হয়েছে। মহান আল্লাহ বলেন, “তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত হিদায়াতের পথে রয়েছে এবং তারাই সফলকাম।”

অত্র আয়াতের পূর্বে দুটি আয়াতে মুমিনের গুণাবলি ও মূলনীতির কথা | বিবৃত হয়েছে। মুমিন-মুস্তাকিগণ অদৃশ্যের প্রতি ইমান আনে, তারা সালাত কায়েম করে, ফরয যাকাত আদায় করে, আসমানি কিতাবসমূহে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!