সফটওয়্যার আনইনস্টলেশন-এর প্রক্রিয়াটি লেখ। উত্তর : কোনো একটি সফটওয়্যার যখন ব্যবহার করার প্রয়োজন পড়ে না কিংবা অন্য যেকোনো কারণেই হোক অপ্রয়োজনীয় সফটওয়্যারটি কম্পিউটার থেকে uninstall করে ফেলাই বুদ্ধিমানের কাজ। আনইনস্টল করার কাজটি করতে operating system software সাহায্য করে থাকে। সফটওয়্যার uninstallation প্রক্রিয়াটি সফটওয়্যার installation-এর মতো এতটা জটিল নয়। তবে মাইক্রোসফট উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম যুক্ত আইসিটি যন্ত্র, ইচডিনযুক্ত স্মার্টফোন কিংবা এন্ড্রয়েড (Android) চালিত যন্ত্র এর ক্ষেত্রে সফটওয়্যার আনইনস্টলেশন প্রক্রিয়াটি নিম্নরূপ :
Sorsce
১. কম্পিউটার সফটওয়্যার আনইনস্টলেশন প্রথমে stan বাটন থেকে control panel-এ যেতে হবে। অতঃপর ডাবল ক্লিক করে অর বিমূত' অথবা 'আনইনস্টল প্রোগ্রাম’-এ ঢুকতে হবে। ২. এরপর যে প্রোগ্রামটি ইনস্টল ৩. করতে হবে তা খুঁজে সিলেক্ট করে Uninstall-এ ক্লিক করে দিলেই সফটওয়্যারটি আনইনস্টল হতে শুরু করবে। ফাইল বড় হলে ফাইপটি unistall হতে কিছুটা বেশি সময় লাগতে পারে। আনইনস্টল করার পর সাধারণত কম্পিউটার। restart করতে হয়।
অন্যদিকে টাচসিনার স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টলেশন করতে এর সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে পর্দায় একটি মেনু আসবে। সেখানে uninstall লেখা জায়গায় টাচ করলে সিলেক্টেড সফটওয়্যারটি unistall হয়ে যাবে।