My introduction

in helloblurt •  2 years ago 

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

বিসমিল্লাহির রাহমানির রহিম

আমার নাম :ইকবাল মাহমুদ ভূইয়া (নোবেল)
বাবার নাম :সারওয়ার উদ্দিন ভূইয়া(মৃত)
মায়ের নাম :সামচু্ন্নাহার
আমরা ভাইবোন ৫জন
আমি বিবাহিত
আমার একজন পুএ সন্তান আছে(আলহামদুলিল্লাহ)
আমার পরিবারের সদস্য ৫জন যা নিয়ে আলহামদুলিল্লাহ সুখে আছি।
আমার গ্রামের বাড়ি নোয়াখালী (বাংলাদেশ)
বর্তমানে ওমানে অবস্থান করছি

IMG20230221103724.jpg

পড়াশোনা (education)

আমার পড়াশোনার যোগ্যতা নিয়ে বলতে চাই
আমি SSC শেষ করি নাটেশ্বর আবুল খায়ের স্কুল থেকে
HSC দেই চৌমুহনী S.A কলেজ থেকে
BBA পড়াশোনা করি কবি নজরুল কলেজ&বিশ্ব বিদ্যালয়ে।কিন্তু 3rd year পর পড়াশোনা শেষ করা হয়নি।কারন ছিল পরিবারের বড় ছেলে বলে কথা।আলহামদুলিল্লাহ যতটুকু পড়াশোনা করেছি তা দিয়ে নিজের জীবনকে পরিচালনা করার যোগ্যতা হয়েছে।

পেশা ও ব্যবসা(job&business)

আমি একজন ব্যবসায়ি।২০১৭ সালে বাবার অর্থয়ানে ওমানে নিজের ব্যবসায় স্থাপন করি।
কাজের যোগ্যতা হিসাবে আমি একজন মোবাইল মেকানিক (hardware &software)
আমি বর্তমানে নিজের দোকানে নিজের ব্যবসায় করছি যা ওমানে অবস্থিত।আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই চলছে।

আমি BLURT তে নতুন আসছি এর কারন হল আমার জীবনের বড় একটা সখ হল ফোটোগ্রাফি করা।আর সাথে যদি কিছু আয় হয় তাহলে আরো ভালো হয়।এই চিন্তা নিয়ে অনেক দিন পর এক বড় ভাইয়ের সহযোগিতা এই site আসছি।আলহামদুলিল্লাহ আমি এইখানে আসা করি নিজের সখ ও সপ্ন দুটোই পুরন করতে পারবো

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  

Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

logo3 Discord.png

  ·  last year  ·  

Thanks brother supporting me.i hope you are give me big support.

  ·  last year  ·  

Welcome to Blurt, my friend.

  ·  last year  ·  

Dear @nobelbro, your content was selected manually by curators @nalexadre, @oneray to receive a curation from BeBlurt 🎉

image
BeBlurt (Blurt frontend): https://beblurt.com
 
BeBlurt Delegation program: manual curation + 85% reward back