বিসমিল্লাহীর রহমানির রহীম
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য
দরূদ ও সালাম মানবতার মহান মুক্তির দূত হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর
আজ সকালে বিষণ্ণতা কাটাতে পুরোনো ডায়ারিটা খুঁজে বের করেছি।
এতে রয়েছে আমার ছাত্রকালীন সময়ের সোনা-ঝরা মধুর দিনগুলোর স্মৃতিরা।যে দিন মন খারাপ থাকে সে দিন
মনখারাপিতে আমি মাঝে মাঝেই ডুব দিই আমার স্মৃতির রাজ্যে। পুরোনো সেই ভাইদের সাথে একসাথে হাসি, কাঁদি, আনন্দে মেতে উঠি। খেলা করি কত কথা বলি দূরত্ব বাড়িয়ে দেওয়া সেই বন্ধুর সাথে।
ধুলির আস্তরণ পড়া মলাটের হলদেটে পাতা উলটিয়ে আমি হারিয়ে যাই আমার অতীতে। কী সুন্দর মধুমাখা আর আনন্দঘন ছিল সেই দিনগুলো!
নেই কোনো বিষাদ আর বিষণ্ণতার ছাপ। ইলমের অঙ্গনে শিক্ষার সাথে ছিল শত মানুষের বিশ্বাস আর ভালোবাসার বন্ধন। মনখারাপি হতো না তখন আমাদের। হলেও যেন মাথা তুলে দাঁড়াবার আগেই সান্ত্বনায় মিলিয়ে যেত সব।
ফেলে আসা অতীতে ধুলো জমে ঠিকই কিন্তু সেই অনুভূতিগুলো হৃদয় থেকে মুছে যায় না কখনো। মুছে যাবার ও নয় কখনো।
স্মৃতির পাতায়ও কখনো খোঁজ মেলে হারানো মানিকের।
ডায়ারিটা আমার মন ভালো করার "নাপা এক্সট্রা"।
এটাতে আমি আজ মন ভালোর সাথে পেয়েছি প্রশান্তির বাণী।
এত সুন্দর করেও আমি কাউকে বলতে পারতাম? আমার কথাতেও কেউ সান্ত্বনা পেয়েছিল কখনো! আত্মার খোরাক মিলেছে বলেছিল। ভাবতেই কেমন যেন ভালো লাগা চলে আসে।
বছর চারেক আগের ছোট্ট আমি'র করা ক্ষুদে বাক্য আমিই আজ ভুলে বসেছি।
আজ আবার খুঁজে পেয়েছি সেই ভুলে যাওয়া বাণী । আমার হৃদয় শীতল করার উপকরণ!
"মানুষের কথায় নিজেকে কখনো কেউ কষ্ট দেয়? নিজেকে খুশী রাখুন। নিজেকে নিয়ে ভাবুন। লোকের কথায় কান দেবেন না"।
খুঁজে পেলাম আজ আরেকটা সান্ত্বনা!
কত মায়াভরা কণ্ঠে সে বলত,
তুমি না আল আমিন! তুমি হাসবে সবসময়। মন খারাপ করবে কেন? কখনো মন খারাপ করবেনা মানায় না তোমাকে এসব। বোকা ছেলে!
তাই তো! কী বোকামিটাই না করেছি গত কয়েকদিন।
আমি তো আল আমিন ! আমি কেন কাঁদব? উড়িয়ে দিলাম সব মন-খারাপি।আর কখনো কাঁদবোনা
প্রিয়তা! শুকরিয়া তোমায়।
সত্যিই আজ আমি ভীষণ খুশী।
আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ।