বিসমিল্লাহির রহমানির রহিম
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের একমাত্র সৃষ্টি কর্তা, যিনি আমাদের পালন কর্তা, আমি মাঝে মাঝে ভাবি আমাদের আল্লাহ আমাদের প্রভূ আমাদের প্রতি কত মেহেরবান যে আমরা প্রতি নিয়ত হাজার হাজার নাফর মানি করতেছি তার পর ও আমাদের কে তিনি নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিতেছেন, অথচ আমরা যে পরিমান নাফর মানি করি তার দাবি ছিল সব বন্ধ করে দেওয়া আসলে আল্লাহ তায়ালা র দয়ার কোন শেষ নেই দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান দূত হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং সমস্ত সাহাবায়ে কেরাম ও তাবেয়িন তাবে তাবেয়িনের উপর শান্তি বর্ষিত হোক, যাদের অসিম ত্যাগ ও পরিশ্রম এর বিনিময়ে আমরা দ্বীন পেয়েছি, আল্লাহ তায়ালা তাদের সকল কে জান্নাতের উচ্চ মাকামে দান করুন, আমিন।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
আল্লাহ তায়ালা র হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তায়ালা আমাকে মুসলমান বানাইছেন, আল্লাহ তায়ালা যদি মুসলমান না বানাইতে ন তাহলে উপায় কি হতো, আমার মনে হয়ে যদি এই একটা নেয়া মতের শুকরিয়া সারা জীবন আদায় করি তাহলে কিঞ্চিত ও আদায় হবে না একজন বান্দার সবচেয়ে বড় পাওনা হলো ঈমান নসীব হওয়া ত আল্লাহ তায়ালা সেই ঈমান নামক দৌলত না চাইতে ই আল্লাহ তায়ালা দিয়েছেন, ঈমান টা কি পরিমাণ দামী এটা বলে বুঝানো যাবে না শুধু বুঝানোর জন্য একটা উদাহরণ দেই, আল্লাহ তায়ালা র নিকট দুনিয়ার দাম কতটা নগন্য আর ঈমানদারের দাম কতটা বেশি যে আল্লাহ তায়ালা র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত দিন পর্যন্ত একজন ঈমানদার থাকবে বা একজন আল্লাহ বলার মতো লোক থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস করে দেওয়া হবেনা এর মান হচ্ছে আল্লাহ তায়ালা র কাছে সমস্ত দুনিয়া থেকে একজন ঈমানদারের দাম বেশি, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের উচিৎ ঈমানের ব্যপারে খুব যত্নশীল হওয়া আরও একটা কথা বলি আল্লাহ তায়ালা জান্নাত শুধু মাত্র ঈমানদার দের জন্য বানাইছেন এই জন্য আমার ঈমান আছে ত বুঝতে হবে আমার সব আছে ঈমান নাই ত বুঝতে হবে আমার কিছুই নাই,আল্লাহ তায়ালা আমাদের সকল কে ঈমানদার হিসেবে কবুল করুন