আসসালামুয়ালাইকুম,,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।আজকে আমি আর আমার ভাগ্নে মাঠে গেছিলাম।ওর নাম হুসাইন।ও ছোট থেকেই আমাদের সাথেই থাকে। হুসাইন অনেক টা সরল সোজা ধরনের।ও খুব সামান্য কিছুতেই কান্না করে।আর ও যদি একবার কানতে শুরু করে আর থামে না,তার জন্য বাড়ির সবাই ওকে অনেক বকাবকি করে।ও ক্লাস ওয়ানে পড়াশোনা করে।ও বই পড়তে খুব ভালোবাসে।ও সারাদিন বই নিয়ে থাকে কিন্তু কোনো পড়াই ওর মাথাই ঢোকে না।ও কিছুই পারে না। এটাই আমাদের ভাগ্নের জীবন।
এই সরিষা ক্ষেত টা দেখতে অনেক সুন্দর।কাল যে সরিষা ক্ষেতের ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ছিল ছুটনা সরিষা ক্ষেত।আর আজকে যে ছবি টা শেয়ার করলাম এটা বড়ান সরিষা ক্ষেত।যেটা দেখতে অনেক বেশি সুন্দর। গ্রামে সাধারণত এই ধরনের সরিষা ক্ষেত দেখা যায়।এই সরিষা ক্ষেতের ভিতর অনেকে
ছবি উঠতে পছন্দ করে।