School life and college life are completely different, there are certain rules and regulations while in school which are not there at all in college life. When I was in school, I had to go to school every day, do classes, come home and study, it was always going through my head. And in college life, there is nothing like that. Everything is your responsibility, no matter what you want to do, no one will say anything. And if you don't go to school for a day, you have to pay a fine to the teacher, many times.
IMG_20250129_174026.jpg
Basically, the final year test exams are going on in the college and that is why I go to college. Except for a few students, most of the students are not there. Everyone prepares only for the final exam, they don't take tests or in-course exams. I don't take them regularly either, a friend said he was going to college and had another need, so I thought I would go and take the exam and get his need met.
IMG_20250129_174707.jpg
IMG_20250129_174420.jpg
When I went to the college, I saw that the exam had already started, although there was a specific time, but many were late. And the exam time was 4 hours, but each student left after 15 to 20 minutes of the exam. It can be said that they left only after signing, and I am no exception. Later, we left after the exam and everyone talked for some time.
IMG_20250129_174518.jpg
IMG_20250129_174321.jpg
It was nice to meet everyone after a long time. Later, we walked to a place and sat there and talked. And since we were in our final year, we all decided to go on a picnic from college. Since this was our last year, it would be good to organize a picnic.
IMG_20250129_174216.jpg
IMG_20250129_174049.jpg
Let's talk about school life and college life. Everyone has a best friend and I also have two best friends. I communicate with them almost every day, although I see them very rarely. I met those two friends after a long time, so I talk to them a lot, and I also talk to them about many things.
IMG_20250129_174321.jpg
Every person has some friends in their life with whom they can talk openly about any matter in life. The things that we cannot share with our family or relatives even if we want to. From this point on, the role of friends in every person's life is very important. No matter how many people we see in the world, every person has some or the other pain hidden in them that no one gets to share, but if we have good friends in life, then we can share it with them.
Anyway, it was great to meet my friends after a long time. So friends, I'm saying goodbye here like today. May everyone be well and healthy. Thank you.
স্কুল জীবন ও কলেজ জীবন দুটি একদম ভিন্ন,, স্কুলে থাকাকালীন একটি নির্দিষ্ট নিয়ম নীতি থাকে যা কিনা কলেজ জীবনে একদম থাকেনা। যখন স্কুলে পড়তাম প্রতিদিন স্কুলে যেতে হবে ক্লাস করতে হবে,, বাসায় এসে পড়তে হবে, সব সময় মাথার মধ্যে ঘুরপাক খেত। আর কলেজে জীবনে এরকম কোন কিছুই থাকে না। সবকিছু নিজের উপর দায়বদ্ধ থাকে মন চাইলে কলেজ যাওয়া না চলে নাই কেউ কিছু বলবে না। আর স্কুলে একদিন না গেলে স্যারকে কৈফত দিতে হতো অনেক সময় জরিমানা।
![]() |
---|
মূলত কলেজে ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষা চলতেছে আর সেই জন্যই কলেজ যাওয়া। কিছু সংখ্যক স্টুডেন্ট ছাড়া বেশিরভাগ ছাত্রছাত্রী নেই। সবাই শুধু ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্যই প্রস্তুতি নেয় টেস্ট বা ইনকোর্স পরীক্ষা দেয় না বললেই চলে। আমিও নিয়মিত দেই না, একটা ফ্রেন্ড বলতে ছিল কলেজে যাবে আর একটা প্রয়োজন আছে তাই ভাবলাম যেয়ে পরীক্ষা দিয়ে আসি আর তার প্রয়োজনটাও সেরে আসি।।
![]() |
---|
![]() |
---|
কলেজ যেয়ে দেখি ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গেছে যদিও নির্দিষ্ট সময় থাকে কিন্তু অনেকেই দেরি করে যায়। আর পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে 4 ঘন্টা কিন্তু প্রতিটি স্টুডেন্ট ১৫ থেকে ২০ মিনিট পরীক্ষা দিয়েই বেরিয়ে পড়ে। বলা যেতে পারে শুধুমাত্র সিগনেচারটা দিয়েই বেরিয়ে যায় আমিও এর ব্যতিক্রম নই। পরে আমরা পরীক্ষাটা দিয়ে বাইরে বের হই আর কিছু সময় সবাই মিলে গল্প করতে থাকি।।
![]() |
---|
![]() |
---|
অনেকদিন পর সবার সাথে দেখা বেশ ভালো লাগতেছিল।। পরে আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে একটা জায়গায় যাই আর সেখানে বসে থেকে সবাই গল্প করতে থাকি।। আর আমরা এবার ফাইনাল ইয়ারে তাই সবাই সিদ্ধান্ত নিছিলাম যে কলেজ থেকে পিকনিকে যাব যেহেতু এটাই শেষ বছর তাই ভালো হবে পিকনিকের আয়োজন করব।
![]() |
---|
![]() |
---|
স্কুল জীবন বলুন আর কলেজ জীবন প্রতিটি জায়গায় কারো না কারো বেস্ট বন্ধু থাকে আর আমারও দুইটা বেস্ট বন্ধু আছে। তাদের সাথে প্রতিদিনই প্রায় যোগাযোগ হয়, যদিও দেখা খুব কম হয়। অনেকদিন পর সেই দুইটা বন্ধুর সাথে দেখা তাই তাদের সাথে অনেক সময় কথা বলি,, এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে তাদের সাথে কথা বলা হয়।।
![]() |
---|
প্রতিটি মানুষের জীবনে এমন কিছু বন্ধু থাকে যাদের সাথে জীবনের যেকোনো কথায় মন খুলে বলা যায়। যে কথাগুলো আমরা চাইলেও আমাদের পরিবার বা আত্মীয়স্বজনের সাথে শেয়ার করতে পারিনা। এই জায়গা থেকে প্রতিটি মানুষের জীবনে বন্ধুর ভূমিকা অনেক বেশি। আমরা পৃথিবীতে যত মানুষ দেখি না কেন,, প্রতিটি মানুষের মধ্যে কোন না কোন কষ্ট লুকিয়ে থাকে যে কষ্টগুলো শেয়ার করার কোন মানুষ পায় না কিন্তু যদি জীবনে ভালো বন্ধু থাকে তাহলে আমরা তাদের সাথে শেয়ার করতে পারি।।
যাইহোক অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা করে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।