সুন্দর একটি দিন

in ecoer •  7 days ago 
Picsart_24-03-17_17-48-25-055.jpg

বন্ধুরা প্রতিদিনের মতোই গতকালকেও সেহরিতে উঠেছি এবং সময় মতো খাবার খেয়ে নামাজ আদায় করে শুয়ে পড়ি। সেহরিতে খাবার খাওয়ার পর একটুর মধ্যেই অনেক বেশি ঘুমের চাপ দেয়। তাই সেহরিতে খাবার খেয়ে একটুর মধ্যে ঘুমিয়ে পড়ি।।

আর সেহেরীতে খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়লে সকালে উঠতে ইচ্ছে করে না তাই বেশ দেরি হয়। গতকালকে ঘুম থেকে উঠি ৯.০০ বাজে, ভেবেছিলাম প্রাইভেট যাব কিন্তু ভাই এসএমএস করে বলে দিয়েছে আজকে প্রাইভেট পড়াবে না। তাই ফ্রেশ হয়ে প্রাইভেট না যেয়ে প্রতিদিনের মতোই সকালে পড়তে বসি আর দীর্ঘ সময় ধরে পড়াশোনা করি।

IMG_20240316_164945.jpg

তার কিছু সময় পর শুয়ে থেকে মোবাইল ব্যবহার করতেছিলাম পরে আম্মু ডাক দিয়ে বলে হলুদ উঠাবে। বাড়ির পাশেই একটু হলুদ লাগানো হয়েছিল পরে আমি আম্মুর কথায় হলুদ গুলো উঠায়। আর হলুদ উঠানো শেষ করে আমি বাসায় চলে আসি আর কিছু সময় শুয়ে থাকি।

রমজান মাস বেশিরভাগ সময় শুয়ে থেকে কেটে যায় আর বাসায় খুব বেশি কাজের চাপ নেয়। যাই হোক কিছু সময় পরেই আযান হয়ে যায় পরে আমি প্রতিদিনের মতোই গোসল করে রুমে চলে আসি আর কিছু সময় মোবাইল ব্যবহার করে একটু ঘুমিয়ে যায়।

বর্তমানে রমজান মাস প্রতিদিনই দুপুরে একটু ঘুমানো হয়। পরে প্রতিদিনের মতোই বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু সময় বসে থাকার পর একটা পোস্ট লিখে ফেলি। তার একটু পরেই বাইরে বের।

IMG_20240316_165730.jpg

আর বাহিরে বের হয়ে আমাদের সবজি বাগানে যাই আর দেখি একটা লাউ বড় হয়েছে। অনেক দিন হয় গাছে লাউ আসে কিন্তু বড় হয় না নষ্ট হয়ে যায়। বর্তমানে বেশ কিছু লাউ ধরেছে আশা করি এগুলো নষ্ট হবে না।

IMG_20240316_165914.jpg

আর লাউ গাছের পাশেই আমাদের একটা পেঁপে গাছ রয়েছে। আর পেঁপে গাছে দেখতে ছিলাম কোন পেঁপে পেকেছে কিনা। কিন্তু দেখি কোন পেঁপে এখনো পাকেনি কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পাকবে।

IMG_20240316_170013.jpg

যাই হোক সেখানে একটা ফুল গাছ ছিল আর তার উপর একটা পোকা পড়েছে, আর আমাদের এখানে এই পোকাকে বলা হয় মোরগ পোকা। আর এই পোকাটা উড়তে পারে আর দেখতে অনেক সুন্দর।

IMG_20240316_164005.jpg

যাইহোক কিছু সময় বাইরে কাটিয়ে বাসে চলে আসি। আর বাসায় এসে কিছু সময় মোবাইল ব্যবহার করতেই ইফতারের সময় হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে ইফতার সেরে নেয়। সারাদিন রোজা রেখে ইফতার করার সময় আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়।

পরে ইফতার শেষ করে রুমে এসে কিছু সময় পড়াশোনা করি আর একটু পরেই আযান হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই তারাবির নামাজ আদায় করতে চলে যায় মসজিদ।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord