আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তা’আলা ফেরেশতাদের বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে, তারা (পুড়ে) কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের [বর্ণনাকারী মালিক (রহঃ) শব্দ দু’টির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন] নদীতে নিক্ষেপ করা হবে। ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে উঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়? উহাইব (রহঃ) বলেন, 'আমর (রহঃ) আমাদের কাছে حيا এর স্থলে حياة এবং خردل من ايمان এর স্থলে خردل من خير বর্ণনা করেছেন।
null, হাদিস নং ২২
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
Narrated by Abu Saeed Khudri
The Prophet (peace and blessings of Allaah be upon him) said: The dwellers of Paradise will enter Paradise and the dwellers of Hell will enter Hell. Then Allah will say to the angels, "Whoever has faith in his heart as much as a mustard seed, bring him out of Hell." Then they will be brought out of Hell in such a state that they have become (burnt) black. Then they will be thrown into the river in the rain or in the river of Hayat. As a result, they will become fresh, like grass seeds growing on the banks of a river. Can't you see how yellow they are and how thick they grow? Uhaib (R) said, 'Amr (R) has narrated to us Haya instead of Haya and Khardal from Iman has replaced Khardal from Khair.
null, Hadith No. 22
Value of Hadith: Sahih Hadith
Source: Al Hadith Android App, IRD