আসসালামু আলাইকুম,
আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমার পরিদর্শন করা কিছু গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কিত ফটোগ্রাফি। যার কিছুটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং কিছুটা মানুষের তৈরি।
ফটোগ্রাফিতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সাদা পাহাড় নামে পরিচিত এবং তার নিজের ভাগে দেখুন পড়ে আছে অনেক পাহাড়ের টুকরো। কোনোটি ছোট, কোনোটি মাঝারী এবং কোনোটি অনেক বড় আকৃতির। আসলে ফটোগ্রাফিতে ধারণকৃত এই দৃশ্যটি আমাদের মনকে আকর্ষিত করে। প্রকৃতির সৌন্দর্য আসলে এই স্থানটিতে যদি কখনো আপনার যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। এখানে আপনি খুঁজে পাবেন সৃষ্টির সেই প্রাকৃতিক সেরা সৌন্দর্য।
সিলেটের বিখ্যাত সেই শাহজালাল মাজার। শুধুমাত্র বাংলাদেশের জন্য বিখ্যাত তা কিন্তু নয় এটা সারা বিশ্বের কাছে একটি পরিচিত নাম। এবং যেখানে রয়েছে হাজারো প্রকৃতির কবুতর। আমাদের সকলেরই কম আর বেশি জানা আছে যে কবুতর শান্তির প্রতীক। যেখানে হাজারো প্রকৃতির হাজারো জাতির কবুতর একসঙ্গে বসবাস করে সেখানে বুঝতেই পারেন যে অন্য কিছুর অভাব থাকলেও প্রশান্তির কোন অভাব থাকতে পারেন।
এটা হবে বাংলাদেশের অন্যান্য বিখ্যাত স্থান বা ঐতিহ্য বহন করে যে সকল স্থানে সে স্থানে একটি সেতু। কারণ বাংলাদেশে এই পদ্মা সেতু একটি স্বপ্নের সেতু।
ভারতের 73 অঞ্চলের মানুষ এটিকে মনেপ্রাণে প্রত্যাশা করে কারণ এটার অভাবে আজ জনজীবনের রাজধানীতে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। ইচ্ছা করলেই সবুজে রাজধানীতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। এবং পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলে কৃষক তার উৎপাদিত ফসল ও স্বল্প খরচে রাজধানী শহরে পৌঁছে দিতে পারবে যার ফলে সে তার ন্যায্য মজুরি পাবে।