There are reasons for corruption. In this situation where there is insufficiency of employment in the country on the one hand and on the other hand the youth are forced to pay huge amount of bribe in anticipation of any job. Moreover, it is seen in the society that the means which means more wealth is recognized as high level by the standard of that status. So many resort to corruption in the hope of gaining wealth and prestige and gaining wealth.
The lack of democratic values in politics and the intense desire to change political power and ensure political empowerment in a democratic way creates a favorable environment for the spread of corruption. Lack of patriotic and efficient leadership in politics is conducive to a conducive environment for corruption. These corrupt people have no humanity and no patriotism. It is often seen that the effects of political instability in the country make the social life unstable. This social unrest gives birth to Yaba corruption. Increases business competition and in many cases corruption in society. Corrupt, counterfeit, adulterated merchants engage in competition to gain more profits.
The price level of daily necessities is rising uncontrollably and so is inflation. The reason for this rise in prices and inflation is that these merchant artisan hoarders and profiteering intermediaries create a paradise of corruption. They make more profit through fraud and corruption. As a result, low-income people are resorting to corruption in order to survive.
Corruption is rampant in the society when the anti-corruption organizations fail to prevent corruption or the officials and employees of these organizations get involved in corruption. It can erode religious and moral values and increase corruption in society.
Thanks to everyone for visiting the article.
দুর্নীতির কারণ
দুর্নীতির কারণ রয়েছে। দেশে একদিকে কর্মসংস্থানের অপ্রতুলতা এবং অন্যদিকে ব্যাপক ব্যাপক এ পরিস্থিতিতে যুবসমাজ যেকোনো চাকুরীর প্রত্যাশায় বিপুল পরিমাণ ঘুষ দিতে বাধ্য হয়। তাছাড়া সমাজব্যবস্থায় দেখা যায় যার অর্থ সম্পদ বেশি সেই মর্যাদার মাপকাঠি তে উচ্চস্তরের বলে স্বীকৃত। তাই মর্যাদা ও প্রতিপত্তি লাভে ধন সম্পদ সংগ্রহ ও অধিক ধনী হবার আশায় অনেকে দুর্নীতির আশ্রয় নেয়।
রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধের অভাব ও গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক ক্ষমতা বদল এবং রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবার তীব্র আকাঙ্ক্ষা দুর্নীতি বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি করে থাকে। রাজনীতিতে দেশ প্রেমিক যোগ্য এবং দক্ষ নেতৃত্বের অভাবে দুর্নীতির অনুকূল পরিবেশের সহায়ক। এসব দুর্নীতিবাজদের কোন মানবিকতা এবং দেশপ্রেম থাকে না। অনেক সময় দেখা যায় দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব সমাজ জীবনকে অস্থির করে তোলে। এই সামাজিক অস্থিরতা ইয়াবার দুর্নীতির জন্ম দিয়ে থাকে। ব্যাবসায়িক প্রতিযোগিতা ও অনেক ক্ষেত্রে সমাজের দুর্নীতি বাড়িয়ে তোলে। দুর্নীতিবাজ নকলবাজ ভেজাল মিশ্রণ কারী ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জন ব্যবসায়ীক প্রতিযোগিতায় নেমে দুর্নীতি করে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্তর লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে সেই সাথে বাড়ছে মুদ্রাস্ফীতি। এই মূল্যস্তর বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণ এ ব্যবসায়ী আরতদার মজুতদার মুনাফাখোর মধ্যস্থতাকারীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলে। তারা প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে। আবার এর ফলে স্বল্পআয়ের লোকেরা বাঁচার তাগিদে দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে।
দুর্নীতি প্রতিরোধে গড়ে ওঠা প্রতিষ্ঠান যখন দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হয় কিংবা এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীদের দুর্নীতিতে জড়িয়ে পড়ে তখন সমাজে ব্যাপকভাবে দুর্নীতিতে ছেয়ে যায়। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় ও সমাজে দুর্নীতি বাড়িয়ে তুলতে পারে।
ধন্যবাদ সকলকে লেখাটি পরিদর্শন করার জন্য।
Hola amigo honesto23, estoy totalmente de acuerdo con tu opinión, pero ¿como controlamos la corrupción? Donde por desgracia a hecho metástasis, todos los niveles estan altamente corrompido y todo aquel que llega con ideas de cambio para beneficio del pueblo es silenciado. Te hago mensión a todo esto porque lo vivo en mi país venezuela donde todo esta altamente corrompido, por ejemplo el ciudadano comun tiene que comprar combustible a un precio de 0,5centavos de dolar y lo vende a 1dolar, solamente para comer ya que los sueldos no llegan a 10 dolares mensuales, ¿como se sobrevive con eso?.
Yo pienso que la solución esta en la educación, fusionarla con la etica y valores tenemos que educar y dar ejemplo a nuestros hijos para que en un futuro nuestros nietos puedan tener un país con una tasa baja en corrupción.