গরম এবং কারেন্ট মনে হচ্ছে দুই ভাই কারণ যত গরমের তাপমাত্রা বাড়ছে ততো বিদ্যুতের সমস্যাও বাড়ছে। মনে হচ্ছে দুইজন বুদ্ধি করেছে, হাস্যকর মনে হলেও এরকমটাই হচ্ছে। আর এই গরমে রাতে ঘুমাতে কি যে এক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যেটা বলার মত না। সকাল মুহূর্ত বিদ্যুৎ থাকে না, গরম পড়ছে ঠিক আছে যদি বিদ্যুৎটা ঠিকঠাক মতো থাকতো তাও একটু ভালো লাগতো।
বাবার ডাকে ঘুম ভেঙেছিল, সারা রাতে তেমন ঘুমাতে পারিনি ভেবেছিলাম সকালে ঘুমাবো তখনও বিদ্যুতের সমস্যা, এদিকে বাবার ডাক, তাই দেরি না করে উঠে পড়ি। আর বাবা বলতে থাকে, পাওয়ার টিলার কে ফোন করতে মূলত বাসার পাশেই একটা জমি আছে আর প্রতিবছরই সেখানে খাস রোপন করা হয় আর এ বছরও লাগাবো। তাই আমি এক ছোট ভাইরে ফোন করি তার পাওয়ার টিলার আছে আর সে বলে নয়টার পরে আসবে।
পরে আমি প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নেই। আর রুমে এসে শুয়ে থেকে ফোন দেখতে থাকি, একটু পরেই ছোট ভাইটা ফোন করে আর বলে আসতেছে। পরে আমি রুম থেকে বের হয়ে সেই জমিতে যাই আর অনেক রোদ উঠেছিল। একটু পরেই সে চলে আসে আর আমাদের জমিটা চাষ করে দেয়। পরে আমি সেখান থেকে বাসায় চলে আসি।
আর বাসায় আসার পর ছোটখাটো কিছু কাজ ছিল সেগুলো করি। এত বেশি গরম পড়েছিল যে কাজ করতে গেলেই ঘেমে শেষ হয়ে যাচ্ছি। তাই একটু কাজ করেই রুমে চলে আসি, আর ফ্যান দিয়ে অনেকক্ষণ রেস্ট করতে থাকি। আর হ্যাঁ আজকে একটা মিলাদ রয়েছে দুপুরে, সেখানে যেতে হবে। আপনারা হয়তো আমার একটা পোস্টে দেখেছেন, আমাদের বাসার পাশেই একটা ছোট বাচ্চা মারা গেছে মূলত সেই বাচ্চার জন্যই মিলাদের আয়োজন করেছে।
তাই আমি একটু পর গোসল করে রেডি হয়ে নেই, যেহেতু বাসার পাশে তাই খুব বেশি তারা ছিল না। কিছুক্ষণ পরেই সেখানে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। আর আমাদের বাসা থেকে পাঁচ মিনিট লাগে যেতে। আর আমি যাওয়ার পর দেখি অনেকে এসেছে আবার অনেকেই আসেনি। তাই একটু বসে থেকে কয়েকটা আঙ্কেলের সাথে গল্প করতে থাকি।
একটু পরেই সবাই চলে আসে, পরে আমরা একটা ফ্লোরে বসে মিলাদের জন্য প্রস্তুত নেই আর ইতিমধ্যেই হুজুর চলে আসে। পরে আমরা ৩০ মিনিটের জন্য মিলাদ ও দোয়া করি সেই বাচ্চার জন্য। আর মিলাদ শেষ হওয়ার পরেই আমাদেরকে খেতে দেওয়া হয়। পরে আমরা খাবার খাওয়া শেষ করে তাদের সাথে কথা বলে বাসায় চলে আসি ইতিমধ্যেই তিনটা বেজে যায়।
আর বাসায় আসার পর শুয়ে থেকে একটু ফোন দেখতেই ঘুমিয়ে যাই। রাতে ঘুম কম হওয়ায় বিকালে দীর্ঘ সময় ঘুম হয়েছিল প্রায় ৫ঃ০০ টার পরে ঘুম থেকে উঠি। আর ওটার পর ফ্রেশ হয়ে বাইরে হাঁটাহাঁটি করতে থিকি পুকুর পাড় দিয়ে, আর সেখানে আমাদের একটা কলাগাছ রয়েছে দেখি কলা এসেছে। পর বাইরে কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি আর ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে যায়।
তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. Get more BLURT:
@ mariuszkarowski/how-to-get-automatic-upvote-from-my-accounts
@ blurtbooster/blurt-booster-introduction-rules-and-guidelines-1699999662965
@ nalexadre/blurt-nexus-creating-an-affiliate-account-1700008765859
@ kryptodenno - win BLURT POWER delegation
Note: This bot will not vote on AI-generated content