সুন্দর একটি দিন

in burn •  5 months ago 

হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা। আশা করি প্রত্যেককে অনেক ভাল আছেন সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের অনেক ভালো কেটেছে।

Picsart_24-08-24_16-51-40-024.jpg

আমরা মানুষ তাই আমাদের একেক দিন একেক ভাবে অতিবাহিত হবে এটাই স্বাভাবিক। তারপরও কিছু কিছু কাজ প্রতিদিন একই রকম হয়ে থাকে। গতকালকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেই আর একটু রুমে শুয়ে থাকি।

IMG_20240823_162529.jpg
IMG_20240823_162619.jpg

কিছুক্ষণ পর বাবা বলতেছিল বাড়ির পাশে জমিতে পানির লাইন দিতে। তাই জমিতে চলে যায় আর যেয়ে পানির লাইন দিব ভাবতে থাকি কিন্তু একটু পরেই বিদ্যুৎ চলে যায় তাই আর পানি দেওয়া হয় না। পানি দেওয়া না হলেও আমি কিছু সময় জমির চারপাশ ঘুরে দেখি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে ফসল অনেক ভালো দেখা যাচ্ছে। অনেকদিন পর জমিতে গেলাম আর ফসল দেখে অনেক ভালো লাগলো।

IMG_20240823_162500.jpg

কিছু সময় সেখানে অতিবাহিত করে বাসায় চলে আসি, আর আসার পথে দেখতে পাই দুটা ভেড়ার বাচ্চা খাস খাচ্ছিল। আমরা গ্রামে বসবাস করি আর এখানে অনেক মানুষই ছাগল ভেড়া ও গরু পালন করে থাকে। আর এগুলো দিয়েই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমাদের এখানে এমনও পরিবার আছে তাদের বাসায় মিনিমাম ১৫-২০ টা ছাগল রয়েছে এছাড়াও গরু থাকে। আর গ্রাম থাকাতে এগুলো পালন করতে খুব বেশি কষ্ট করতে হয় না।

IMG_20240823_164939.jpg

যাইহোক পরে আমি বাসায় চলে আসি যেহেতু বিদ্যুৎ নেই তাই বাইরেই বসে থেকে মোবাইল দেখতে থাকি। একটু পরেই আযানের শব্দ শুনতে পাই, যেহেতু শুক্রবার ছিল তাই ১২.৩০ আযান হয়। পরে আমি দেরি না করে গোসল করে নেই আর মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে, চলে যায় মসজিদে।

IMG_20240823_162907.jpg

আলহামদুলিল্লাহ মসজিদে যাওয়ার পর ইমাম সাহেবের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। তারপরে সবাই মিলে নামাজ শেষ করে বাসায় চলে আসি, ইতিমধ্যেই ২.০০ পার হয়ে যায়। আর বাসায় আসার পর দেরি না করে দুপুরের খাবার খেয়ে নেই। তারপরে রুমে চলে আসি আর একটু মোবাইল দেখেই প্রতিদিনের মতো ঘুমিয়ে যায়। বর্তমান সময়ে প্রতিদিনই দুপুরে ঘুমানো হয় আর দুপুরে ঘুমালে আমার বেশ ভালই লাগে ‌।

IMG_20240823_162320.jpg
IMG_20240823_162344.jpg

যাই হোক প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠি আর ফ্রেশ হয়ে বাইরে কিছু সময় বসে থাকি। পরে আমার চাচাতো ভাই গুলো ডাকতে আসে ক্রিকেট খেলবে। চলে যাই আমাদের সেই চাতালে আর যেয়ে সবাই মিলে খুব সুন্দর হবে আনন্দের সাথে ক্রিকেট খেলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন একজন ছোট ভাই খেলছে, আসলে আমরা যখন খেলতে আসি সে এসে আমাদের খেলা উপভোগ করে। আর কালকে তাকে বলি ব্যাটিং করতে, সে ব্যাটিং করতে খুবই আগ্রহী দেখাচ্ছি। পরে তাকে কিছু সময় ব্যাটিং করতে দেয় তারপরেই আমরা শুরু করে দেই আমাদের খেলা।

সন্ধ্যার কিছু সময় আগে আমরা খেলা সমাপ্তি করে বাসায় চলে আসি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  5 months ago  ·  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. Get more BLURT:

@ mariuszkarowski/how-to-get-automatic-upvote-from-my-accounts

@ blurtbooster/blurt-booster-introduction-rules-and-guidelines-1699999662965

@ nalexadre/blurt-nexus-creating-an-affiliate-account-1700008765859

@ kryptodenno - win BLURT POWER delegation

Note: This bot will not vote on AI-generated content

  ·  5 months ago  ·  

Let's plant tomatoes on Telegram and earn coins

http://t.me/Tomarket_ai_bot/app?startapp=r-0000d6Xb