ব্যস্ততার সাথে একটি দিন পার করলাম

in burn •  6 days ago 

একমাত্র সৃষ্টিকর্তা পারে একজন মানুষের সকল সমস্যা সমাধান করতে। তাই যে কোন বিপদে পড়লে সৃষ্টিকর্তাকেই স্মরণ করা উচিত। আমরা অনেক সময় দেখতে পাই কেউ কোনো বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে না স্মরণ করে, অন্য মানুষের কাছে যেয়ে বিপদ থেকে রক্ষা পেতে চায়। যারা এরকমটা করে তাদের মধ্যে কোন ঈমান নেই।।

Picsart_24-06-12_20-27-30-114.jpg

বন্ধুরা গতকালকের ঘুম থেকে উঠে, সর্বপ্রথম ভাইয়াকে ফোন করি যেহেতু হসপিটালে রয়েছে আর ডাক্তার কি বলেছে সেটা শোনার জন্য? পরে ভাইয়াকে বললাম ডাক্তার কি বলেছে? ভাইয়া বলল সিজার এখন না করতে কারণ বাচ্চার ওজন কিছুটা কম আর ঈদের পর করলে ভালো হবে। পরে ভাইয়া বলল আমরা দুপুরের দিকে বাসায় যাওয়ার জন্য রওনা হব আমি বললাম ঠিক আছে।

IMG_20240611_191032.jpg

আর একটু পরেই ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে বাহিরে কিছু সময় দাঁড়িয়ে থাকি আর আকাশ বেশ মেঘলা ছিল। আর হ্যাঁ বাসায় কিছু ভুট্টা শুকানোর বাকি রয়েছে আর একটু রোদে দিলেই সেগুলো শুকাবে। কিন্তু আকাশ মেঘলা থাকায় ভুট্টা ছড়াতে সাহস পাচ্ছিলাম না, তার একটু পরে দেখতে পাই কিছুটা রোদ উঠেছে পরে ভুট্টা গুলো ছড়িয়ে দেই।

IMG_20240611_190940.jpg

এছাড়াও বাসায় আরো কিছু কাজ ছিল সেগুলো করি যেহেতু ভাইয়া মা বাসায় নেই তাই কাজগুলো আমাকে কিছু করতে হচ্ছে এছাড়াও ভাবি হয়েছে তিনিও করেছে। বাসায় মা না থাকলে বোঝা যায় বাসায় কতটা কাজ রয়েছে। তার একটু পরে দুপুর হয়ে যায় পরে প্রতিদিনের মধ্যে গোসল করে নেই। আর ভাইয়া পরে ফোন করে বলে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। তার একটু পরেই আমি দুপুরের খাবার খেয়ে নেই আর খাবার খাওয়ার পর রুমে এসে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখি আর তার একটু পরে ঘুমিয়ে যায়।

IMG_20240611_190818.jpg

আর বিকাল মুহূর্তে ঘুম থেকে ওঠার পর দেখি ভাইয়েরা এখনো আসেনি পরে, ফোন করে বললাম পরে বলল কাছাকাছি এসেছে। আর হ্যাঁ একটা আঙ্কেলের দোকানে আমাদের কিছু বাকি ছিল আর তার হালখাতা চলছে তাই বাবা বলতেছিল হালখাতা করতে যেতে। পরে বিকেলে রেডি হয়ে চলে যায় হালখাতা করতে। হালখাতার জন্য বিরিয়ানি আয়োজন করেছে। আর আঙ্কেলের সাথে কথা বললাম আর শুনলাম তার দোকানে কত বাকি, সে বলল এ বছরে 15 লক্ষ টাকা বাকি। তার অনেক বড় একটি স্যারের দোকান, আর সকলে ই তার দোকান থেকে বাকি নিয়ে থাকে।

IMG_20240611_180209.jpg

যাই হোক পরে সেখান থেকে বাসায় চলে আসি আর এসে দেখি ভাইয়ারা চলে এসেছে। পরে তাদের সাথে বেশ কিছু সময় গল্প করি। আর হ্যাঁ আমার একটা আন্টি জাম দিয়ে গেছে অনেক দিন পর জাম খেলাম। জামগুলো বেশ মিষ্টি ছিল খেতে অনেক সুস্বাদু লাগতেছিল।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!