ভাইয়া বাসায় না থাকায় বর্তমানে সময় গুলো একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। এখন অনেকটা রুটিন ভাবে চলতে হচ্ছে কারণ বাসার কিছু কাজ করতে হয় প্রতিনিয়ত। আমাদের বাসায় কিছু গরু আছে মূলত তার কাজে করতে হয়, বাবা একটু ব্যস্ত থাকে সেজন্য আমাকে করতে হচ্ছে।
ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি, আর ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে সকালে কিছু কাজ করে নেই। সত্যিকার অর্থে সংসারের কাজ আমার ভালো লাগেনা তারপরও করতে হয় যেহেতু বাসায় রয়েছি এটুকু তো করতেই হবে। আর হ্যাঁ দীর্ঘ সময়ের কোন কাজ নেই অল্প কিছুক্ষণ করলেই শেষ হয়ে যায়। কিছু সময় বাইরে কাজ করার পর রুমে চলে আসি আর শুয়ে থেকে ফোন দেখতে থাকি।
দিনের বেশিরভাগ সময় আমার ফোনের মধ্যেই কেটে যায় এটা করি, ওটা করি, ভিডিও দেখি সব মিলিয়ে সময় একটু তাড়াতাড়ি পার হয়ে যায়। আর শুয়ে থাকতে আমার অলসতা লাগে না চাইলে সারাদিনই শুয়ে থেকে মোবাইল চাপতে পারি। এরকম রেকর্ড আমার অনেক হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত শুয়ে থেকেই কাটিয়েছি। হয়তো এখন যেভাবে সময়গুলো অতিবাহিত করছি সারা জীবন যে এভাবেই অতিবাহিত করতে পারবো এরকমটা না। মানুষ পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সবকিছু মিলিয়ে একজন মানুষকে চলতে হয়।
যাই হোক কিছু সময় রুমে শুয়ে থাকার পর আবারো বাইরে বের হই, আর আমার দুইটা চাচাতো ভাই আছে পরে তাদের সাথে বসে থেকে কিছু সময় গল্প করি। অনলাইনে কাজ করে জন্য চাচাতো ভাই বা অনেকেই মাঝে মাঝে আমার কাছে আসে কিছু সাজেশনের জন্য বা না বুঝলে বুঝে নেওয়ার জন্য।
তাদের সাথে কিছু সময় অতিবাহিত করার পরই দুপুর পেরিয়ে যায় তাই দেরি না করে গোসলটা সেরে নেই। আর গোসল করার পর কিছু সময় বসে থাকি আর একটু পরে আম্মু বলে খাবার খেতে পরে খাবার খেয়ে রুমে চলে আসি। আর রুমে আসার পর শুয়ে থেকে একটা ফ্রেন্ডের সাথে কিছু সময় ফোনে কথা বলি তার একটু পরেই ঘুমিয়ে যাই।
মাঝে মাঝে দুপুরে ঘুমালে বিকালে আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় ঘুমিয়ে থাকি গতকালকে ঠিক এরকমটাই হয়েছে। পাঁচটা বেজে যায় তা উঠতে ইচ্ছে করে না পরে আর কি করার আম্মু ডাকাডাকি শুরু করছে। পরে দেরি না করে উঠে পড়ি আর ফ্রেশ হয়ে বাসায় কিছু কাজ করি।
আর হ্যাঁ বিকালে একটা আন্টির বাসায় যাওয়ার কথা, আমাদের বাসা থেকে কিছুটা দূরে তার বাসা। পরে সেই আন্টির বাসায় যায় এবং আন্টির সাথে কিছু সময় গল্প করি পরে আমাকে নাস্তা খেতে দেয় আর নাস্তা খেয়ে আমি বাসায় চলে আসি।
আর এই ভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. Get more BLURT:
@ mariuszkarowski/how-to-get-automatic-upvote-from-my-accounts
@ blurtbooster/blurt-booster-introduction-rules-and-guidelines-1699999662965
@ nalexadre/blurt-nexus-creating-an-affiliate-account-1700008765859
@ kryptodenno - win BLURT POWER delegation
Note: This bot will not vote on AI-generated content
Telegram and Whatsapp