We are beautiful today because of the nature so let's save the nature of our planet!

in burn •  last month 

হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে অনেক ভাল আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে সোমবার 2 সেপ্টেম্বর ২০২৪ সাল আশা করি আপনার আজকের দিনটি দুর্দান্ত কাটতেছে।বন্ধুরা আজকে আমি গ্রহ নিয়ে কথা বলব গ্রহ মানে আমাদের এই পৃথিবী।হ্যাঁ বন্ধুরা এটি আমাদের সৃষ্টিকর্তার সেরা উপহার এবং বসবাসের জন্য একমাত্র গ্রহ এই পৃথিবী।তাই আমাদের সকলের মানতে হবে এটা।

বন্ধুরা শুরুতেই বলি এই গ্রহ আমাদের সৃষ্টিকর্তার সেরা উপহার কারণ বসবাসের জন্য একমাত্র উপযোগী এই গ্রহ/পৃথিবী।বেঁচে থাকার জন্য সমস্ত কিছুই রয়েছে এই পৃথিবীর মধ্যে তাই আমরা এই পৃথিবীতে বসবাস করে খুবই গর্বিত কারণ সৃষ্টিকর্তা আমাদের অনেক সুন্দর একটি গ্রহ উপহার দিয়েছেন।এই পৃথিবীতে রয়েছে অসংখ্য সবুজ প্রকৃতি যা দেখে আমরা খুবই মুগ্ধ হই, রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য।এই পৃথিবীতে রয়েছে অসংখ্য সবুজ প্রকৃতি, পাহাড় পর্বত, নদী সমুদ্র ইত্যাদি এবং বিনোদনের জন্য আমাদের সেরা জায়গা এগুলো।বন জঙ্গল, প্রচুর গাছ ও সবুজ প্রকৃতির কারণে আজ আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি এই গ্রহের মধ্যে দাঁড়িয়ে।

mountain-slope-6374980_1280.jpg
Source

তবে একটি কথা, আমরা শুধু গ্রহর সৌন্দর্য উপভোগ করতেছি এবং গ্রহের মধ্যে বিনোদন নিতে পারতেছি, আমরা সুন্দরভাবে বাঁচতে পারতেছি, আমরা সুন্দরভাবে অক্সিজেন গ্রহণ করতে পারতেছি কিন্তু গ্রহের জন্য আমরা কি করেছি।অবশ্যই আমরা এ ব্যাপারে উদাসীন।আমরা বেড়ানোর জন্য সমুদ্র কিংবা জঙ্গল, পাহাড় পর্বত ইত্যাদি বেছে নিই।আমরা সেখানে গিয়ে আনন্দ করি কিন্তু সেখানকার সৌন্দর্য আমরা নিজেরাই আবার নষ্ট করি একটু চিন্তা করে দেখুন।কিভাবে বলুন তো, আমরা বিনোদনের জন্য সেখানে বেড়াতে যাই এবং সেখানে আনন্দের সময় আমরা অনেক আবর্জনা নিক্ষেপ করি, ধূমপান করি ইত্যাদি এগুলো করে আমরা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করতেছি এবং গ্রহর প্রকৃতিকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে।এগুলো লক্ষ্য রাখুন।

people-2604535_1280.jpg
Source

একটি কথা মনে রাখবেন আজ প্রকৃতির কারণেই আমরা সুন্দর প্রকৃতি না থাকলে আমরা সুন্দর থাকতে পারতাম না।এই সবুজ গ্রহ আমাদের মূল্যবান সম্পদ তাই আমাদের সকলের উচিত এই গ্রহর সৌন্দর্য ও সবুজ প্রকৃতি রক্ষা করা।আসুন দূষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এবং আমাদের গ্রহকে বাঁচাই।আসুন আমরা আমাদের গ্রহের প্রাকৃতিক জায়গাগুলো বাচাই, আসুন আমরা আমাদের গ্রহের সমুদ্র, পাহাড় পর্বত ইত্যাদি বাচাই।আসুন আমরা আজ থেকে শপথ করব পাহাড় জঙ্গল ও সমুদ্রে প্লাস্টিক নিক্ষেপ করবো না।সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের গ্রহকে সুন্দর করে গড়ে তুলি আসুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!