Bangladesh vs Pakistan || Test Match ||

in burn •  last month 

বন্ধুরা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দারুন টেস্ট ম্যাচ জমে উঠেছে গত প্রথম টেস্ট ম্যাচ দেখে আমি খুব আনন্দিত।অবাক করা বিষয় পাকিস্তান ইনিংস ঘোষণা করার পরও তারা বিশাল ব্যবধানে হেরে গিয়েছে এটা সত্যিই একটি অবাক করার বিষয়।তবে বাংলাদেশে অনেক ভালো ভালো বলার এসেছে এবং টেস্ট খেলার মতো ভালো ব্যাটসম্যান আছে।প্রথম ম্যাচে সাকিব আল হাসান, মিরাজ মুশফিক ওরা খুব ভালো খেলেছে।লিটন দাসের কথা না বললেই নয় সেও ভালো খেলতেছে।তো এমন দুর্দান্ত জয়ে আমরা খুবই আনন্দিত এবং আমি একজন খেলা প্রিয় মানুষ আমি বাংলাদেশের ক্রিকেট খেলা পছন্দ করি।

এর মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট এবং বৃষ্টির কারণে প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি।তবে দ্বিতীয় দিন থেকে খেলা শুরু হয়েছে এবং পাকিস্তানকে বাংলাদেশের বলাররা অল্প রানেই আটকে দিয়েছে।প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ রানের অলআউট হয়ে গেছে জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে শুরুতেই খুব বিপর্যয় পড়ে যায় এবং মাত্র ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে যায়।২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ এবং মেহেদী হাসান মিরাজ লিটন দাস দলকে টেনে নিয়ে যায় অনেক দূর। এবং বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৬২ রান।চিন্তা করুন ২৬ রানেই ৬ উইকেট নাই সেখান থেকে ২৬২ যাওয়া সত্যিই দুর্দান্ত কাম ব্যাক।আর এই কৃতিত্ব মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের।

cricketer-7015983_1280.jpg
Source

তো দুই দলের প্রথম ইনিংস ব্যাট করা শেষ এবং পাকিস্তান দ্বিতীয় ইনিংস শুরু করেছে আজকে বিকেলে এবং মাত্র 9 রানেই তারা দুই উইকেট হারিয়ে ফেলে তারাও বিপদে আছে।তো এখন চতুর্থ দিন ও পঞ্চম দিনের খেলা বাকি আছে আমি মনে করি চতুর্থ দিন এই খেলার রেজাল্ট অনেক নিশ্চিত বুঝা যাবে।এবং আমি আশা করি বাংলাদেশ ভালোভাবে কাম ব্যাক করে ম্যাচটি জিতে নিবে।যদিও টেস্ট ম্যাচ না জিততে পারলেও ড্র করা অনেক ভালো।তাই বাংলাদেশের জন্য শুভকামনা।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

Hello @rojinakhatun1988 first of all welcome to our community. Let's all work together in the blurt Space community to take this platform forward. Click the blurt space link to join our community.