বিপদে পড়লে প্রকৃত মানুষ চেনা যায়

in burn •  2 months ago 

বিপদে পড়লেই মানুষ চেনা যায় যত সময় না একজন মানুষ বিপদে পড়বে তত সময় সে মানুষ চিনতে পারবে না। আমরা অনেক সময় দেখতে পাই বিপদের সময় আমাদের কাছের মানুষগুলো দূরে চলে যায় আর যারা প্রকৃত অর্থে কাছের মানুষ পাশে থাকে কিন্তু এই ধরনের মানুষ খুবই কম খুঁজে পাওয়া যায়। আজকাল সমাজে প্রতিটি মানুষ স্বার্থ অনুযায়ী চলে যত সময় তার সার্থক আছে তত সময় তার পাশে থাকবে আর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে তখনই সে চলে যাবে।

images (6).jpegsource

images (7).jpegsource

তাই মানুষকে উপর থেকে চেনা বড় কঠিন কারণ তার ভিতরে কি চলতেছে সেটা আমরা কেউই জানিনা তাই মানুষের সাথে চলাচল করতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে। উপকারের চাইতেও ক্ষতিকর মানুষ বর্তমান সমাজে অনেক বেশি রয়েছে যে মানুষগুলো একজন মানুষের কখনোই ভালো যায় না সব সময় তার বিপদে ফেলতে চায় তাই সাবধানে থাকা উচিত।

আমাদের মধ্যে সহজ সরল থাকলেও সবার মধ্যে সহজ সরল থাকে না অনেক মানুষ উপরে একরকম বলে আর ভিতর থেকে অন্যরকম কাজ করে আর এই মানুষগুলো সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে থাকে। তাই আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে এরকম মানুষ থেকে যাতে তারা যেন আপনাকে কখনো ক্ষতি করতে না পারে। যদি আপনাকে ক্ষতি করে তাহলে আপনি কিছুই করতে পারবেন না তাই সাবধানে থাকাটাই ভালো।

সমাজে এরকম অনেক মানুষ দেখা যায় যারা ছলনাময় করে অনেক মানুষের অর্থ হাতে নিয়ে একটা সময় হারিয়ে যায় আর তাদের খুঁজে পাওয়া যায় না।। আর এরকম মানুষ সমাজে অনেক বেশি রয়েছে যারা অন্যের ক্ষতি করতে আনন্দ পায় এবং ক্ষতি করে থাকে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আমাদেরকে কোন মানুষ এরকম ক্ষতি করতে পারবে না আর এরকম মানুষ থেকে আমাদের সব সময় সাবধানে থাকতে হবে আর সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক হয়ে থাকি তাহলে কখনো এরে মানুষগুলো আমাদের ক্ষতি করতে পারবে না।

আমাদের ভালো আমাদেরকেই বুঝতে হবে করতে হবে কেউ কখনো আমাদের ভালো করে দেবে না তাই সব সময় নিজের ভালো নিজেকেই করতে হবে। যদি নিজের ভালো নিজে না করি তাহলে আমরা একটা সময় পর অনেক বড় বিপদে পড়বো আর ওই সময়ে আমাদের পাশে কেউ থাকবে না তখন আমরা অনেক কষ্টে জীবন যাপন করতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. Get more BLURT:

@ mariuszkarowski/how-to-get-automatic-upvote-from-my-accounts

@ blurtbooster/blurt-booster-introduction-rules-and-guidelines-1699999662965

@ nalexadre/blurt-nexus-creating-an-affiliate-account-1700008765859

@ kryptodenno - win BLURT POWER delegation

Note: This bot will not vote on AI-generated content