কোন রকম ব্যস্ততা ছাড়াই শুক্রবার দিনটি কেটে গেল।

in burn •  2 months ago 

1000004214.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি।

দীর্ঘদিন পর আমি আমার ডাইরি গেম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম। যেহেতু এখন বাড়িতে তাই ঘুম থেকে উঠতে অনেকটাই বিলম্ব হয়ে গেল, যতটাই বিলম্ব হোক না কেন ফজরের নামাজটা অবশ্যই আদায় করতে হবে। ফজরের নামাজ পড়ে কিছু সময় হাঁটাহাঁটি করলাম। এরপর আবার ছয়টার দিকে ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠতে প্রায় নয়টা বেজে গিয়েছিল, নয়টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম।

1000004242.jpg

আমার সকালের নাস্তা হিসেবে ছিল একটা ডিম এক গ্লাস দুধ ও টোস্ট বিস্কুট। সকালের নাস্তা শেষ করে ফোন হাতে নিয়ে দেশের খবর দেখলাম। এরপরে আমার চাচাতো ভাই বরশির পাতারি বানানোর জন্য কাজ করতেছে, যেহেতু এখন নদীতে মাছ ধরা যায় বরশি দিয়ে তাই মাছ ধরার জন্য বরশি বানাচ্ছে। তখন আমি একটি ফটো সংগ্রহ করলাম।

1000004243.jpg

নদীতে এখন অনেক মাছ ধরা যায়, তাই বিভিন্ন সময় বিভিন্ন রকম মাছ ধরার জন্য অনেক কিছু বানিয়ে থাকে। কোন কোন সময় বরশি বানায় আবার কোন কোন সময় ছোটদের মাছ ধরার জন্য সিপজাল বানায়। তেমনি একটি ছোটদের মাছ ধরার জন্য সিপজাল বানাচ্ছিল তখন আমি এই ফটোটি সংগ্রহ করি।

1000004145.jpg

ছোটদের মাছ ধরার জন্য যেই সিপজাল গুলো বানানো হয় এগুলো ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা ছোট ছেলেরা যখন এগুলো দিয়ে মাছ ধরার জন্য পুকুরে যাবে তখন দুর্ঘটনা বসত পানিতে পড়তে পারে তাই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে।

1000004148.jpg

জুমার দিন তাই জুমার নামাজ আদায় করার জন্য আমাদের গ্রামের মসজিদে যাচ্ছিলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রায় পাঁচ মিনিটের দূরত্বে তাই বাসা থেকে একটু আগেই বের হয়েছিলাম। যাওয়ার সময় একটি সেলফি উঠলাম। মসজিদে গিয়ে ইমাম সাহেবের বয়ান শুনলাম। যেহেতু এখন থেকে স্বাধীন বাংলাদেশ তাই সবাই বাক স্বাধীনতা পেয়েছে এবং স্বাধীনভাবে কথা বলতে পেরেছে।

1000004218.jpg

নামাজ পড়ে বাসায় এসে দুপুরের খাবার খেতে বসলাম, দুপুরের খাবারে ছিল;

  • ভাত।
  • ইলিশ মাছ ভাজি।
  • ও পেঁপে ভাজি।

মাদ্রাসার খাবার ও বাসার খাবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, মাদ্রাসায় হাজার হাজার ছাত্রের জন্য খাবার রান্না করা হয় আর বাসায় চার থেকে পাঁচ জনের জন্য খাবার রান্না করা হয়। সব মিলিয়ে দুপুরের খাবারটা খুবই মজার ছিল।

1000004144.jpg

বিকেলবেলা আসরের নামাজ পড়ে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম, আমাদের এলাকার ছেলেরা অন্য গ্রামের সাথে প্রায় প্রতিদিন ফুটবল খেলার টিম দিয়ে থাকে, দৈনন্দিন সেই টিমের খেলা হয়। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত ছিলাম মনোযোগের সাথে খেলা দেখতে ছিলাম। শেষ ফলাফল ড্র হয়েছে। এই ছিল খেলার দৃশ্য।

1000004244.jpg

রাত্রিবেলা আমাদের এলাকার হাই স্কুলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির শান্তি সভা ছিল। যেহেতু এখন পুরো বাংলাদেশে হট্টগোল সৃষ্টি হচ্ছে তাই সেগুলোর রুখে দেওয়ার জন্য অনেক আলোচনা হয়েছে। বিশেষ করে আমাদের এলাকার সবাই এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।

এই ছিল আমার শুক্রবার সারাদিনের কার্যক্রম। আমার সারাদিনের কার্যক্রম পড়ে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।

1000001074.png

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

1000001074.png

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. Get more BLURT:

@ mariuszkarowski/how-to-get-automatic-upvote-from-my-accounts

@ blurtbooster/blurt-booster-introduction-rules-and-guidelines-1699999662965

@ nalexadre/blurt-nexus-creating-an-affiliate-account-1700008765859

@ kryptodenno - win BLURT POWER delegation

Note: This bot will not vote on AI-generated content

  ·  2 months ago  ·  

ব্যস্ততা ছাড়া ছুটির দিনে উপভোগ করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আমাদের কমিউনিটিতে কাজ করার জন্য আপনার আমন্ত্রণ রইল।