Bismillahir Rahmanir Rahim
Dear friends, how are you all? I hope you are all very well, I am also very good, welcome all of you to one more post of mine.
A few days ago, a huge waz mahfil was organized at the premises of Chapainawabganj Sarjan playground, the main speaker of that waz mahfil was Mr. Tareq Monowar. And the second speaker was Maulana Al-Mustafa Ibn Abdur Razzak from Khulna.
When I went to Chapainawabganj, I heard that there was a gathering of Tareq Monowar. After listening, I wanted to go, I was thinking of how to go. On the day of the mahfil, I told Mohammad Abdul Malek, a teacher of our madrasa, let's go to the mahfil, he agreed, he has a motorcycle again.
On the morning of the mahfil, with two classes from the madrasa, the two of us set out for the mahfil at about ten o'clock in the morning.
We went straight to the front of the back of the mahfil, there are chairs, there are two of us sitting in the chairs and listen to the discussion of Tareq Monwar at the end, very good.
Tareq Monowar mentioned various issues in his discussion. Tareq Monowar has placed special emphasis on not doing injustice in his discussions. And he has spoken to everyone, so that no one will do wrong, and do no harm.
He further added that human beings have been created for the benefit of other people, so that we do not become hostile to anyone, so that everyone can live in harmony.
He discussed for more than two hours, concluding the discussion and praying in a special way for all the people of the country and the world.
After the mahfil, the two of us went to the madrasa. On the way back we entered a hotel and had a light breakfast.
Thanks everyone for reading my post today.
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও অনেক ভাল আছি, আপনাদের সকলকে আমার আরো একটি পোস্টে স্বাগতম।
কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ সরজন খেলার মাঠ প্রাঙ্গণে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল, সেই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ছিলেন তারেক মনোওয়ার সাহেব। এবং দ্বিতীয় বক্তা ছিলেন খুলনা থেকে আগত মাওলানা আল-মোস্তফা ইবনে আব্দুর রাজ্জাক।
আমি যখন চাঁপাইনবাবগঞ্জ যাই তখনই শুনেছিলাম, তারেক মনোওয়ার এর মাহফিল আছে, শোনার পর মনে মনে ইচ্ছা করেছিলাম যাওয়ার জন্য, কি ভাবে যাওয়া যায় সেই চিন্তায় ছিলাম। মাহফিলের দিন আমাদের মাদ্রাসার একজন শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক কে বললাম চলেন মাহফিলে যাই, উনি রাজি হয়ে গেলেন, ওনার আবার মোটরসাইকেল আছে।
মাহফিলের দিন সকালে মাদ্রাসার কয়েকটা ক্লাস নিয়ে সকাল দশটার দিকে আমরা দুইজন মাহফিলের উদ্দেশ্যে বাহির হই, মাহফিলে পৌঁছে দেখি হাজার হাজার মানুষ, অসংখ্য পুরুষ মহিলা তারেক মনোওয়ার এর ওয়াজ শোনা জন্য আসছে।
আমরা মাহফিলের পিছন দিক দিয়ে একেবারে সামনে চলে গেলাম, সেখানে চেয়ার রাখা আছে, আমরা দুইজন চেয়ারে বসলাম এবং তারেক মনোওয়ার এর আলোচনা শেষ পর্যন্ত শুনলাম, খুব ভাল লেগেছে।
তারেক মনোওয়ার তার আলোচনায় বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। তারেক মনোওয়ার তার আলোচনার মধ্যে অন্যায় না করার জন্য বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন। এবং সবার থেকে কথা নিয়েছেন, যেন কেউ অন্যায় না করে, এবং করো কোন ক্ষতি না করে।
তিনি তার আলোচনায় আরো বলেছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে অন্য মানুষের উপকার করার জন্য, আমরা যেন কারো সাথে শত্রুতা না করি, সবাই যেন মিলেমিশে থাকতে পারি।
তিনি প্রায় দুই ঘন্টার বেশি সময় আলোচনা করেছেন, আলোচনা শেষ করে দেশ এবং বিশ্বের সকল মানুষের জন্য বিশেষ ভাবে দোয়া করেছেন।
মাহফিল শেষ করে আমরা দুইজন মাদ্রাসায় চলে আসি। ফেরার পথে আমরা একটা হোটেলে প্রবেশ করে হাল্কা নাস্তা করে নেই।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।
Hello dear @mahmud552
Your post has been manually upvoted by @judexex
You can use our tag #blurtainment to get your future posts seen
Vote our founder @nabeeel as your witness, link below
VOTE for Witness
REMEMBER TO GIVE US SOME DELEGATION AS WE ARE STRONGER TOGETHER, NO AMOUNT OF DELEGATION IS SMALL FOR US.
Join us on WHATSAPP, TELEGRAM and [DISCORD](https://discord.gg/he6nHbMtpf
Nice keep it up.
if you haven't receive 3000 BLURT than vote Cotina for witness
Cotina is a well known and great guy so i'm vouching for him
Vote for Cotina and get 3000 BLURT
VOTE NOW CLICK HERE