Real Madrid vs Osasuna football match

in blurtstep •  2 years ago 

Real Madrid and Osasuna face each other in La Liga today at 1:30 PM Bangladesh time. Where Real Madrid is at the top of the points table and Osasuna is at number nine of the points table. Full details of the match are given below –

It is needless to say that Real Madrid is much ahead of Osasuna in the ledger and points. From the beginning of the first half, Real Madrid started to show power. Alaba gave Real Madrid the lead just after 12 minutes of the match. But in the next minute, Budimir scored a goal to equalize the team. Since then, Real Madrid has squeezed Osasuna even more. One after another began to attack. Osasuna's defense could no longer handle it. In the last minute of the first half, Real succeeded. Asensio scored in the 45th minute to put the team ahead 2-1 at the end of the first half.

From the beginning of the second half, Osasuna was very cautious. They seemed to be planning that nothing could be allowed to happen. Every attack was countered beautifully. The goalkeeper also played a very important role. As a result, the team did not allow any more goals until 90 minutes. But Real Madrid is not a team to leave so easily. They continued to attack in extra time to increase the gap. And after 6 minutes the addition is successful. Vajuez scored a late goal for Real and left the field with a 3-1 win.

The win saw Real Madrid maintain their top spot while Osasuna remained ninth in the points table.

Thank you all for reading the article.

RealMadrid-Osasuna_(4980323537).jpgsource

লা লিগায় আজ বাংলাদেশ সময় রাত ১:৩০ মিনিটে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ এবং ওসাসুনা।যেখানে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে আর ওসাসুনা পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে।ম্যাচের পূর্ন বিবরণ নিচে দেয়া হলো -

খাতা কলমে এবং পয়েন্টের বিচারে রিয়াল মাদ্রিদ ওসাসুনার চাইতে অনেকটা এগিয়ে সেটা বলা বাহুল্য।প্রথমার্ধের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ দাপট দেখানো শুরু করে।ম্যাচের মাত্র ১২ মিনিটের মাথায়ই আলাবা রিয়াল মাদ্রিদকে গোল করে এগিয়ে দেন।কিন্তু এর পরের মিনিটেই বুদিমির গোল করে দলকে সমতায় ফেরান।এর পর থেকে রিয়াল মাদ্রিদ যেনো আরো চেপে ধরে ওসাসুনাকে।একের পর এক আক্রমন করতে থাকে। ওসাসুনার রক্ষণভাগ যেনো আর সামলাতে পারছিল না।প্রথমার্ধের শেষ মিনিটে রিয়াল সফল ও হয়। আসেন্সিও ৪৫ মিনিটের সময় গোল করে দলকে ২-১ ব্যাবধানে এগিয়ে রেখে প্রথমার্ধ শেষ করেন।

দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ওসাসুনা খুব সতর্ক ছিলো।তারা যেনো প্ল্যানিং করেই নেমেছে যে যত কিছুই হক গোল আর হতে দেয়া যাবে না।প্রত্যেকটা আক্রমন প্রতিহত করতেছিল সুন্দরভাবে।গোলকিপার ও খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিল।ফলে ৯০ মিনিট পর্যন্ত আর গোল হজম করতে দেয়নি দলটি।কিন্তু রিয়াল মাদ্রিদ তো এত সহজে ছাড়ার দল না।তারা অতিরিক্ত সময়েও আক্রমন করতে থাকে ব্যাবধান বাড়ানোর জন্যে।আর যোগ করা ৬ মিনিটের মাথায় সফল ও হয়ে যায়। ভাজুয়েজ শেষ সময়ে এসে রিয়ালের পক্ষে গোল করে দলকে ৩-১ ব্যাবধানে জিতিয়ে মাঠ ছাড়েন।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ তাদের শীর্ষস্থান বজায় রাখলো আর অপরদিকে ওসাসুনা পয়েন্ট টেবিলের নয় নম্বরেই রয়ে গেলো।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hello @mdrahat
Thank you for sharing such great content!
PLEASE KINDLY CLICK HERE TO VOTE US AS BLURT WITNESSBlurt to the moon 🌕You can delegate any amount of Blurt power to @blurtconnect-ng
This post has been upvoted manually by @mahmud552blurtconnect.gifUse #blurtconnect tag to get more upvotes from us

Also, keep in touch with Blurtconnect-ng family on Telegram and Whatsapp