Barcelona vs Real sosiad football match

in blurtstep •  2 years ago 

In La Liga today at 1:30 pm Bangladesh time, Barcelona and Real Sociedad will play. Where Barcelona is at number 2 in the points table, on the other hand, Real Sociedad is at number 6.

There was a lot of excitement from the beginning of the game. But after 11 minutes of the first half, Barcelona's Ambumeyang scored to give the team the lead. After that, the fight got more intense. The two groups started attacking one after the other. But no one was able to put the ball into the net. In this way, the two teams finished the first half, where Barcelona led 1-0.

Before going into the second half, Barcelona seemed to plan that they would not be allowed to concede any more goals anyway. The game must be won whether it's own goals or not. Because already Barcelona's time is going very bad. They have already been knocked out of all the tournaments, where their arch-rivals have gone to the semis, and are ahead of them in the points table. So this time the team did not want to take any risk. The team played defensively in the second half. Taking advantage of that, Real Sociedad became aggressive. They attacked Barca one after another. Possession of the ball is also kept more between them. But to no avail. Not even a single ball could enter Barca's net in the end. As a result, Barcelona won the match by 1-0.

This victory did not change the position of any of the two teams in the points table.

Thank you all for reading the article.

16505711040871.webpsource

লা লিগায় আজ বাংলাদেশ সময় রাত ১:৩০ মিনিটে বার্সেলোনা আর রিয়াল সোসিয়াদ খেলতে নামে।যেখানে বার্সেলোনা পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে,অপরদিকে রিয়াল সোসিয়োদ অবস্থান করছে ৬ নম্বরে।

খেলার শুরু থেকেই উত্তেজনা ছিলো প্রচুর।মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই এগোচ্ছিল ম্যাচটি।কিন্তু প্রথমার্ধের ১১ মিনিটের মাথায়ই বার্সেলোনার আম্বুমেয়াং গোল করে দলকে এগিয়ে দেন।এর পর থেকে লড়াই আরো জমে উঠে।একের পর এক আক্রমন করতে থাকে দুই দল।কিন্তু আর কেউই কারো জালে বল ঢুকাতে পারছিলো না।এইরকম করতে করতেই প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল,যেখানে বার্সেলোনা ১-০ তে এগিয়ে।

দ্বিতীয়ার্ধে খেলতে নামার আগে মনে হয় বার্সেলোনা প্ল্যান করেছিল যেভাবেই হক গোল আর হজম করতে দেয়া যাবে না তাদেরকে।নিজেদের গোল হোক বা না হোক খেলা জিততেই হবে।কারণ এমনিতেই বার্সেলোনার সময় খারাপ যাচ্ছে খুব।ইতোমধ্যে সবগুলো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে,যেখানে তাদের চির প্রতিদ্বন্দ্বী দল সেমিতে চলে গেছে,আর পয়েন্ট টেবিলেও তাদের থেকে এগিয়ে শীর্ষে অবস্থান করছে।ছোট ছোট দলের কাছেও নিজেদের ভুলের কারণে হারার খেসারত দিতে হচ্ছে দলটিকে।তাই এইবার আর কোনো ঝুঁকি নিতে চায়নি দলটি।দ্বিতীয়ার্ধে অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছে দলটি। যেটার সুযোগ নিয়ে রিয়াল সোসিয়াদ আক্রমণাত্মক হয়ে উঠে।একের পর এক আক্রমন করতে থাকে বার্সাকে।বলের দখলও তাদের মাঝেই বেশি রাখতে থাকে।কিন্তু কোনো লাভ হয়নি।একটি বলও বার্সার জালে জড়াতে পারেনি শেষ পর্যন্ত।ফলে বার্সেলোনা ১-০ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।

এই জয়ের ফলে দুই দলের কারোরই পয়েন্ট টেবিলে অবস্থানের পরিবর্তন হয়নি।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hello @mdrahat
Thank you for sharing such great content!
PLEASE KINDLY CLICK HERE TO VOTE US AS BLURT WITNESSBlurt to the moon 🌕You can delegate any amount of Blurt power to @blurtconnect-ng
This post has been upvoted manually by @mahmud552blurtconnect.gifUse #blurtconnect tag to get more upvotes from us

Also, keep in touch with Blurtconnect-ng family on Telegram and Whatsapp