Barcelona vs Rayo Vallecano football match

in blurtstep •  2 years ago 

The match between Barcelona and Rayo Vallecano starts today at 2 pm Bangladesh time. Where Barcelona is at the 2nd position in the points table and Rayo Vallecano is at the 12th position. Full details of the game are given below –

No goal ball game is guaranteed. Today's match proved that. It is not enough to have power and ability, it takes luck and rhythm to win the game. Which has an impact on Barcelona. They seem to be lost and looking for themselves. There is no rhythm, the team is unable to play organized games. This is not the first defeat in this season with a small team. It happened a few times a few days ago. From the beginning of the first half, Barca continued to try to keep the power and the ball between themselves. But the accident happened in 7 minutes of the game. The ball went to the feet of the opponent on the wrong side. And from there, Barca has to pay the price for the mistake. Rayo Vallecano's Garcia made good use of the opportunity and put the team ahead at the beginning. After that, Barca continued to attack one after another but none of the attacks were organized. As a result, no one had the ability to penetrate their goalkeeper. In the first half, Barca had to finish behind 1-0.

Even in the second half, Barca kept the ball between themselves. The opposition did not want to let the ball in possession. They wanted to keep it all to themselves. So that there is no risk. But the desired goal, which could have brought them back to parity, was not able to score. The role of the goalkeeper is also very important in this. In the end, Barca saw another shameful loss as they could not put the ball in the net against Barca.

The win did not change Barca's points table, but Rayo Vallecano moved up to 11th position.

Thank you all for reading the article.

3EK4SWKLCFCPPPAX4KSTPLTP2E.jpgsource

বার্সেলোনা আর রায়ো ভেলেক্যানোর মধ্যকার ম্যাচটির শুরু হয় আজ বাংলাদেশ সময় রাত ২ টায়।যেখানে বার্সেলোনা পয়েন্ট টেবিলের ২য় অবস্থানে আর রায়ো ভালেক্যানো ১২ তম অবস্থানে অবস্থান করছে। খেলার পূর্ন বিবরণ নিচে দেয়া হলো -

গোল বলের কোনো খেলাই নিশ্চিত নয়।আজকের ম্যাচে সেটিই প্রমাণ হলো।শুধু দাপট আর সক্ষমতা থাকলেই চলে না,ভাগ্য আর ছন্দ লাগে খেলা জিততে।যেটির প্রভাব পড়েছে বার্সেলোনার মাঝে।তারা যেনো নিজেদেরকে হারিয়ে খুজাছে।খেলার ছন্দ নেই,গুছানো খেলা খেলতে যেনো অক্ষম হয়ে যাচ্ছে দলটি।ছোট ছোট দলের সাথে এই মৌসুমে হার এই প্রথম নয়।কয়েকদিন আগেও কয়েকবার হয়েছে এমন।প্রথমার্ধের শুরু থেকেই দাপট আর বল নিজেদের মাঝেই রাখার চেষ্টা চালিয়ে যেতে থাকে বার্সা।কিন্তু খেলার ৭ মিনিটের মাঝেই ঘটে বসে অঘটন।ভুল পাশে বল চলে যায় বিপক্ষ দলের পায়ে।আর সেখান থেকেই ভুলের খেসারত দিতে হয় বার্সাকে।রায়ো ভালেক্যানোর গার্সিয়া সুযোগটি সুন্দরভাবে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন শুরুতেই।এর পর বার্সা একের পর এক আক্রমন করতে থাকে কিন্তু কোনো আক্রমণই গুছানো না।যার ফলে তাদের গোলকিপারকে ভেদ করার ক্ষমতা হয়নি কারোর।প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে থেকেই শেষ করতে হয় বার্সা কে।

দ্বিতীয়ার্ধে নেমেও বল নিজেদের মাঝেই রেখে খেলে বার্সা।বিপক্ষ দলকে বল দখল করতেই দিতে চাইতেছিল না। সম্পূর্নটা নিজেদের কাছেই রাখতে চাইছিল তারা।যাতে কোনো ঝুঁকি না থাকে।কিন্তু কাঙ্ক্ষিত যেই গোল,যেটা তাদের সমতায় ফেরাতে পারতো,সেই গোল করার ক্ষমতা কারোরই হয়ে উঠেনি।বিপক্ষের রক্ষণভাগ সাজিয়েছিল খুব ভালোভাবেই যাতে গোল করতে না পারে।এতে গোলকিপারের ভূমিকাও অনেক।শেষ পর্যন্ত বার্সা এর বিপক্ষের জালে বল জড়াতে না পারায় আরো একটি লজ্জাজনক হারের দেখা পেলো বার্সা।

এই জয়ের ফলে বার্সার পয়েন্ট টেবিলের কোনো পরিবর্তন না ঘটলেও রায়ো ভালেক্যানো একধাপ এগিয়ে ১১ তম অবস্থানে অবস্থান করছে।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!