The match between Barcelona and Cardiz starts today at 1 pm Bangladesh time. Cordes, who are number 17 in La Liga, will play against Barca, who are second in the points table. The details of the game are given below –
This season is going very badly for Barca. They have already been excluded from all kinds of competition. Where they are not short of rich trophies and today they have to spend a trophyless season. Losing with a team at the bottom of the points table at home, the humiliation of selling black tickets at home. There are more supporters of the opposing team at home. All this is new for Barcelona and their fans. For example, what happens if the forehead is bad in today's match.
In the first half of the match, the possession of the ball, the attack was ahead from all sides. Cordiz's defense and goalkeeper handled their attacks very well. In the first half, both teams left the field with a goalless draw.
Perez scored a goal for Cordiz in the 48th minute of the second half to give the team the lead. Since then, Barca's attacks and possession of the ball have increased. But Barca could not even make a short cut to break through their defense and goalkeeper. As a result, Barca has to pay another disappointing rate. Barca disappointed Barca fans again.
As a result of this victory, Cordiz has improved one step in the points table and is in 16th position. On the other hand, Barca's position has not changed.
Thank you all for reading the article.
বার্সেলোনা আর কার্ডিজ এর মধ্যকার ম্যাচটি শুরু হয় আজ বাংলাদেশ সময় রাত ১ টায়।লা লিগায় ১৭ নাম্বার এ থাকা কর্ডিজ খেলতে নামে পয়েন্ট টেবিল এর ২ এ থাকা বার্সার বিপক্ষে। খেলাটির বিবরণ নিচে দেয়া হলো -
এই সিজন টা বার্সার জন্যে খুব খারাপই যাচ্ছে।ইতোমধ্যে সব ধরনের কম্পিটিশন থেকে বাদ পড়ে গেছে তারা।যেখানে তাদের সমৃদ্ধ ট্রফির অভাব নেই আর আজকে তাদের ট্রফিহিন সিজন কাটাতে হচ্ছে।ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা একটা টিমের সাথে হার,নিজেদের মাঠে ব্ল্যাক এ টিকেট বিক্রির অপমান।নিজেদের মাঠে বিপক্ষ দলের সমর্থক বেশি।এই সবই এইবার নতুন দেখছে বার্সেলোনা আর তাদের ফ্যানরা।যেমন আজকের ম্যাচটাতেই কপাল খারাপ হলে যা হয় আর কি।
ম্যাচের প্রথমার্ধে বলের দখল,আক্রমন সব দিক থেকেই এগিয়ে ছিলো।কর্ডিজ এর রক্ষণভাগ আর গোলকিপার খুব ভালোভাবেই সামাল দিয়েছে তাদের আক্রমন গুলো।প্রথমার্ধে দুই দলই গোল শূন্যে ড্র নিয়ে মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই ৪৮ মিনিটের মাথায় কর্ডিজ এর পক্ষে পেরেজ গোল করে দলকে এগিয়ে দেয়।এর পর থেকে বার্সার আক্রমন আর বলের দখল আরো বেড়ে যায়।কিন্তু তাদের রক্ষণভাগ আর গোলকিপার কে ভেদ করার মতো একটি শর্টও করতে পারে নি বার্সা।ফলে আরো একটি হতাশাজনক হারের মাশুল দিতে হয় বার্সাকে।বার্সা ফ্যান দের আবারও হতাশ করলো বার্সা।
এই জয়ের ফলে কর্ডিজ পয়েন্ট টেবিল এ একধাপ উন্নতি করে ১৬ তম অবস্থানে অবস্থান করছে।অপরদিকে বার্সার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।
Also, keep in touch with Blurtconnect-ng family on Telegram and Whatsapp