Marnus Labushan wants to whitewash the Sri Lankans by learning to spin by watching enemy videos!

in blurtsports •  3 years ago 

images (1) (69).jpeg
Source
The fierce battle between England and Australia in Test cricket has been a bone of contention between the two teams since the birth of that cricketIn February this year, the best business leaders of the time shared some posts about the fancy tactics of the Australian radio in two Tests on this ground, where it is seen that he is preparing his own preparations by sticking small pieces of steel in different positions on a carpet in his own houseIn this case, the ball fell on the steel sheets, hurriedly or provoked, hurriedly, took a turn and came out againEngland, Australia and New Zealand are terrifying names for cricket teams in the Sri Lankan subcontinent.

The reason for the England-Australia fears is that if the focus is on Sri Lanka, it is not the case where the practice is most prevalent on Sri Lankan soilCaptain Joe Root played an impeccable innings of 186 in the first innings of the second Test after playing 228 in the first TestThis is my first challenge against Spain on subcontinental soil. I want to win. Root batted well here. How the spin was playedAdapting to a different challenge from Sri Lanka is a big challenge for the super camp at the same time.
Three t205 wants to return to ODIs and Tests but it doesn't matter where we want to be the best in the world we want to win all the matches we hope to be good in Sri Lanka too

In the 50-match win over Kushtia, the defeat fell to Singh Roy in 2016. Australia won the T20 series

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি লড়াই তো সেই ক্রিকেটের জন্মলগ্ন থেকে দুই দল মাঠের লড়াইয়ে নামলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশাপাশি নানা উত্তেজনা বিরাজ করে মাঠের চারপাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটার মানুষেরা এবার শত্রুদল ইংল্যান্ডের দ্বারস্থ হচ্ছে শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কাকে তাদের এই মাটিতে দুই টেস্টে অস্ট্রেলিয়ার বেতারের অভিনব কৌশল এ বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সময়ের সেরা ব্যবসায়ী নেতারা কিছু পোস্ট শেয়ার করেছিলেন যেখানে দেখা যায় তার নিজ বাসায় এক কার্পেটের ওপর বিভিন্ন পজিশন অনুযায়ী স্টিলের ছোট ছোট পাঠা মেরে আটকে রেখেছেন তিনি জানিয়ে তিনি নিজের প্রস্তুতি সারছেন এক্ষেত্রে বল সে স্টিলের পাত গুলোর উপর পড়ে হুট করে বা উসকাচ্ছে হুট করেই টার্ন খেয়ে বেরিয়ে যাচ্ছে আবার কখনো একেবারেই নিয়ে আসছে কাজ করছেন মূলত পাকিস্তানের মাটিতে পরবো টিসিডিসি থাকায় স্পিন আক্রমণ সামান্যই বিশেষ নজর দিয়েছিলেন তিনি স্থানীয় জীব 1290 এবং 44 রানের ইনিংস এবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলংকা উপমহাদেশের ক্রিকেট দল গুলোর জন্য যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভয়ঙ্কর এক নাম তেমনি উপমহাদেশে

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দের ভয়ের কারণ তার ওপর দৃষ্টি যদি হয় শ্রীলঙ্কা তবে তো কথাই নেই যেখানে চর্চা হয় সবচেয়ে বেশি শ্রীলঙ্কার মাটিতে প্রথম পা দিয়ে চলা মানুষের হার্টের ভিন্নপথে শত্রুদেশ ইংল্যান্ড দল কেই বেছে নিলেন সমস্যা ও উত্তরণের পথ হিসেবে নৌকার বিপক্ষে তাদের মাটিতেই 2021 সালে তৎকালীন টেস্ট অধিনায়ক জো রুট প্রথম টেস্টে 228 রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 186 রানের অনবদ্য ইনিংস খেলেন লঙ্কান স্পিনার বাকিটা বুঝতে ভুল করলেও জরুর তাদের খেলা স্বাচ্ছন্দে এবার প্রতিপক্ষই ব্যাটারির ভিডিওকেই অস্ত্র বানিয়েছেন বর্তমান সময়ে টেস্টের সেরা বেটার মানে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান উপমহাদেশের মাটিতে স্পেনের বিরুদ্ধে এটাই আমার প্রথম চ্যালেঞ্জ জিততে চাই রুট এখানে দারুন ব্যাটিং করেছিল কিভাবে স্পিন খেলেছিল ওরেনি গুলো দেখে বোঝার চেষ্টা করছে শ্রীলংকা অর্থনীতি এবং সে দেশের মানুষের খারাপ সময়ের পথে এক পশলা বৃষ্টি হতে চায় অস্ট্রেলিয়া আনন্দ দিতে চায় ক্রিকেটীয় সৌন্দর্যের জন্য লঙ্কা এক ভিন্ন রকম চ্যালেঞ্জ শ্রীলংকার সাথে মানিয়ে নেওয়াটাই অধি শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ একইসাথে সফরে রয়েছে

তিনটি t205 ওয়ানডে এবং টেস্ট ম্যাচে ফিরতে চায় তবে আমরা বিশ্বের সেরা হতে চাই কোথায় সেটা গুরুত্বপূর্ণ নয় আমরা সব ম্যাচ জিততে চাই শ্রীলঙ্কাতেও ভালো হবে বলে আশা করছি

জয় পরাজয় হিসেব সহাবস্থানে মোট 50 ম্যাচের ভেতরে কুষ্টিতে জয় বৃষ্টিতে পরাজয় সিংহ রায় সবচেয়ে 2016 সালে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো টেস্টে হয় লঙ্কাবাফিন টেস্টে শোচনীয় পরাজয় গুনতে হয় স্টিভেন স্মিথের দলকে দীর্ঘ 6 বছর পর টেস্টে এবার সেই পুরনো আটকাতে পারবেনা

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

Following the findings from @inspector-blurt, you are ineligible for @sportsheart support.

When you take a transcript of a video, you need to read the translation to ensure that it makes sense. In this case, it doesn't.

This content is plagiarised from here -