ICC president wants to reduce the number of Test cricket, Saurabh vetoed!

in blurtsports •  3 years ago 

sourav-ganguly-bcci-prez-amey-sixteen_nine.jpg
Source
According to Tim Southee, Root did the last thing for England without Joe Root so that he is always the leader of EnglandIn his face, the ICC President's frightening gesture to reduce the reverse Test match was in his faceThe hard-earned thirty-run route began with a call-up to the third century of that series on Australian soil 332
Unexpectedly, they did not come together at the head of the ultimate failed route, then the West Indies tour chose him as the way outThe Rhodes captain, who started the Test against New Zealand with 51 runs, lost the first innings and failed in the second innings as wellAlastair Cook's record of 10,000 runs at the youngest age since he made his Test debut was 10 years and 87 days. To doObedient Indian cricket president Sourav Ganguly can no longer remain silent ICC President.

Speaking about the latest, he said that from the point of view of playing experience and money, it is difficult to decide that countries will play a lot of matches, especially against India, Australia and England. ClearAt the end of this post, Sourav Ganguly tweeted that no matter what kind of cricket you watch, no one can beat Test cricket wearing any color jersey, no comparison, this format should be given top priority.

Sourav has been watching the England vs New Zealand Test from the start. After reading 17 meters at Lord's on the first day, Sourav tweeted that he has been saying since the very beginning of the Test that 7006 is better than cricket and what could be better. Prince of Calcutta is going to reduce the number of ICC Test cricket.

In other words, it is clear from his mood that the test feeling of cricket is the most important thing.

টিম সাউদির বলে ইংল্যান্ডের হয়ে শেষটা করেন জো রুট ছাড়া রুট যাতে সর্বদাই ইংলিশদের নেতা তার প্রমাণ তাই আবারও দিলেন ক্রিকেটের মক্কা খ্যাত লড়ছে ইংল্যান্ড নিউজিল্যান্ড ভারত অস্ট্রেলিয়া দের মতন দলগুলো যায় আজও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে ক্রিকেটের সবচেয়ে প্রসিদ্ধ ফরমেট তবে টেস্ট ক্রিকেট নিয়ে ভিন্ন ভাবনায় আইসিসি প্রেসিডেন্ট উল্টো টেস্ট ম্যাচ কমিয়ে ফেলার ভয়ঙ্কর ইঙ্গিত তার মুখে লর্ডস টেস্টে ইংল্যান্ডের রোমাঞ্চকর ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী নিশানা হলেন আইসিসি প্রেসিডেন্ট করার নেই এমন টা বললে বোধহয় ভুল হবে পরম চুরুটের ব্যাগ ছোট ইনিংসেই থমকে যাবে এটাই যে মেনে নেয়া কষ্টকর ত্রিশটা রুটের শুরু হয় ডাক মেরে অস্ট্রেলিয়ার মাটিতে সেই সিরিজের তৃতীয় সেঞ্চুরি করেন 332

আশানুরূপ আসেনি একসাথে হয় চরম ব্যর্থ রুটের মাথায় তখন আকাশ সমচাপ পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফর তাকেই বেছে নেন থেকে বের হওয়ার রাস্তা হিসেবে তবে সেখানেও রুটের অধিনায়কত্বে ক্যারিবিয়ানের রুটে দুটি সেঞ্চুরি ও চাপা পরে দলীয় ব্যর্থতায় অধিনায়কত্ব এখন সামলাচ্ছেন অধিনায়ক এর অধীনে আবারো দেখা মিলল ভয়ঙ্কর সেই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে 51 রান করে শুরু রোডসের অধিনায়ক হারানো পরবর্তী যাত্রা প্রথম ইনিংসে ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসেও এবার ফেল করবেন এমনটাই তখন চতুর্মুখী আলাপ-আলোচনা তবে চলছে বেরুচ্ছে জানেন অসম্ভবকে সম্ভব করার টোটকা সামলে নেন ফক্স এর সাথে জুটি গড়ে দলকে জেতালেন e76 ফেললেন টেস্টের 10 হাজার রানের কীর্তি অভিযাত্রা তিনি টেস্ট অভিষেকের পর সবচেয়ে কম বয়সে 10 হাজার রানের কীর্তি বললেন এর আগে অ্যালিস্টার কুক 10 বছর 87 দিনে করেছিলেন এই রেকর্ড করলেন 9 বছর 171 দিনে রুতের হাত ধরে যখন এভাবেই সৌন্দর্যের চাদরে মুড়ে টেস্ট ক্রিকেট তখন আইসিসি প্রেসিডেন্ট ভিন্ন চিন্তা ভাবনা আপনাকে হতবাক করতে বাধ্য ভারতীয় ক্রিকেট প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তো আর চুপ থাকতে পারলেন না সাম্প্রতিক সময়ে আইসিসি প্রেসিডেন্ট

লেটেস্ট সম্পর্কে বলেন খেলার অভিজ্ঞতা এবং অর্থের দিক থেকে দেখতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে দেশগুলো আশা করে অনেক ম্যাচ খেলবে বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে তারাও তো সুযোগ পাবেনা ম্যাচ কমবে আগামী 10 থেকে 15 বছরের টেস্ট ম্যাচ ক্রিকেট বড় ভূমিকা নেবে কিন্তু খেলা কম হবে স্পষ্ট সামনে টেস্ট ম্যাচের পরিমাণ কমছে সাথে ছোট দলগুলোর বড় দলের বিপক্ষে খেলার সম্ভাবনা ধুলোয় বক্তব্যের পর এই পোস্টের শেষে সৌরভ গাঙ্গুলী টুইট যেখানে তিনি লেখেন যে কোন ধরনের ক্রিকেট দেখো যেকোনো রঙের জার্সি পরা টেস্ট ক্রিকেটকে কেউ হারাতে পারবে না কোন তুলনাই হয়না এই ফরমেট কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত এই দুইটা আইসিসিকে ত্যাগ করেছেন সৌরভ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্ট শুরু থেকেই নজর রাখছিলেন সৌরভ প্রথমদিন লর্ডসে 17 মিটার পড়ার পর সৌরভ টুইট করে বলেছিলেন ভীষণ তরতাজা টেস্ট শুরু থেকেই বলছি করছে 7006 ক্রিকেট এর থেকে ভাল আর কি হতে পারে টেস্টের প্রথম সকাল শোনা যাচ্ছে আইসিসির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পৃন্স অফ ক্যালকাটা আইসিসি টেস্ট ক্রিকেটের সংখ্যা কমাতে চাইছে সৌরভ সেই সংস্থার দায়িত্ব পেলে যায়

অন্য রকম হয় সেটা তার মেজাজ দেখলেই বোঝা যায় অবশ্য ক্রিকেটের টেস্ট অনুভূতিটাই যায় সবচেয়ে বেশি জরুরি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

This content is plagiarised from this video -

cc - @ctime