আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আজকের সারাদিনের কাজকর্ম এখন ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নাস্তা করে নিলাম। তারপর বাইরে গিয়ে দেখলাম বেলা হয়ে গেছে। ঘড়িতে দেখলাম সকাল সাড়ে সাতটা বাজে, তারপর বাড়ি থেকে দোকানে গেলাম। দোকান খুলতে সূ্র্য মামার আলো চোখে পরে তাই সুন্দর করে একটা ছবি ক্যামেরায় বন্দী করলাম।
দোকান খুলে মালামাল সাজিয়ে কম্পিউটারে অনেক প্রিয় প্রিয় গান শুনলাম,আর বাবা বন্দর থেকে অনেক মুরগি নিয়ে এলো আমি মুরগি গুলো অন্য দোকানে রেখে দিলাম। তারপর মুরগি খাদ্য ও পানি পরিবর্তন করে দিলাম। বাবা বাসায় চলে গেলো আর আমি দোকানে বসে ছিলাম। গান শুনার ফাকে মোবাইল দিয়ে ফেসবুক বন্ধদের সাথে মজা করি। তারপর বাবা চলে আসে দেখে দোকানে পেট্রোল অয়েল শেষ হয়ে গেছে, অয়েল আনতে পার্বতীপুর রিয়েল ফিলিং স্টেশন থেকে অয়েল নিয়ে আসলাম।
পার্বতীপুরে আসার সময় হক আটো মেল রাইস এর ছবি ক্যামেরা বন্দী করলাম এখানে অনেক ফ্রেস চাল পাওয়া যায়। এখানে অনেক শ্রমিক দিন রাত কাজ করে।
আমার সাথে করে মোটর বাইক নিয়ে গেছিলাম আর জায়গায় জায়গায় মোটর বাইক থামিয়ে ছবি গুলো তুলেছি।
অয়েল দোকানে বাবাকে দিয়ে বাসায় আসছি তারপর খাওয়া করে ক্রিকেট খেলার জন্য বাইরে বন্ধুদের সাথে মাঠে গিয়ে সন্ধা পর্যন্ত খেলা হলো ফোনে চার্য ছিলো না তাই চার্য এ রেখে দিছিলাম। খেলা শেষে বাড়ি এসে ফ্রেস হয়ে খাওয়া করে, বন্ধুদের সাথে ফ্রি ফায়ার গেম খেলছি। তারপর রাতের খাবার খেয়ে ঘুমাতে আসছি ।
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।