Some of my current life in exile.

in blurtlife •  3 years ago 

হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন আমার সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।

আজ আমি আমার প্রবাস জীবনে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রবাস জীবনটা আসলে হল বন্দি জীবন যাপনের মত। এখানে নিজেদের স্বাধীনতা খুবই কম পাওয়া যায়। কারণ নিজের জন্মভূমিতে আমরা যেভাবে বেড়ে উঠি যেভাবে চলাফেরা করি সেটা অন্যের দেশে কখনো করা সম্ভব নয়।

IMG_20210830_235600_056.jpg

আমরা বেশিরভাগ মানুষ যারা প্রবাসে অবস্থান করি এরা অনেক বেশি অবহেলিত। আত্মীয়-স্বজন পরিবার-পরিজন সবাইকে রেখে একা একা অন্যের দেশে বছরের পর বছর নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে এক এক জন রেমিটেন্স যোদ্ধা কাজ করে যান। সব সময় পরিবারের মানুষদের সুখে করার জন্য নিজের সুখের কথা প্রত্যেকটা প্রবাসী ভুলেই যান। তারও যে একটি সুন্দর জীবন আছে। কিন্তু পরিবারের মানুষজন প্রবাসীদেরকে কখনোই ঠিক ভাবে বুঝতে পারেনা।

পরিবারের মানুষজনের চাহিদার কোনো শেষ নাই তারা সব সময় মনে করে বিদেশে টাকা উড়ে বেড়ায় চাওয়া মাত্রই সবকিছু পাওয়া যায়। কিন্তু আসলে তো সেটা না বাস্তবে একজন প্রবাসী তার জীবন শুরু হয় সকাল ছয়টা থেকে নামাজ পড়ে ফ্রেশ হয়ে ডিউটির জন্য বাহির হতে হয়। ডিউটি শেষ করে এখানেই শেষ নয় এখানে কোন আপনজন থাকেনা কারোর তাই প্রত্যেক কে নিজের কাজ নিজে করতে হয় রান্নাবান্না জামা কাপড় পরিষ্কার ইত্যাদি সবগুলো নিজেদেরকে করতে হয় সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করার পরে। কিন্তু কোন পরিবারই এটা উপলব্ধি করে না তারা শুধু চিন্তা করে মাস গেলে শুধু টাকা আর টাকা।

এমন অনেক প্রবাসী আছে যারা 12 বছর 14 বছর পরের এই দেশে কাটিয়ে দিচ্ছে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু এই পরিবারগুলো কখনোই ভাবে না যে আমাদেরও তো একটি জীবন আছে তাতে ভালোলাগা খারাপলাগা থাকতে পারে সাধারণ থাকতে পারে এটা কখনো পরিবারের মানুষজন উপলব্ধি করতে পারে না।

বিশেষ করে বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি প্রবাসী এত বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে যেটা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অন্যের দেশে বাস করা পরাধীন ভাবে এটা যে কতটা কষ্টের এটা কখনো কাউকে বলে বোঝানো সম্ভব নয়।

একজন প্রবাসী সে কোথাও সম্মান পায় না না পায় পরিবারের কাছে না পাই সমাজের কাছে না পাই রাষ্ট্রের কাছে। কিন্তু দেশের জন্য প্রবাসে দেল উপার্জনের একটি অংশ অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে। কিন্তু দেশের সরকার প্রবাসীদের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনা।

প্রতিবছর হাজার হাজার মানুষ এই প্রবাসের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু এদের লাশ দেশে যাওয়ার জন্য সরকারের কোনো পদক্ষেপ নাই। এটি আসলে খুবই লজ্জাজনক একটি বিষয়। যে মানুষগুলো দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য দিনরাত পরিশ্রম করতেছে তাদের জন্য কি সরকারের কোনো কিছুই করার নাই কোন দায়বদ্ধতা নাই? আসলে আমরা প্রবাসীরা বড় বেশি অভাগা। কারণ আমরা দুর্নীতিগ্রস্ত একটি দেশে জন্মগ্রহণ করেছি এটাই আমাদের জন্য সবচেয়ে বড় আক্ষেপ।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। লেখার মধ্যে কোন ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল। আল্লাহাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.

  ·  3 years ago  ·  

@tsungame, totalmente de acuerdo contigo los migrantes viven de una manera muy diferente a como creen sus familiares, que Dios bendiga tu camino.

  ·  3 years ago  ·  

Thank you for using my upvote tool 🙂
Your post has been upvoted (2.04 %)

Delegate more BP for better support and daily BLURT reward 😉
@tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote