আমার প্রবাস জীবনের বর্তমান অবস্থা।

in blurtlife •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আপনাদের সাথে শেয়ার করব আমার প্রবাস জীবনের ১০ বছরের কিছু অজানা কথা।

IMG_20220815_225506.jpg

প্রবাস মানেই নিজের ঘর ছেড়ে ভিন্ন দেশে বসবাস করা। প্রবাস মানে আত্মীয়স্বজন প্রিয়জনদের কে ছেড়ে মা-বাবাকে ছেড়ে একাকী জীবন বিসর্জন দেওয়া নাম হল প্রবাস জীবন। যারা শুধু মাত্র প্রবাসে থাকে তারাই প্রবাসের দুঃখ কষ্ট অনুধাবন করতে পারে তাছাড়া যারা দেশে থাকে তারা কখনোই এটা উপলব্ধি করতে পারে না আজ আমি আপনাদের সাথে আমার পুরো এক জীবনের দশটি বছর কিভাবে কাটল সে বিষয়টি শেয়ার করব।

IMG_20220815_225453.jpg

দেখতে দেখতে জীবন থেকে দশটি বছর পার হয়ে গেল প্রবাসের মাটিতে। একজন যখন প্রবাসের রওনা দেয় তখন সে হাজারো স্বপ্ন বুকে নিয়ে নিজের মাতৃভূমিকে ছেড়ে অন্য দেশে পাড়ি জমায় শুধুমাত্র তার হাজারো স্বপ্নকে বুকে ধারণ করে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমিও তাদেরই একজন বুকের মধ্য শত কষ্টকে চাপা দিয়ে এই প্রবাসে দেখতে দেখতে দশটি বছর অতিক্রম করে ফেললাম। প্রবাসের এক একটি দিন একেক টিম মাসের সমান আমাদের কাছে। যেসব সন্তানেরা পিতা-মাতাকে ছেড়ে আপনজনদেরকে ছেড়ে কখনো দূরে অবস্থান করেনি তারা বছরের পর বছর প্রিয়জনদেরকে ছেড়ে একাকী দূর প্রবাসে খেয়ে না খেয়ে প্রিয়জনদেরকে মুখ না দেখে শুধুমাত্র স্বপ্ন পূরণের জন্য পড়ে থাকে অক্লান্ত পরিশ্রম করে থাকে আমিও তাদের মত একজন অতি সামান্য একজন প্রবাসী শ্রমিক।

IMG_20220815_225441.jpg

পরিবারের দুঃখ দুর্দশা কে দূর করার জন্যই আমি ২০১৩ সালে প্রবাসে উদ্দেশ্যে রওনা দেই দেখতে দেখতে অনেকটি বছর পার হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত নিজের স্বপ্নগুলোকে বাস্তবে সবগুলো রূপ দিতে পারি নাই যার কারণে এখনো পর্যন্ত নিজের মাতৃভূমির বুকে ফিরে যেতে পারিনি বিদেশের মাটিতে সেই বোঝে যে তার প্রিয়জনকে হারিয়ে ফেলে আমি আমার জীবনের সবচেয়ে বড় জিনিসটাকে হারিয়ে ফেলেছি এই প্রবাসের মাটিতে থেকে। আমি আমার প্রাণপ্রিয় মাকে হারিয়েছি ২০১৭ সালে তিনি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট লাঘব করব তার মুখে হাসি ফুটাবো কিন্তু সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে আমার প্রাণপ্রিয় মাকে তিনি তার কাছে নিয়ে নিয়েছেন আমাদেরকে এতিম করে। একজন প্রবাসী সন্তানই বুঝতে পারে পরবাসে থেকে যখন তার পিতামাতাকে হারায় আত্মীয়-স্বজনকে হারায় তখন তাদের মনের অবস্থা কি হয় কারণ যাদের উদ্দেশ্যে পরবাসে অবস্থান করি তারাই যদি না থাকে তাহলে জীবনে সুখ বলতে আর কি থাকে।

IMG_20220815_225427.jpg

IMG_20220815_225416.jpg

আসলে প্রবাসে থাকলে পরবাসীরা মেশিনের মত হয়ে যায় একাকী জীবন কাটাতে কাটাতে এদের জীবনের এরা নিজেরাই ভুলে যায় সুখ শান্তি যে জীবনের জন্য প্রয়োজন এরা শুধু নিজেদেরকে শুধু কলুর বলদের মতো ঘানি টানতে থাকে কিন্তু এদের জীবনের শেষ কোথায় এরা নিজেরাও জানে না এদের জীবনের স্বপ্ন কখনো পূরণ হয় না হাজারো স্বপ্ন বুকে নিয়ে বিদেশের মাটিতে দিনের পর দিন অতিবাহিত করে থাকে খেয়ে না খেয়ে প্রিয় সন্তান মা-বাবাকে রেখে স্ত্রীকে রেখে।

IMG_20220815_225405.jpg

কিন্তু আমাদের পরিবারগুলো বুঝতে পারেনা আসলে বিদেশে যারা থাকে তাদের দিন কিভাবে অতিবাহিত হয় যারা দেশে থাকে আমাদের পরিবার আত্মীয়-স্বজন মনে করে বিদেশের মাটিতে টাকা উড়ে বেড়ায় বিদেশে গেলেই শুধু টাকা আর টাকা উপার্জন করা সম্ভব কিন্তু তারা মনে করে না যে বিদেশে টাকা রাস্তাঘাটে পাওয়া যায় না কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করতে হয় সেটা পরিবারের মানুষজন ভুলেই যায়।

IMG_20220815_225354.jpg

IMG_20220815_225342.jpg

যাদের সুখের আশায় বসের উপর বসল বিদেশের মাটিতে কেটে যায় সেই পরিবার ও সন্তানদেরকে বুঝতে পারেনা তারাও একটা সময় স্বার্থ ফলের মতো আচরণ করে থাকে সন্তানদের প্রতি এটি আসলে খুবই দুঃখজনক একজন প্রবাসী জীবনে বেশিরভাগ প্রবাসীদের জীবনেই এমনটি ঘটে থাকে এটি 10 বছরের অভিজ্ঞতায় যেটা পেয়েছি।

IMG_20220815_225327.jpg

প্রবাসীরা অনেক বেশি অবহেলিত বিদেশের মাটিতে এদের না আছে সম্মান এরা দেশের অর্থনীতিকে সচল করতেও অগ্রণী ভূমিকা পালন করে তাকে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কারণ দেশে বছরের পর বছর শত শত কোটি টাকা রেমিটেন্স যায় এ পরবাসীদের উপার্জনের টাকা কিন্তু দেশের সরকারের কখনো এই প্রবাসীদের প্রতি সহনশীল নয় তারা কখনো উপলব্ধি করতে পারে না দেশের জন্য কত বড় ভূমিকা পালন করে থাকে এবং বিদেশের মাটিতে যখন একজন প্রবাসী মৃত্যুবরণ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেশে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থাও থাকে না তখন একজন প্রবাসীকে বন্ধুদের কাছ থেকে চাঁদা উঠিয়ে কোম্পানি থেকে টাকা নিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করতে হয় এসছে দুঃখের বিষয় আর কি হতে পারে একজন স্বপ্ন প্রবাসীর জীবনে।

বন্ধুরা আসলে আমার পরবাস জীবনের কথা বলে শেষ করতে পারবো না আজ এ পর্যন্তই আবার অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  


** Your post has been upvoted (1.12 %) **