হ্যালো গাইস,
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন এবং অনেক সুন্দর দিন অতিবাহিত করছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের চারপাশের পথ শিশু অথবা সুবিধা বঞ্চিত শিশুদের জীবন কাহিনী নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমার লেখাটি।
বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ। এই দেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে ৫০ বছর পার হয়ে গেছে। কিন্তু এখনো বাংলাদেশ সকল শিশুদের শিক্ষা নিশ্চিত করা খাদ্য বাসস্থান নিশ্চিত করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি । আমাদের চারপাশে হাজারো পথ শিশু আছে যারা রাস্তার ধারে তাদের জীবন অতিবাহিত হয় না খেয়ে না পড়ে। এদের ঠিকানা হলো রাস্তা ধুলাবালি কুকুরের সাথে ঘুমিয়ে এদের জীবন অতিবাহিত হয়।
এসব পথ শিশুদের দেখার মত কেউই নাই আসলে আমাদের বিত্তবানেরা তারা উঁচু তলায় থেকে তারা কখনো নিছ তলার মানুষের দিকে খেয়াল করে না তাই যদি ধারনাড্য ব্যক্তিরা বা প্রভাবশালী অর্থশীল ব্যক্তিরা এইসব পথ শিশুদের প্রতি একটু সুদাই হত তাহলে এই পথ শিশুদের না খেয়ে না পড়ালেখা করে রাস্তার পাশে এই মানবতার জীবন যাপন করতে হতো না।
বাংলাদেশের এমন অনেক শিশু রাতে তারা জানে না তাদের বাড়ি কোথায় ঘর কোথায় এবং তাদের পিতা-মাতাকে।পিতৃক পরিচয়হীন রাস্তার পাশে তাদের জীবন কেটে যায় বছরের পর বছর। এসব শিশুদের দেখভালের জন্য আমাদের সমাজে তেমন কোন সংগঠন এখনো পর্যন্ত সরকার তৈরি করতে পারিনি। তার ফলে এসব শিশুর া নানান রকম অপুষ্টিতে খাদ্যহীনতায় জীবন অতিবাহিত করে।এসব শিশুদের শিক্ষার কোন ব্যবস্থা নেই এরা যেখানেই রাত্র হয় সেখানেই ঘুমিয়ে পড়ে।
এসব কথা শিশুরাও মানুষ আমাদেরকে এদের প্রতি যত্নবান হতে হবে। কারণ এরাও সৃষ্টির সেরা জীব এরা নানান রকম অবহেলায় দিনের পর দিন পর্যবেষিত হচ্ছে সমাজে। সরকার এসব পথ শিশুদের প্রতি শুনজর দিলে এরাও সমাজের উপকারে নিজেদের উৎসর্গ করতে পারত। অপরাধ কর্মের সাথে অল্প বয়সে জড়িয়ে যায় এসব পথ শিশুরা। কারণ এদেরও মৌলিক চাহিদা আছে এরাও মানুষ এদেরও পাকিস্তান শিক্ষা চিকিৎসা বিনোদন সবকিছু অধিকার আছে কিন্তু এদের প্রতি কারোর সওদায় হয় না যার কারণে এরা আজও অবহেলিত সমাজের নিগৃহীত এরা তিন বেলা তিন মুঠো ভাত ঠিকমতো খেতে পারে না এদের খাওয়ার কোন উৎস নাই। এদের গায়ে সব সময় জিম্নশীর্ণ পোশাক পড়ে থাকে এবং নানারকম অসুখে সবসময় পর্যবেষ্টিত হয়ে থাকে।
আমরা যদি এদের প্রতি সওদায় হই যারা সমাজে বিদ্যমান আছে তারা যদি এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সমাজ থেকে এই পথ শিশুদের নির্মূল করা সম্ভবত এবং আমাদের নানা রকম সামাজিক সংগঠন প্রতিস্থাপন করতে হবে যারা বিনা স্বার্থে এসব পথ শিশুদের দেখভালের দায়িত্ব নেবে।এবং এদের লেখাপড়া করার সুব্যবস্থা করে দিবে এদিকে সরকারের নজর দেওয়া উচিত।
বাংলাদেশের এমন পথ শিশু আছে সর্বনিম্ন দশ লক্ষের উপরে এদের প্রতি সুদাই হলে এরাও সমাজের উপকারে নিজেদের উৎসর্গ করতে পারত এবং এরাও সমাজে ছোট বড় নানারকম কাজ করতে পারত কিন্তু এদের বেশিরভাগ খাবারের অভাবে নানা রকম অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ে এবং চুরি ডাকাতি মাদকাসক্ত হয়ে পড়ে এর ফলে এরা মানুষকে মেরে ফেলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না।
এতে সঠিক শিক্ষা দিতে পারলেই এরাও সমাজে মানুষের মত মানুষ হয়ে চলাফেরা করতে পারবে এবং এদের কাজের ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব।
বর্তমান যুগে সকলের সকলকে নিয়ে ব্যস্ত এখন মানুষের মানবিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। এসব পথ শিশুগুলো না খেয়ে না পড়ে এদের পড়ালেখা নাই এরা নানা রকম অপরাধ কর্মের সাথে দিন দিন জড়িয়ে পড়ে শুধুমাত্র তাদের অবহেলার কারণে কারণ আমাদের দেশে এমন কোন সামাজিক সংগঠন নাই যারা এসব পথশিশুদের পাশে এসে দাঁড়াবে সরকার ও পর্যাপ্ত এদের সুযোগ-সুবিধা না দেওয়ার কারণে এসব পথ শিশুগুলো দিন দিন নানা রকম খারাপ কাজে লিপ্ত হচ্ছে যেমন কি দুবেলা খাওয়ার জন্যলোভে পড়ে এরা মানুষকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না কারণ পথশিশুদের এদের দেখার কেউ নাই তাই এরা নানা রকম অপরাধ কর্মের সাথে দিন দিন জড়িয়ে পড়ছে।
এসব পথ শিশুদের প্রতি আমাদের সকলের তীক্ষ্ণ মনোভাব করা উচিত এদের পড়াশোনা সুনিশ্চিত করা আমাদের উচিত এদের তিন বেলা খাওয়া দাওয়া বাসি স্থান এগুলো নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব কারণ পথ শিশুরাও মানুষ এরাও রক্ত মাংসের গড়া আমাদের মতনই মানুষ আমাদের ভাই-বোনেরা এদের প্রতি আমাদের সকলের যত্নশীল হওয়া উচিত।সরকার এসব পথ শিশুদের প্রতি একটু যত্নশীল হলে এদের প্রতি আইন প্রয়োগ করলে অবশ্যই এদের জীবনযাত্রা অনেক সুন্দর হতো এবং এরাও সুন্দরভাবে সমাজে আর দশটা মানুষের মতো খেয়ে পড়ে সুন্দর জীবন যাপন করতে পারতো।
তো বন্ধুরা শুধু নিজেরা খেয়েদেয়ে বেঁচে থাকার নাম জীবন নয় আমাদের পাশে যারা পথশিশু আছে এদের মাথায় হাত দিয়ে এদেরকে পাশে আপনি দাঁড়ান তাহলে এরাও সুন্দর জীবনযাপন করতে পারবে এরা নানা রকম অপরাধ কর্ম থেকে নিজেদেরকে ফিরিয়ে এরা সুন্দর জীবনের স্বপ্ন দেখতে পারবে।
এসব কথা শিশুরা জানে না কোথায় এদের দিন অতিবাহিত হবে এরা রাত যেখানে হয় সেখানে ফুটপাতে রাস্তার ধারে ঘুমিয়ে পড়ে মশার কামড়ে নানা রকম পোকামাকড় নানা রকম কুকুরের সাথে এরা রাস্তায় দর্শন হয়ে শুয়ে পড়ে পেটে খাবার নেই গায়ে জামা নেই।অসুস্থ তাই পর্যবেষিত হয় কারণ এরা নানা রকম পুষ্টিহীনতায় ভুগতে থাকে কারণ এদের খাবারের কোন চাহিদা নেই এদের দেখার কোন লোক নাই এদের প্রতি শোন নজর দেওয়া আমাদের বিত্তবানদের সকলের উচিত।
আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।
** Your post has been upvoted (1.48 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan