ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পথ চলা শুরু ১৯৮৬ সালে। দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম সাক্ষাত টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিরও ২ বছর পর, ২০০২ সালে। তবে গেলো ১৯ বছরে খেলা ২১ ওয়ানডে'তে প্রোটিয়াদের মাঠে ছিলো না কোনো টাইগার ব্যাটসম্যানের সেঞ্চুরি। মুশফিকের ১১৬ বলে ১১০ রানের লড়াকু ইনিংস দিয়ে প্রথম ব্যাটসম্যান হিসাবে সেঞ্চুরি করেন মুশি।সেই সাথে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষেই ওয়ানডেতে সেঞ্চুরি হয়ে গেল বাংলাদেশের..।☺️
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১ ম্যাচ ৯ ইনিংস ব্যাটিং করে ২ হাফ-সেঞ্চুরি ১ সেঞ্চুরি মাধ্যেমে ২৯২ রান করেন এভারেস ৩৬.৫০ স্ট্রাইক রেট ৭৭.৭৮ আসন্ন দক্ষিণ আফ্রিকার সিরিজের জন্য শুভ কমনা রইলো ভাইয়া..!🥰🖤🙌
অপেক্ষায় আছি ১৮ তারিখের বিকেল ৫ টায়..! 😇