আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে বিচুলির কিছু কথা শেয়ার করতে যাচ্ছে চলুন শুরু করা যাক আমাদের বাংলাদেশে আমরা সাধারণত সব পরিবারেই কিন্তু গরু ছাগল পালন করে থাকে আর এই গরু ছাগল গুলো পালন করতে আমাদের কিন্তু বিচুলির খুবই প্রয়োজন হয় আর আমাদের ধান গাছ থেকে ধান কাটার পর এর বাইরে যেতে থাকে সেটি হলো বিচুলি। অনেক জায়গায় এগুলোকে বলা হয় পোয়াল কিন্তু আমরা এই বলি বিচুলি কারণ আমরা আমাদের গরু ছাগলকে খাওয়াতে পারি।আমাদের গ্রাম অঞ্চল গুলোতে বিচুলির দাম কিন্তু একটু বেশি কারণ এই বিচুলি আমাদের গ্রাম অঞ্চলে 300 টাকা পণ হিসাবে বিক্রয় করা হয় আর এই বিচুলি কিন্তু এই বিচুলি আমাদের গরুর জন্য আমরা অনেক কিনে দিয়ে দি কারণ আমাদের যখন মাঠে ঘাস ফুরিয়ে যায় তখন এই বিচুলি আমাদের কিন্তু প্রয়োজন হয় আর এর জন্য আমরা গমের ভুসি এই বিচুলি ছোট ছোট করে কেটে গমের ভুসি দিয়ে মাখিয়ে আমরা গরুকে খাওয়াতে পারে তাই বলবো বিচুলি গরুর জন্য দারুণ ভূমিকা পালন করে থাকে।তাই আমি আপনাদের সবসময় বলবো যে বিচুলি আপনাদের গরু পালন করতে খুবই প্রয়োজনীয় একটি খাবার।
Translation:
Assalamu alaikum how are you all I hope everyone is well I am also very good in your prayers I am going to share some of the things between you today Bichuli Let's start But we need Bichuli very much and after we cut the paddy from the paddy plant, we have to go out of it, that is Bichuli. In many places they are called Poyal but we say Bichuli because we can feed our cows and goats. We buy a lot because we need this beech when we run out of grass in the field and for this we can cut the beech into small pieces and spread it with wheat bran so that we can feed the cow. So I will always tell you that bichuli is a very necessary food for raising your cows.
** Your post has been upvoted (0.94 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote