Raising Ram goats.

in blurtimals •  3 years ago 

IMG_20211229_151939.jpg
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে একটি রামছাগলের কিছু কথা শেয়ার করতে যাচ্ছি আমাদের বাংলাদেশের মানুষ জন আমরা সাধারনত এই ছাগল গুলো পালন করে থাকে কারণ আমাদের অর্থের দিক থেকে আমরা এ ছাগল পালন করে থাকি একটাই কারণে কারণে ছাগল আমাদের মানুষজনের চাবিকাঠি বলা যায় এক ধরনের ব্যাংক। আমাদের বাংলাদেশের মানুষ জনগণ বা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করে থাকে তারা টাকা একটা জায়গায় রাখার জন্য বা এক টাকা বিল তৈরি করার জন্য তারা ছাগল পালন করে থাকে কারণেই ছাগলগুলো তারা যদি পালন করে থাকে এখান থেকে একটা মোটা অংকের টাকা আছে যেটা আমাদের গর্ব ও মধ্যবিত্ত ফ্যামিলির দ্বারা সম্ভব হয়ে ওঠে না যার কারণে আমরা ছোট থেকেই ছাগল পালন করে থাকি আর এসব গুলো আমরা কিনে থাকে পাঁচ হাজার টাকা করে আর ছাগলগুলো বিক্রি করে প্রায় 15 হাজার টাকা করে আমরা এক বছরে ছাগল পালন করে থাকে।

Translation:

Assalamu alaikum how are you all I hope everyone is well I am also very good in your prayers I am going to share some of the words of a ram goat among you today our people of Bangladesh John we usually keep these goats because we keep this goat in terms of our money There is only one reason why goats are the key to our people, a kind of bank.The people of our Bangladesh live in people or middle class families. They keep goats to keep money in one place or to make one taka bill. Not because of which we keep goats from a young age and we buy these for five thousand rupees and sell the goats for about 15 thousand rupees a year we keep goats.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!