What to do if the goat's diet suddenly decreases.

in blurtimals •  3 years ago 

IMG_20211224_134111.jpg
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে ছাগলের খাওয়া হঠাৎ করে কমে গেলে তার কি করনীয় তা তা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা যাক...
ছাগলের খাওয়া হঠাৎ কমে গেলে করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। ছাগল পালনে লাভবান হওয়ার ক্ষেত্রে ছাগলের খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন কারণে ছাগলের খাওয়া হঠাৎ কমে যেতে পারে। চলুন জেনে নেই ছাগলের খাওয়া হঠাৎ কমে গেলে করণীয় সম্পর্কে-

ছাগলের খাওয়া হঠাৎ কমে গেলে করণীয়ঃ
ছাগলের অবস্থান পরিবর্তন হলেঃ

প্রায় সব প্রাণীর ক্ষেত্রেই এমনটা ঘটে থাকে। ছাগলের ক্ষেত্রেও এমনটি ঘটে থাকে। চিরচেনা স্থানে ও পরিবেশে তার সব কার্যক্ষমতায় ঠিক থাকে তেমনি খাবার পরিমাণ ও চাহিদাও। ছাগলের অবস্থান পরিবর্তন হলে কিছু সময়ের জন্য খাবার গ্রহনে ব্যহত হয় সেটা লক্ষ করা যায়।

ছাগল বাজার থেকে কিনে এনে অন্য কোথায় নিয়ে গেলে এমন সমস্যা হয়। এর আরো একটা কারণ থাকতে পারে তা হল ধরুন আপনি তাকে কিনে নিয়েছেন কিন্তু জানেন না সে কোন টা বেশী পরিমাণে খায়, তাই হয়ত সেই উপাদান পায়নি তাই খাচ্ছেনা, বা কম খাচ্ছে।

সমাধানঃ

এই অবস্থাতে চিন্তার কিছু নেই। কয়েকদিনের ব্যবধানেই তা ঠিক হয়ে যাবে। তবে বেশী ধর্য্য না ধরলে একই খাবার বেশি না দিয়ে অনেক গুলো উপাদান অল্প অল্প করে দিবেন তাহলে একটা ভাল না লাগলেও অন্যটি খাবে। পরিস্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ বাড়াতে হবে।

ছাগলের খাদ্যে পরিবর্তন আসলেঃ

ছাগল প্রতিনিয়ত যে খাবারে অভস্ত হয় তার প্রতিই স্বভাবত বেশী অগ্রহ থাকবে। খাবার পরিমাণ টাও আগের মত নির্দিষ্ট থাকবে। এর বিপরিত অন্য কোন নতুন খাবার দিলে কম খাবে বা খেতে চাবেনা। কারণ তারও একটা মনস্তাত্তিক বিষয় কাজ করে।

সমাধানঃ

নতুন ভাবে অভ্যস্ত হতে কিছুদিন সময় লাগবে। এতে চিন্তার কোন কারণ নাই।
তবে নতুন খাবার দেয়ার সময় সকল প্রাণিকে একসাথে প্রদান করলে দ্রুত খাবার গ্রহণে অভ্যস্ত হতে পারে।
অন্যান্য রুচি বর্ধক খাওয়ানো যেতে পারে।
আগের খাবারের সাথে মিল রেখে কিছু খায়ানো ভাল।
ছাগলের সঙ্গি পরিবর্তন হলেঃ

খামারে দীর্ঘদিন একসাথে থাকা ছাগলগুলোর মধ্য থেকে তার জোড়াকে বিক্রি করলে বা অন্যত্র সরিয়ে রাখলে ছাগল কম খায়। প্রথম কয়েকদিন এই অবস্থা প্রায়ই লক্ষ করা যায়। আর সেই সময়ে খামারি মনে করেন যে হয়ত তার কোন রোগ হয়েছে। আসলে বিষয়টা তেমন নয়, এখানে তার কিছু মনস্থাত্তিক অবস্থান পরিবর্তন হয়।

সমাধানঃ

কয়েকদিন দেখেশুনে রাখা এবং ভাল খাবার প্রদানের চেষ্টা করা।
বেশী বেশী বিশুদ্ধ পানি সরবরাহ বাড়ালে ভাল হবে।
দুর্গন্ধ খাবার হলেঃ

অনেক দিনের পচা, বাসি ও দুর্গন্ধ যুক্ত খাবার সাধারণত ছাগল খেতে চায়না।
বাহ্যিক দৃষ্টিতে খাবারকে ভাল মনে হলেও শুধুমাত্র দুর্গন্ধ থাকার কারণে খায়না। এসব ক্ষেত্রে একবার মুখে নিয়ে আর খাবার মুখে নিতে চায় না কিংবা আর দেখেও না খাবারের দিকে।

সমাধানঃ

পচা খাবার না দিয়ে সুগন্ধ যুক্ত না হলেও যেন দুর্গন্ধ যুক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খাবারের সাথে কিছু লবণ পানি মিশিয়ে দেয়া যেতে পারে। খাবার তৈরি করার সময় হিসাব করে পরিমাণ মত বানাতে হবে যেন নির্দিষ্ট সময়ে শেষ না হলে গন্ধ ধরে না যায়।

Translation:

Assalamu Alaikum, how are you all? I hope yo are all well. I am also very good in your prayers.
I'm going to share with you today what to do if the goat's diet suddenly decreases. Let's get started....

Most of us have a laid back attitude when it comes to painting a picture about a goat. Goat feed is an important factor in the benefits of goat rearing. Eating goats may suddenly decrease for various reasons. Let's not know what to do if the goat's diet suddenly decreases-

What to do if the goat's diet suddenly decreases:
If the position of the goat changes:

This happens to almost all animals. This also happens in case of goats. In all its functionalities in the familiar place and environment, the quantity and demand of food is just as good. It can be noticed that when the position of the goat changes, it is affected for some time.

There is a problem when goats are bought from the market and taken elsewhere. Another reason may be that you have bought him but do not know which one he eats more, so he may not get that ingredient so he is not eating, or eating less.

Solution:

There is nothing to worry about in this situation. It will be fixed in a few days. However, if you don't have much patience, you will give a lot of ingredients without giving more of the same food, then one will eat the other even if it doesn't taste good. The supply of clean and pure water should be increased.

Changes in the diet of goats

Goats will naturally be more interested in the food they are accustomed to. The amount of food will remain the same as before. Conversely, if you give any other new food, eat less or do not want to eat. Because he also has a psychological function.

Solution:

It will take some time to get used to the new way. There is no reason to worry.
However, if all the animals are fed together when giving new food, they may get used to fast food.
Other flavor enhancers can be fed.
It is better to eat something similar to the previous food.
If the companion of the goat changes:

Goats consume less if they are sold or kept away from the goats that have been together for a long time on the farm. This condition is often noticed in the first few days. At the time, the farmer thought he might have a disease. In fact, it is not so much that some of his mental position changes here.

Solution:

Keep an eye out for a few days and try to provide good food.
It would be better to increase the supply of more pure water.
If the food smells bad

Goats usually do not want to eat rotten, stale and smelly food for many days.
Outwardly, food looks good, but it is not eaten only because of bad smell. In these cases, he does not want to take food in his mouth once or look at the food.

Solution:

Even if the aroma is not added without rotten food, care should be taken not to add bad smell. Some salt water can be mixed with food. When preparing food, you have to calculate the amount so that if it is not finished on time, it will not smell.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (2.05 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote