আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে ছাগল পালন সম্পর্কে কিছু কথা শেয়ার করব চলুন শুরু করা যাক....
আমাদের বাংলাদেশের অধিকাংশ জেলাতেই অধিকাংশ গ্রাম অঞ্চলের মানুষজন এই ছাগল পালন করে থাকে।ছাগল পালনের জন্য বাংলাদেশের প্রকৃতি অত্যন্ত অনুকূল। ছাগল অত্যন্ত কষ্ট- সহিঞ্চু প্রাণী। একটি দেশি প্রজাতির কালো ছাগল বছরে ৮- ১০ মাসের মধ্যে বাচ্চা প্রসব করে। একসাথে ২ থেকে ৪ টি বাচ্চা প্রসবের নজির এদের রয়েছে। এদের অত্যন্ত নিম্ন পর্যায়ের সামান্য পুষ্টিযুক্ত বাড়ির উচ্ছিষ্ট খাদ্য ভাত, রুটি, তরকারি ও বিভিন্ন ফলের ছোবড়া, কলা, আনারসের ছোলা ইত্যাদি সরবরাহ করলেই চলে।
আমাদের এই ওয়েবসাইটে ছাগল পালন করার জন্য সকল সঠিক প্রক্রিয়া প্রদান করা হয়েছে। আপনি যদি সঠিক নিয়মে ছাগল পালন করতে চান তবে আমাদের এই পোস্ট পড়ার মাধ্যমে অনেক উপকৃত হতে পারবেন। তার জন্য সময় নষ্ট না করে নিচের যাতীয় তথ্য অনুসরণ করুন।তাছাড়া একটি ছাগল সারাদিন চারণভূমিতে চড়ে, বা রাস্তার পাশে, ফসলের মাঠে, আইনের ধারে বৃক্ষ-শাখা, লতা-পাতা,ঘাস,আগাছা ইত্যাদি খেয়ে থাকে বলে অন্যান্য গবাদি পশুর মত ছাগল পালনে খুব একটা বাড়তি খরচের সম্মুখীন হতে হয় না। এজন্য ছাগলকে গরিবের গাভীরও বলা হয় । তাই কম পুজির সফল ও অধিক লাভজনক ব্যবসা বলা হয় ছাগল পালনকে।
Assalamu alaikum how are you all I hope everyone is well I am also very good in your prayers I will share some things about goat rearing among you today Let's startstart....
The nature of Bangladesh is very favorable for goat rearing. Goats are very tolerant animals. A native breed of black goat gives birth between 8-10 months of age per year. There are examples of giving birth to 2 to 4 babies at a time. The only food left over from their very low level of nutritious home is rice, bread, curry and various fruit husks, bananas, pineapple lentils etc.All the proper procedures for raising goats have been provided on our website. If you want to keep goats in the right way, you can benefit a lot by reading this post. Follow the following information without wasting time. Also, goats like other cattle are very fond of grazing in the pasture all day long, or by the side of the road, in the field of crops, eating trees, leaves, grass, weeds etc. There is no need to incur additional costs. That is why goat is also called the cow of the poor. That is why goat rearing is called successful and more profitable business with less capital.
** Your post has been upvoted (2.36 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote