রক্তের গ্রুপিং এর ক্ষেত্রে আমরা দুধরনের সিস্টেম ব্যবহার করি। একটি হচ্ছে ABO সিস্টেম এবং আরেকটি Rh সিস্টেম। এই দুটি সিস্টেমের সমন্বয়ে আমরা রক্তের গ্রুপ প্রকাশ করে থাকি। যেমন: AB(-ve)। AB দ্বারা ABO সিস্টেমের অংশটুকে বোঝানো হয় আর +ve বা -ve দ্বারা Rh ফ্যাক্টরের উপস্থিতি বা অনুপস্থিতি বোঝানো হয়। কিন্তু এর বাইরও রক্তের আছে আরো অনেক রকমের গ্রুপিং সিস্টেম। মেডিকেল সায়েন্সে তেত্রিশটি প্রধান রক্তের গ্রুপিং সিস্টেম প্রচলিত আছে। যেমন: কেউ AB পজেটিভ হওয়ার সাথে সাথে MN (MNS system) পজেটিভ বা K (kell system) পজেটিভ হতে পারে। এছাড়া প্রতিটি সিস্টেমকে একাধিক উপসিস্টেমে ভাগ করা যায়। যেমন: ABO সিস্টেমে A1, A2, A1B, A2B ইত্যাদি গ্রুপিংএ ভাগ করা যেতে পারে।
এই রক্তের গ্রুপিংগুলো করা হয়ে থাকে কিছু সাধারণ এন্টিজেনের ভিত্তিতে। যেমন: ABO গ্রুপিং এর ক্ষেত্রে A, B এন্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি অনুযায়ী গ্রুপিং করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুবই বিরল গ্রুপিং দেখতে পাওয়া যায়। এই ধরনের বিরল রক্তের গ্রুপের ক্ষেত্রে রক্ত আদান-প্রদান খুবই জটিলাকার ধারন করতে পারে। এসব ক্ষেত্রে গ্রুপ প্রকাশের জন্য A,B এসবের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের সংকেত জুড়ে দেওয়া হয়।