Assalamu Alaikum wa Rahmatullah
how are you all I hope everyone is well by God's grace. I am also fine with your prayers and God's infinite mercy.
Friends, today I will tell you about a very beautiful flower. The name of this flower is "Kadam".
which looks very beautiful and the smell of this flower is charming. Kadam flower is my favorite flower.
This flower usually blooms during monsoon. This flower blooms only once a year. I do not know if this flower blooms in any other country in the world. This flower looks like white petals on yellow flowers.
How much I used to play with this step flower in my childhood. This flower plant is very tall and thick. When the rainy season starts, this flower fills the tree. This flower has three layers, the first layer is green, the next layer is yellow, the next layer is white petals.
You will fall in love with this flower when you see it. So far today friends. I will take care of myself. And love flowers. Thanks for reading my post.
বিসমিল্লাহর রহমানের রহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি.
বন্ধুরা আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটা ফুল সম্পর্কে বলবো। এই ফুলের নাম হচ্ছে ''কদম'' যা দেখতে খুবই সুন্দর আর এ ফুলের ঘ্রান মোহনীয়।
কদম ফুল আমার খুব প্রিয় একটা ফুল। এ ফুল সাধারণত বর্ষা কালে ফুটে। বছরে একবারেই ফুটে এই ফুল। বিশ্বের আর কোনো দেশে এ ফুল ফুটে কিনা জানি না। এ ফুল দেখতে হলুদ ফুলের উপরে সাদা সাদ রংয়ের পাপড়ি। শৈশবে এই কদম ফুল দিয়ে কত খেলতাম। এ ফুলের গাছ অনেক লম্বা ও মোটা হয়।
বৃষ্টির সময় শুরু হলে এই ফুল সাড়া গাছে ভরে যায়। এই ফুলে তিনটা স্তর রয়েছে প্রথম স্তরে সবুজ তার পরের স্তর হলুদ এর পরের স্তর সাদা পাপড়ি।
আপনি যখন এই ফুল দেখবেন তখন এই ফুলের প্রেমে পড়ে যাবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা। ভালো থাকবে নিজের খেয়াল রাখবেব। আর ফুল কে ভালোবাসুন। ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য।